শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকার মাটিতে ১-২ ফলে টেস্ট সিরিজে হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। টেস্ট সিরিজ হারের কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতির মধ্যে দিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। বিরাটের অধিনায়কত্ব ছাড়ার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নানা ধরনের বার্তা পাঠিয়েছেন প্রাক্তন এবং বর্তমান একাধিক ক্রিকেটার। তবে তাঁর জন্য সব থেকে আবেগঘন পোস্টটি করেছেন ভারতীয় দলে তাঁরই সতীর্থ তথা তারকা পেসার ইশান্ত শর্মা।
নিজের ইন্সটাগ্রামে ইশান্ত শর্মা, বিরাটের উদ্দেশ্যে এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘তোমার সাথে সাজঘরে কাটানো প্রতিটা মূহুর্তের জন্য তোমাকে ধন্যবাদ। ছেলেবেলা থেকে মাঠ এবং মাঠের বাইরের প্রতিটা মূহুর্ত, যা আমরা শেয়ার করেছি, তার জন্য ধন্যবাদ। আমরা নিজেদের হৃদয় উজাড় করে ক্রিকেটটা খেলেছি এবং আমাদের সৌভাগ্য আমরা ভাল ফল করতে পেরেছি।’
ইশান্ত তাঁর দীর্ঘ পোস্টে আরও লিখেছেন, ‘বিশ্ব ক্রমপর্যায়ে ৭ নম্বরে থাকা থেকে শুরু করে, সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে হাতে গোনা সিরিজ জয় থেকে আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, তার পিছনে রয়েছে অধিনায়ক হিসেবে তোমার অনবদ্য কর্ম দক্ষতা। আমার এখনও মনে আছে , ২০১৭ সালে তুমি আমাকে দক্ষিণ আফ্রিকাতে বলেছিলে, সময় এসেছে এখন আমাদের এই দেশগুলোতে সিরিজ জেতার। হ্যাঁ আমরা দক্ষিণ আফ্রিকাতে ২০১৭-১৮ সিরিজ জিততে পারিনি। তবে অস্ট্রেলিয়া গিয়ে সেখানে তাদের হারিয়েছি। ২০১৭-১৮ সিরিজে ইংল্যান্ডে আমরা ৪-১ ফলে সিরিজ হারলেও, আমরা জানি ঠিক কতটা জয়ের কাছাকাছি আমরা ছিলাম। তাই ভারতের সব থেকে সফল টেস্ট অধিনায়কের জন্য চিয়ার্স। অধিনায়ক হিসেবে তুমি যে সব অসাধারণ মূহুর্ত আমাদের এবং সমগ্র ভারতবাসীকে উপহার দিয়েছ, তার জন্য অশেষ ধন্যবাদ।’