শুভব্রত মুখার্জি: গুজরাট টাইটানসের হয়ে চলতি আইপিএলে খেলছেন আয়ারল্যান্ডের বাঁহাতি পেসার জস লিটল। বাঁহাতি এই পেসার মহম্মদ শামি, মোহিত শর্মাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পেস বোলিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। প্রসঙ্গত এবারের নিলামের মধ্যে দিয়েই তাঁকে দলে নিয়েছিল হার্দিক পান্ডিয়া বাহিনী। গুজরাট টাইটানস ম্যানেজমেন্ট তাঁর উপর যে আস্থা দেখিয়েছিল তার মর্যাদা এখন পর্যন্ত তিনি রাখতে সমর্থ হয়েছেন। গুজরাট টাইটানস পরপর দুই বছরেই আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় বর্ষে তারা ফাইনালে পৌঁছনোর পিছনে গুরুত্বপূর্ণ অবদানও রয়েছে লিটলের। আইপিএলের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামার আগে লিটল স্পষ্ট জানিয়ে দিলেন আইপিএলের ফাইনালে খেলার তাঁর স্বপ্ন সত্যি হয়েছে।
জস লিটলের মতে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি যে তাঁকে নিলামের মধ্যে দিয়ে নেবে সেটাই তাঁর কাছে স্বপ্নের মতন। তার উপরে আইপিএলের ফাইনালে খেলতে পারাটা আরও বড় স্বপ্ন সত্যি হওয়ার মতন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে লিটল বলেন 'আমি এখন এখানে রয়েছি (আইপিএলের ফাইনালে)। সত্যি বলতে অসাধারণ একটা ফিলিংস।খুব সুন্দর একটা মুহূর্ত। আমার কাছে গর্বের বিষয়। আইপিএলের ফাইনালে পৌঁছতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে।' দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো প্রসঙ্গে লিটল বলেন 'ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটা জিততে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য লড়াই করছিলাম।'
প্রসঙ্গত আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২-এ মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে গুজরাট টাইটানস। গুজরাটের হয়ে এই ম্যাচে শুভমন গিল মাত্র ৬০ বলে ১২৯ রান করে। গুজরাট টাইটানস ২৩৩ রান করে। জবাবে ১৭১ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব ৫৫ রানের ইনিংস খেলেন। তা সত্ত্বেও ৬২ রানে ম্যাচ হারতে হয় মুম্বইকে। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে মুখোমুখি হবে গুজরাট টাইটানসের। সিএসকে তাদের পঞ্চম শিরোপা জয়ের জন্য যেখানে লড়াই করবে সেখানেই গুজরাট লড়াই করবে তাদের দ্বিতীয় শিরোপা জয়ের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।