লড়াই করেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল আয়ারল্যান্ড। তারা ফের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের সেমিফাইনালে ওমানকে ৫৬ রানে হারায়। যার ফলে কুড়ি বিশের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আয়ারল্যান্ড।
টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল ওমান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করে তারা। গ্যারেথ ডিলানি ৩২ বলে ৪৭ রান করেন। ২৭ বলে ৩৫ করেন হ্যারি টেক্টর। অ্যান্ডি ম্যাকব্রাইন ২১ বলে ৩৬ করেন। ওমানের বিলাল খান নেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন কালিমুল্লাহ।
জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড বোলারদের দাপটে শুরু থেকেই একেবারে কোণঠাঁসা হয়ে পড়ে ওমান। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর একের পর এক উইকেট পড়তে থাকে তাদের। ১৮.৩ ওভারে ১০৯ রানেই অলআউট হয়ে যায় ওমান। শোয়েব খান ২২ বলে ৩০ রান করেন। এটাই ওমানের সর্বোচ্চ স্কোর। ২৫ বলে ২৮ করেন অধিনায়ক জিসান মাকসুদ। বাকিরা কেউই ১৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি।
আয়ারল্যান্ডের সিমি সিং ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন জোস লিটল, ক্রেগ ইয়ং, অ্যান্ডি ম্যাকব্রাইন। ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি ২ উইকেট তুলে নেওয়ায় ম্যাচের সেরা হন ম্যাকব্রাইন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।