চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অনশ্চিত হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার সন্ধ্যায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পুরো ম্যাচেই খেলেন ধোনি। কিন্তু ম্যাচ চলাকালীন যে হাঁটুতে ধোনির চোট রয়েছে, সেই বাঁ-হাঁটুতেই ফের চোট পান। এর পর মাহিকে ব্যথায় ছটফট করতে দেখা গিয়েছে তাঁকে। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং পরে ধোনির ফিটনেস এবং ইনজুরির বিষয়ে একটি বড় আপডেট দিয়েছেন।
সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং শুক্রবারের ম্যাচের পর বলেছেন, ‘ধোনি প্রাক-মরশুমে পুরো মাসই তাঁর হাঁটুর যত্ন নিয়েছেন। কিন্তু ম্যাচে ওর শুধু ক্র্যাম্প হয়। ও এখন আর ১৫ বছরের মতো দ্রুত এবং চটপটে নয়। তবে ও এখনও একজন দুর্দান্ত দলের নেতা এবং ব্যাট হাতে ও এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। ও ওর সীমাবদ্ধতা জানে এবং ও মাঠে একজন মূল্যবান খেলোয়াড়। একজন কিংবদন্তি।’
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতা থেকে বোলারদের রান বিলানো, মিসফিল্ডিং- CSK-এর হারের হাফডজন কারণ
গুজরাটের ইনিংসের ১৮.২ ওভারে দীপক চাহারের বলটি মিস করেন রাহুল তেওয়াটিয়া। কিন্তু তাঁর প্য়াডে লেগে বলটি সোজা বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছে দেখে, ধোনি ডাইভ দিয়ে বলটি ধরার চেষ্টা করেন। কিন্তু সেই বলের নাগাল ধোনি পাননি। তবে পেয়ে যান চোট। যদিও বল বাঁচাতে ধোনি ডান দিকে লাফিয়েছিলেন। কিন্তু বাঁ-হাঁটুও খারাপ ভাবে মাটিতে পড়ে। যেহেতু তাঁর আগে থেকে চোট আছে বাঁ-হাঁটুতে, তাই সজোরে পাে লাগে তাঁর। মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে। এমন কী ম্যাচ সাময়িক বন্ধ রাখতে হয়। এবং ফিজিও ডাকতে হয়।
আরও পড়ুন: মোহালিতে বৃষ্টির বড় সম্ভাবনা রয়েছে, ভেস্তে যেতে পারে ম্যাচ
মাটিতে পড়েছে, তাঁকে ব্যথায় কঁকিয়ে উঠতে দেখা যায়। এমন ঘটনা ধোনির জন্য সত্যিই বিরল। এর আগে যতই চোট পান, এতটা অস্বস্তিতে তাঁকে পড়তে দেখা যায়নি। এবং এর আগে ধোনিকে কখনও-ই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে দেখা যায়নি। শুক্রবারও তিনি খেলা ছেড়ে ওঠেননি। ব্যথা নিয়েই লড়াই করেছেন। তবে ধোনির চোট যে গুরুতর তা স্পষ্ট ভাবে বোঝা গিয়েছে। চোট এতটাই গুরুতর বলে মনে হয়েছে যে, পরের ম্যাচে আদৌ ধোনিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গেলেও, নিশ্চয়তা দিয়েছেন কোচ ফ্লেমিং।
এ দিকে শেষের শুরুটা মোটেও ভালো হল না মহেন্দ্র সিং ধোনির। আইপিএলের ওপেনিং ম্যাচেই হোঁচট। তবে ফলাফল নির্বিশেষে, ষোড়শ আইপিএলের পারফেক্ট সূচনা। উদ্বোধনী ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। সিএসকে-র দেওয়া ১৭৯ রান তাড়া করতে নেমে, শেষ ৬ বলে গুজরাটের প্রয়োজন ছিল ৮ রান। শেষ পর্যন্ত আগের বছরের পুনরাবৃত্তি। শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারাল গুজরাট টাইটান্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।