বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs MI: আমি বেশি ম্যাচ দেখি না, খেললে ১০০ শতাংশেরও বেশি উজাড় করে দিই, বললেন চাওলা

DC vs MI: আমি বেশি ম্যাচ দেখি না, খেললে ১০০ শতাংশেরও বেশি উজাড় করে দিই, বললেন চাওলা

পীযূষ চাওলা। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার 

শেষবার আইপিএল খেলতে নেমেছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন উইকেট তুলে নেন পীযূষ চাওলা। ম্যাচ জয়ের পর তিনি জানিয়ে দিলেন, এখনও ফিট তিনি।

দীর্ঘদিন ধরে খেলছেন আইপিএল। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। খেতাব জয়েরও স্বাদ পেয়েছেন। আইপিএলে অন্যতম সিনিয়র ক্রিকেটার পীযূষ চাওলা। বল হাতে অনেক দলকে ম্যাচ জিতিয়েছেন তিনি। এবার শেষ আইপিএল খেলতে নেমেছেন এই স্পিনার। এই বছর মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনে নেয়। এই স্পিনারকে দলে নেওয়ায় মুম্বইয়ের সমর্থকরা অনেকই প্রশ্ন তোলে। কেন পীযূষ চাওলাকে নেওয়া হল? কারণ পীযূষ গত মরশুমে খেলেননি। সেই ভাবে ফর্মেও নেই। তাই এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তবে সমালোচকদের বল হাতে জবাব দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই স্পিনার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন পীযূষ। মুম্বইয়ের এই জয়েক পিছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তিনি। ম্যাচ শেষে চাওলা জানান, তিনি যখন খেলেন, তখন নিজের ১০০ শতাংশ দেন। মুম্বই দলের এই ক্রিকেটার বলেন, 'সত্যি বলতে গেলে আমি এখন খুব বেশি ক্রিকেট ম্যাচ দেখি না। শুধু তাই নয়, আমি ঘরোয়া ক্রিকেটও খেলি নয়। তবে আমি যখন খেলতে নামি, তখন নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। কারণ আমি এটা মনে করি, এটা আমার দায়বদ্ধতা। ফিটনেসও ঠিক রাখার চেষ্টা করি। আমি মনে করি, যদি আমি লাইনে বল ফেলতে চাই, তাহলে সেটা একেবারেই সম্ভব।'

এখানেই থেমে থাকেননি তিনি। এই ম্য়াচে ভারতের মাটিতে পীযূষ টি-টোয়েন্টিতে ২৫০ উইকেটের মালিকও হন। এই রেকর্ড গড়ার পর তিনি বলেন, 'রেকর্ড গড়তে সব সময় ভালো লাগে। ভারতীয় দলে খেলার সময়ও অনেক রেকর্ড করেছি। এই বয়সে এসেও নজির গড়তে ভালো লাগছে। কেরিয়ারের একেবারে শেষের দিকে একে রেকর্ড করে ভালো লাগছে। তবে ভালো লাগছে দল জিতেছে। কারণ আমাদের এবারের টুর্নামেন্টের শুরুটা তেমন ভালো হয়নি। এই জয়টা দরকার ছিল। দলকে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিতে পেরে ভালো লাগছে।'

দিল্লির বিরুদ্ধে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে দিল্লি ১৭২ রান তোলে। জবাবে নির্ধারিত রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত শর্মা। ৪৫ বলে ৬৫ রান করেন তিনি। এই ম্যাচ জিতলেও দিল্লির পিচ নিয়ে অসন্তোস প্রকাশ করলেন পীযূষ। তিনি বলেন, 'এই পিচ দেখতে ভালো হলেও, ব্যাটিং করা খুব একটা সহজ নয়। রান করতে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে শুরুতে রোহিত অনেকটাই রান তুলে দিয়ে যায়। পরে পিচের চরিত্র বদলে যায়। সেই জন্য সূর্যও এই পিচে রান পায়নি।'

তিনি আরও বলেন, 'গত কয়ের বছরে আইপিএলের ইতিহাস দেখলে দেখা যাবে, ১৬০-১৭০ রান খুবই ভালো রান। কিন্তু এই মরশুমে অনেক বেশি রান উঠছে। ১৯০ রান তোলাটা খুবই জরুরি। তবে এই পিচে ১৬০ রান তোলা খুবই কঠিন কাজ। শুধু আমরা নয়, দিল্লিকে এই পিচে রান তুলতে সমস্যার মুখে পড়তে হয়েছে।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.