বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: মইন আলি, রবিন উত্থাপ্পাদের নিয়ে আশাবাদী চেন্নাইয়ের ব্যাটিং পরামর্শদাতা মাইকেল হাসি

IPL 2021: মইন আলি, রবিন উত্থাপ্পাদের নিয়ে আশাবাদী চেন্নাইয়ের ব্যাটিং পরামর্শদাতা মাইকেল হাসি

মাইকেল হাসি

আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে ভারতের গ্রীষ্মকালীন ক্রিকেট উৎসব আইপিএল। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। কেউ চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর, আবার কারও লক্ষ্য় ইতিহাস রচনায়। আর চেন্নাই সুপার কিংস মাঠে নামবে নিজেদের হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টায়।

গত বার মরুর শহরে অনুষ্ঠিত ভারতীয় ক্রিকেটের উৎসবে চেন্নাইয়ের পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। ১২ পয়েন্ট নিয়ে সাতে শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। আইপিলের ইতিহাসে প্রথমবার তাঁরা নকআউটে পৌঁছতে ব্য়র্থ হয়েছিল। এ বছর আইপিএল আবার ফিরেছে দেশে। ১০ তারিখ গতবারের রানার্স আপ দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নিজেদের অভিযান শুরু করতে চলেছেন ধোনি, সুরেশ রায়নারা। 

চেন্নাই নিজেদের ১৪ টি ম্যাচের মধ্য়ে ৫টি ম্য়াচই খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। ব্য়াটিং পরামর্শদাতা মাইকেল হাসি মনে করছেন একই মাঠে পরপর অনেকগুলি ম্য়াচ থাকায় পিচের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে ক্রিকেটারদের, যা তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য় করবে। চেন্নাই দলের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুটা ভাল হলে, খেলোয়াড়দের মনোবল বাড়বে এবং তাঁরা নিজেদের সেরাটা দিতে পারবে। কিন্তু শুরুটা ভাল না হলে, পরের দিকে চাপ বাড়বে।’

চেন্নাই এ বার নিজেদের মিডল অর্ডার মজবুত করার লক্ষ্য়ে দলে নিয়েছেন ইংল্য়ান্ডের তারকা অলরাউন্ডার মইন আলিকে। আলি ছা়ড়াও কর্ণাটকের অলরাউন্ডার কে গৌতম, রবিন উত্থাপ্পা সহ আরও পাঁচজন নতুন সদস্য় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। দলের সমীকরণ নিয়ে খুশি হাসি।

চেন্নাইয়ের ব্যাটিং কোচ বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের দলে প্রতিটা জায়গায় এ বার যথেষ্ট গভীরতা রয়েছে। মইন একজন অসাধারণ অলরাউন্ডার এবং রবিন বহু বছর ধরে ভাল পারফর্ম করছে। গৌতমের দারুণ প্রতিভা, ওকে নিয়ে আমরা খুবই আশাবাদী। দলের সকলেই ফুরফুরে মেজাজে আছে এবং মন দিয়ে অনুশীলন করছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন