GT vs RR: ব্যাটে-বলে দুরন্ত নজির হার্দিকের, জাদেজা ছাড়া IPL-এ আর কোনও ভারতীয় ক্রিকেটারের এই কৃতিত্ব নেই
Updated: 16 Apr 2023, 10:34 PM ISTGujarat Titans vs Rajasthan Royals IPL 2023: রবিবার আমদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন টপকে যান গুজরাট দলনায়ক হার্দিক পান্ডিয়া।
রবিবার আমদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯ বলে ২৮ রানের আগ্রাসী ইনিংস খেলার পথে আইপিএলে ২০০০ রানের মাইলস্টোন টপকে যান হার্দিক পান্ডিয়া। ৫০তম ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন হার্দিক। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলের ইতিহাসে ২০০০ রান করার পাশাপাশি ৫০টি বা তারও বেশি উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটারে পরিণত হন হার্দিক। তাঁর আগে এই ডুয়েল রয়েছে শুধু রবীন্দ্র জাদেজার। সার্বিকভাবে আইপিএলের ইতিহাসে এমন কৃতিত্ব অর্জন করা ষষ্ঠ ক্রিকেটারে পরিণত হন পান্ডিয়া। হার্দিক আইপিএলে এখনও পর্যন্ত ২০১২ রান ও ৫১টি উইকেট সংগ্রহ করেছেন। ছবি- এএফপি।
পরবর্তী ফটো গ্যালারি