বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK IPL 2023: ব্যর্থ রুতুরাজের লড়াই, শেষ ওভারের লড়াকু জয় গুজরাটের
হাফ-সেঞ্চুরি গিলের। ছবি- বিসিসিআই।

GT vs CSK IPL 2023: ব্যর্থ রুতুরাজের লড়াই, শেষ ওভারের লড়াকু জয় গুজরাটের

Gujarat Titans vs Chennai Super Kings live Score: টাইটানসের হয়ে অনবদ্য হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন শুভমন গিল। ব্যাট হাতে নজর কাড়েন ঋদ্ধিমান সাহাও।

সব বাধা বিপত্তি কাটিয়ে আইপিএল ফিরল পুরনো ছন্দে। চেনা মেজাজের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে বলিউডি বিনোদনের ছোঁয়া থাকবে না, তাও আবার হয় নাকি! বিসিসিআই ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জনের বন্দোবস্তে ত্রুটি রাখেনি। তামান্না, রশ্মিকা, অরিজিৎ-এর মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানের পরে হার্দিক-ধোনিদের ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই। আর কী চাই সমর্থকদের! বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সব থেকে বড় টি-২০ লিগের সূচনা। স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছে ভারতীয় ক্রিকেটমহল। এমন দুর্দান্ত আবহে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়ে গুজরাট টাইটানস আইপিএল ২০২৩-এর শুরুটা করে দাপটের সঙ্গে। চেন্নাই সুপার কিংসের ক্ষমতা কতটা, তা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবে উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে শেষ হাসি হাসেন হার্দিকরা।

01 Apr 2023, 12:05:54 AM IST

ম্যাচের সেরা রশিদ

৪ ওভারে ২৬ রানের বিনিময়ে মইন আলি ও বেন স্টোকসের দু'টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন রশিদ খান। পরে ব্যাট হাতে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রশিদ।

31 Mar 2023, 11:40:50 PM IST

৫ উইকেটে জয় গুজরাট টাইটানসের

শেষ ওভারে তুষার দেশপান্ডে শুরুতেও ওয়াইড বল করেন। প্রথম বলে ছক্কা মেরে স্কোর লেবেন করেন রাহুল তেওয়াটিয়া। দ্বিতীয় বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তেওয়াটিয়া। চেন্নাইয়ের ৭ উইকেটে ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট। তেওয়াটিয়া ১৪ বলে ১৫ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। রশিদ খান ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। দেশপান্ডে ৩.২ ওভাকে ৫১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

31 Mar 2023, 11:36:17 PM IST

শেষ ওভারে ৮ রান দরকার গুজরাটের

১৯তম ওভারে দীপক চাহারের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রশিদ খান। ১টি লেগ-বাই চারও পেয়ে যায় গুজরাট। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৯ ওভার শেষে টাইটানসের স্কোর ৫ উইকেটে ১৭১ রান। জয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার তাদের। রশিদ ১০ রানে ব্যাট করছেন। চাহার ৪ ওভারে ২৯ রান খরচ করেছেন।

31 Mar 2023, 11:29:26 PM IST

বিজয় শঙ্কর আউট

১৭.৪ ওভারে রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে ছক্কা মারেন বিজয় শঙ্কর। ১৭.৬ ওভারে হাঙ্গার্গেকরের বলে স্যান্টনারের হাতে ধরা পড়ে যান তিনি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১বলে ২৭ রান করে মাঠ ছাড়েন বিজয়। গুজরাট ১৫৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান। জয়ের জন্য শেষ ২ ওভারে ২৩ রান দরকার টাইটানসের। রাজবর্ধন ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

31 Mar 2023, 11:21:35 PM IST

কৃপণ ওভার চাহারের

১৭তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন দীপক চাহার। গুজরাট টাইটানসের স্কোর ৪ উইকেটে ১৪৯ রান। বিজয় শঙ্কর ২১ ও রাহুল তেওয়াটিয়া ৩ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন। জয়ের জন্য ৩ ওভারে ৩০ রান দরকার টাইটানসের।

31 Mar 2023, 11:15:44 PM IST

৪ ওভারে গুজরাটের দরকার ৩৪ রান

বোলিং কোটা শেষ করলেন মিচেল স্যান্টনার। ৪ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। ১৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৪ উইকেটে ১৪৫ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৪ রান দরকার তাদের। ১৫ বলে ১৯ রান করেছেন বিজয় শঙ্কর।

31 Mar 2023, 11:09:43 PM IST

শুভমন গিল আউট

১৪.৬ ওভারে তুষার দেশপান্ডের বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৩৬ বলে ৬৩ রান করেন গিল। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। টাইটানস ১৩৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া। তুষার ৩ ওভারে ৪০ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। বিজয় শঙ্কর ১৩ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 11:06:28 PM IST

৬ ওভারে ৫২ রান দরকার গুজরাটের

রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে ১টি করে চার মারেন গিল ও বিজয়। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৪ ওভার শেষে টাইটানসের স্কোর ৩ উইকেটে ১২৭ রান। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৫২ রান দরকার তাদের। গিল ৫৬ রানে ব্যাট করছেন। রাজবর্ধন ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

31 Mar 2023, 10:55:43 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

১২.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। ১১ বলে ৮ রান করেন তিনি। ১১১ রানে ৩ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন বিজয় শঙ্কর। ১৩ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ১১৪ রান। জাদেজা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। জিততে ৭ ওভারে ৬৫ রান দরকার টাইটানসের।

31 Mar 2023, 10:53:32 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১২ ওভার শেষে টাইটানসের স্কোর ২ উইকেটে ১১১ রান। স্যান্টনার ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন। গিল ৫১ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 10:53:21 PM IST

১০০ টপকাল গুজরাট

১১তম ওভারে জাদেজার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শুভমন গিল। ১১ ওভার শেষে টাইটানসের স্কোর ২ উইকেটে ১০৬ রান। গিল ৪৯ ও হার্দিক ৫ রানে ব্যাট করছেন। জাদেজা ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন।

31 Mar 2023, 10:44:58 PM IST

সাই সুদর্শন আউট

৯.৩ ওভারে রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে ধোনির দস্তানায় ধরা পড়েন সাই সুদর্শন। ১৭ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার। গুজরাট টাইটানস ৯০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দির পান্ডিয়া। ১০ ওভার শেষে টাইটানসের স্কোর ২ উইকেটে ৯৩ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৮৬ রান। হাঙ্গার্গেকর ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। গিল ৩৮ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 10:41:56 PM IST

জাদেজার ওভারে ৭ রান

নবম ওভারে পুনরায় বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তাঁর ওভারে ৭ রান সংগ্রহ করে গুজরাট টাইটানস। ৯ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮৯ রান। গিল ৩৭ ও সুদর্শন ২২ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 10:38:14 PM IST

স্যান্টনারকে আক্রমণ শানাচ্ছে গুজরাট

অষ্টম ওভারে স্যান্টনারের বলে ১টি করে চার মারেন গিল ও সুদর্শন। ওভারে মোট ১১ রান ওঠে। ৮ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ৮২ রান। গিল ৩৪ ও সুদর্শন ১৯ রানে ব্যাট করছেন। স্যান্টনার ২ ওভারে ২০ রান খরচ করেছেন।

31 Mar 2023, 10:33:31 PM IST

জাদেজার ওভারে ৬ রান

সপ্তম ওভারে প্রথমবার বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তিনি নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করেন। ৭ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৭১ রান। গিল ২৮ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 10:29:27 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে মিচেল স্যান্টনারের বলে ১টি চার মারেন সুদর্শন, ১টি বাউন্ডারি মারেন গিল। ওভারে ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৬৫ রান। গিল ২৫ ও সাই সুদর্শন ১১ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 10:27:17 PM IST

৫০ টপকাল গুজরাট টাইটানস

পঞ্চম ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শুভমন গিল। ওভারে মোট ১৫ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৫৬ রান। গিল ১৩ বলে ২১ রান করেছেন।

31 Mar 2023, 10:17:26 PM IST

ঋদ্ধিমান সাহা আউট

৩.৫ ওভারে রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে বাউন্ডারি লাইনে শিবম দুবের হাতে ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। দুর্দান্ত ক্যাচ ধরেন শিবম। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন ঋদ্ধি। গুজরাট ৩৭ রানে ১ উইকেট হারায়। আহত কেন উইলিয়ামসনের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন সাই সুদর্শন। তিনি মাঠে নেমেই চার মারেন। ৪ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৪১ রান।

31 Mar 2023, 10:09:40 PM IST

চাহারকে ছক্কা হাঁকালেন ঋদ্ধি

তৃতীয় ওভারে দীপক চাহারের বলে ১টি ছক্কা মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে মোট ১১ রান ওঠে। ৩ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ২৯ রান। সাহা ১১ বলে ২০ রান করেছেন। ৭ বলে ৮ রান করেছেন শুভমন গিল।

31 Mar 2023, 10:03:49 PM IST

ঋদ্ধিমানের চার-ছক্কা

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপান্ডে। প্রথম বলেই ছক্কা মারেন ঋদ্ধিমান। যগিও বল ঋদ্ধির ব্যাটের কানায় লেগে বাউন্ডারির বাইরে উড়ে যায়। দ্বিতীয় বলে চার মারেন তিনি। পঞ্চম বলে চার মারেন গিল। ওভারে ১৫ রান ওঠে। ২ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ১৮ রান। ঋদ্ধি ১২ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 09:55:37 PM IST

গুজরাটের রান তাড়া শুরু

শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। বোলিং শুরু করেন দীপক চাহার। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধিমান। পঞ্চম বলে ২ রান নেন শুভমন গিল। প্রথম ওভারে ৩ রান ওঠে।

31 Mar 2023, 09:53:46 PM IST

আইপিএলের প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার তুষার

আম্বাতি রায়াড়ুকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তুষার দেশপান্ডেকে বোলিং ইনিংসের শুরু থেকেই মাঠে নামায় চেন্নাই সুপার কিংস। দেশপান্ডেই আইপিএলের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার।

31 Mar 2023, 09:35:15 PM IST

শেষ ওভারে চার-ছক্কা ধোনির, চ্যালেঞ্জিং টার্গেট গুজরাটের সামনে

শেষ ওভারে জোশ লিটলের তৃতীয় বলে বিশাল ছক্কা হাঁকান ধোনি। চতুর্থ বলে চার মারেন তিনি। ওভারে মোট ১৩ রান ওঠে। ২০ ওভারে চেন্নাই সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৮ রান। ধোনি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৪ রান করে নট-আউট থাকেন। ৩ বলে ১ রান করেন মিচেল স্যান্টনার। লিটল ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। জয়ের জন্য গুজরাট টাইটানসের দরকার ১৭৯ রান।

31 Mar 2023, 09:24:40 PM IST

শিবম দুবে আউট

১৮.৩ ওভারে মহম্মদ শামির বলে রশিদ খানের হাতে ধরা পড়েন শিবম দুবে। ১৮ বলে ১৯ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। চেন্নাই ১৬৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার। ১৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৭ উইকেটে ১৬৫ রান। শামি ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

31 Mar 2023, 09:19:34 PM IST

রবীন্দ্র জাদেজা আউট

১৭.৪ ওভারে আলজারি জোসেফের বলে বাউন্ডারি লাইনে বিজয় শঙ্করের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ২ বলে ১ রান করেন তিনি। চেন্নাই ১৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। টি-২০ কেরিয়ারে ধোনি এই প্রথম ব্যাটিং অর্ডারের ৮ বা তারও নীচে ব্যাট করতে নামলেন। ১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১৫৫ রান। জোসেফ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

31 Mar 2023, 09:15:08 PM IST

শতরান হাতছাড়া রুতুরাজের

১৭.১ ওভারে আলজারি জোসেফের ফুলটস বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৫০ বলে ৯২ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ৪টি চার ও ৯টি ছক্কা। চেন্নাই ১৫১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

31 Mar 2023, 09:12:10 PM IST

১৫০ টপকাল চেন্নাই

১৭তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই। তাদের স্কোর ৪ উইকেটে ১৫১ রান। রশিদের ওভারে ১টি ছক্কা মারেন রুতুরাজ। তিনি ৯২ রানে ব্যাট করছেন। রশিদ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

31 Mar 2023, 09:08:32 PM IST

জোসেফের ওভারে ৭ রান

১৬তম ওভারে আলজারি জোসেফ ৭ রান খরচ করেন। ১৬ ওভার শেষে সুপার কিংসের স্কোর ৪ উইকেটে ১৪০ রান। গায়কোয়াড় ৮২ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন আলজারি।

31 Mar 2023, 09:05:20 PM IST

শতরানের দিকে এগচ্ছেন রুতুরাজ

১৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪ উইকেটে ১৩৩ রান। রুতুরাজ গায়কোয়াড় ৪২ বলে ৮০ রান করেছেন। তিনি ৪টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। ৮ বলে ৪ রান করেছেন শিবম দুবে। হার্দিক ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।

31 Mar 2023, 08:58:50 PM IST

জোসেফের ওভারে ৪ রান

১৪তম ওভারে ৪ রান খরচ করেন আলজারি জোসেফ। ১৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান। রুতুরাজ গায়কোয়াড় ৭৮ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 08:50:12 PM IST

রায়াড়ুকে ফেরালেন লিটল

১২.৫ ওভারে জোশ লিটলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আম্বাতি রায়াড়ু। ১২ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। চেন্নাই ১২১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে।

31 Mar 2023, 08:47:55 PM IST

চোট পেলেন উইলিয়ামসন

১২.৩ ওভারে জোশ লিটলের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার চেষ্টায় হাঁটুতে চোট পেয়ে বসেন কেন উইলিয়ামসন। চোট না পেলে তিনি পুনরায় মাঠে ঢুকে বল তালুবন্দি করতে পারতেন। নিশ্চিত ছক্কা বাঁচালেও সেই বলে চার রান পেয়ে যান গায়কোয়াড়।

31 Mar 2023, 08:43:22 PM IST

আগ্রাসী ব্যাটিং চেন্নাইয়ের

১২তম ওভারে যশ দয়ালের বলে ১টি করে ছক্কা মারেন রুতুরাজ ও রায়াড়ু। ওভারে মোট ১৪ রান ওঠে। ১২ ওভার শেষে সুপার কিংসের স্কোর ৩ উইকেটে ১১৪ রান। রুতুরাজ ৭০ ও রায়াড়ু ১১ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 08:36:45 PM IST

১০০ ছুঁল চেন্নাই

১১তম ওভারে জোশ লিটলের বলে ১টি ছক্কা মারেন রুতুরাজ। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১০০ রান। গায়কোয়াড় ৩০ বলে ৬৩ রান করেছেন। তিনি ৩টি চার ও ৭টি ছক্কা মেরেছেন।

31 Mar 2023, 08:32:52 PM IST

অর্ধেক ইনিংস শেষ

দশম ওভারে রশিদ খান মাত্র ৩ রান খরচ করেন। ১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। গায়কোয়াড় ৫৭ রানে ব্যাট করছেন। রশিদ ৩ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

31 Mar 2023, 08:26:57 PM IST

হাফ-সেঞ্চুরি রুতুরাজের

নবম ওভারে আলজারি জোসেফের বলে তিনটি ছক্কা মারেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৯০ রান। ২৫ বলে ৫৬ রান করেছেন রুতুরাজ।

31 Mar 2023, 08:20:27 PM IST

স্টোকসকে ফেরালেন রশিদ

৭.৩ ওভারে রশিদ খানের বলে চার মারেন বেন স্টোকস। তবে পরের বলেই ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়ে যান বেন। দুর্দান্ত ক্যাচ ধরেন ঋদ্ধি। ৬ বলে ৭ রান করেন স্টোকস। চেন্নাই ৭০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৭২ রান।

31 Mar 2023, 08:17:35 PM IST

হার্দিককে জোড়া ছক্কা রুতুরাজের

সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়ার ওভারে জোড়া ছক্কা মারেন রুতুরাজ গায়কোয়াড়। শেষ বলে রুতুরাজকে রান-আউট করার সুযোগ হাতছাড়া করেন শুভমন গিল। ওভারে ১৩ রান ওঠে। ৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৬৪ রান। গায়কোয়াড় ১৭ বলে ৩৬ রান করেছেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।

31 Mar 2023, 08:07:38 PM IST

মইনকে ফেরালেন রশিদ

ষষ্ঠ ওভারে বল করতে আসেন রশিদ খান। ওভারের তৃতীয় বলে মইন আলিকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান মইন। চতুর্থ বলে চার মারেন মইন। ৫.৫ ওভারে রশিদের বলে মইনের অনবদ্য ক্যাচ ধরেন ঋদ্ধিমান সাহা। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ তারকা। চেন্নাই ৫০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে সুপার কিংসের স্কোর ২ উইকেটে ৫১ রান।

31 Mar 2023, 08:02:00 PM IST

খরুচে ওভার শামির

পঞ্চম ওভারে শামির বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন মইন আলি। ওভারে মোট ১৭ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৪৬ রান। রুতুরাজ ২৪ ও মইন ১৯ রানে ব্যাট করছেন। শামি ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

31 Mar 2023, 07:57:56 PM IST

চার-ছক্কায় লিটলকে আইপিএলে স্বাগত চেন্নাইয়ের

আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে নামা জোশ লিটলের শুরুটা মনে রাখান মতো হল না মোটেও। চতুর্থ ওভারের প্রথম বলেই লিটলকে ছক্কা মারেন রুতুরাজ। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ওভারের পঞ্চম বলে চার মারেন মইন। চতুর্থ ওভারে ১৫ রান ওঠে। চার ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ২৯ রান। গায়কোয়াড় ২৩ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 07:48:03 PM IST

কনওয়েকে বোল্ড করলেন শামি

২.২ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভন কনওয়ে। ৬ বলে ১ রান করেন তিনি। চেন্নাই ১৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১৪ রান। শামি ২ ওভারে ২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। আইপিএলে নিজের ১০০তম উইকেট নিলেন শামি।

31 Mar 2023, 07:39:21 PM IST

বাউন্ডারিতে স্বাগত হার্দিককে

দ্বিতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া প্রথম বলেই চার মারেন রুতুরাজ। তৃতীয় বলে আরও একটি চার মারেন তিনি। চতুর্থ বলে ১ রান নেন গায়কোয়াড়। ওভারে মোট ১১ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৩ রান। রুতুরাজ ১১ রানে ব্যাট করছেন।

31 Mar 2023, 07:36:28 PM IST

শামির কৃপণ ওভারে উদ্বোধনী ম্য়াচ শুরু

রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। বোলিং শুরু করেন মহম্মদ শামি। দ্বিতীয় বলে লেগ-বাইয়ে খাতা খোলে চেন্নাই। চতুর্থ বলে ১ রান নেন রুতুরাজ। প্রথম ওভারে ২ রান ওঠে।

31 Mar 2023, 07:32:48 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

চেন্নাই- তুষার দেশপান্ডে, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, অজিঙ্কা রাহানে ও নিশান্ত সিন্ধু।গুজরাট- বি সাই সুদর্শন, জয়ন্ত যাদব, মোহিত শর্মা, অভিনব মনোহর ও কেএস ভরত।

31 Mar 2023, 07:31:00 PM IST

গুজরাটের প্রথম একাদশ

শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জোশ লিটল, আলজারি জোসেফ ও যশ দয়াল। 

31 Mar 2023, 07:25:32 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।

31 Mar 2023, 07:14:51 PM IST

টস জিতল গুজরাট

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে টাইটানস। মহেন্দ্র সিং ধোনি জানান, তিনিও টস জিতলে শুরুতে বল করার সিদ্ধান্ত নিতেন।

31 Mar 2023, 06:55:18 PM IST

মঞ্চে এলেন দুই অধিনায়ক

উদ্বোধনী অনুষ্ঠানের পরে মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। তার পরেই একে একে মঞ্চে আসেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ট্রফির সঙ্গে দুই ক্যাপ্টেন পোজ দেওয়ার পরেই মাঠজুড়ে শুরু হয় আতশবাজির খেলা। 

31 Mar 2023, 06:40:00 PM IST

মঞ্চের দখল নিলেন তামান্না

অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের পরে মঞ্চের দখল নিলেন তামান্না ভাটিয়া। টানা ১০ মিনিট মঞ্চে ঝড় তোলেন তামান্না। পরে মঞ্চে আসেন রশ্মিকা। আমদাবাদে ফিরল পুষ্পার শ্রীবল্লি ও RRR-এর নাটু নাটুর সম্মোহন। শেষ হল ৫০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান।

31 Mar 2023, 06:33:20 PM IST

গলফ কার্টে সারা মাঠ ঘুরে গান গাইলেন অরিজিৎ

শুধু বাঁধা মঞ্চেই নয়, বরং গলফ কার্টে সারা মাঠ ঘুরে গান গাইলেন অরিজিৎ সিং। ভারতের জাতীয় পতাকা ও দশটি আইপিএল দলের পতাকা নিয়ে স্বেচ্ছ্বাসেবীরা ঘুরলেন পিছনে। শেষ হল অরিজিৎ-এর আধ ঘণ্টার অনুষ্ঠান।

31 Mar 2023, 06:15:08 PM IST

প্রকৃতি সদয়

আগের দিন আমদাবাদে বৃষ্টি হলেও শুক্রবার আকাশ পরিষ্কার। ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাষ ছিল। যদিও প্রকৃতি সদয় হওয়ায় যথারীতি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় যথা সময়ে। আশা করা হচ্ছে ম্যাচও শুরু হবে ঠিক সময়ে।

31 Mar 2023, 06:06:10 PM IST

উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে, আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে পারফর্ম করবেন রশ্মিকা মন্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং। সেই মতো ঠিক সন্ধ্যা ৬টার সময় শুরু হয় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই মঞ্চ মাতাতে ওঠেন অরিজিৎ সিং। কেশরিয়ার সুরে গলা মেলাল কানায় কানায় ভরা গ্যালারি। এক দর্শকের সামনে কখনও লাইভ অনুষ্ঠান করেননি, মেনে নিলেন অরিজিৎ। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অরিজিৎ-এর গানের তালে গা দোলাতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? জ্যোতিষমতে জানুন ১ মের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মাসের প্রথম দিন কেমন কাটবে? রইল জ্যোতিষমতে ১ মের রাশিফল ভোটের মধ্যে কমল LPG সিলিন্ডারের দাম, মে'তে কলকাতায় রান্নার গ্যাসের দাম কত পড়বে? রশিদ খানের নেতৃত্বে T20I World Cup 2024-এর জন্য দল ঘোষণা করল আফগানিস্তান মোদীকে জুনের আক্রমণের পর অগ্নিমিত্রার নিশানায় মমতা! গাইলেন কোন প্যারোডি? ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের 'ও কাছে টেনে নিয়েছে...' কল্যাণের অপমান অতীত, দেবের ডাকে ঘাটালে কাঞ্চন ভেনিস কি শেষপর্যন্ত তলিয়ে যাবে? বাঁচিয়ে রাখতে তৈরি করা হয়েছে ইস্পাতের ৭৮ প্রাচীর মহালক্ষ্মী ভাণ্ডার আনব, নয়া প্রতিশ্রুতি নিয়ে হাজির বামেরা, কার অনুপ্রেরণা? হার্ট ঠিক রাখতে কী খেতে হবে? পুরো খাবার তালিকা তৈরি করে দিতে পারে AI!

Latest IPL News

ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের ব্যর্থ রোহিত-হার্দিক-বুমরাহ! মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রাহুলের লখনউ শুভমন গিলকে টপকে কী করে ভারতীয় দলে জায়গা করলেন যশস্বী? সামনে এল আসল কারণ ‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.