বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: রোজ হবে না রিঙ্কু-রাসেল জাদু, কোন বিষয়গুলি ঠিক না করলে প্লে-অফে ওঠা শক্ত নাইটদের?

IPL 2023: রোজ হবে না রিঙ্কু-রাসেল জাদু, কোন বিষয়গুলি ঠিক না করলে প্লে-অফে ওঠা শক্ত নাইটদের?

আইপিএলের ৫৩টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ পর্বে আর ১৭ ম্যাচ বাকি। এখনও কোনও দল প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। শেষ চারের দৌড়ে এখনও রয়েছে ১০ দলই। তবে সবার অঙ্ক আলাদা। কেকেআর-কে প্লে-অফে যেতে হলে যেমন বাকি তিন জিততেই হবে। আর এই তিন ম্যাচে জয় পেতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে নাইটদের।