অ্যাসেজ সিরিজে ৪-০ লজ্জাজনক হারের পাশাপাশি লজ্জার নজিরও স্পর্শ করল ইংল্যান্ড। গত বছর ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে টেস্টের দুই ইনিংসেই ৫০-এর কম ওভার খেলে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ১১৪ বছর পর এই লজ্জার নজির গড়েছিল ইংল্যান্ড। ১৯০৭ সালে টেস্টের দুই ইনিংসেই ৫০-এর কম ওভার খেলে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড।
১১ মাস বাদে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল হোবার্টে। অ্যাসেজের শেষ তথা পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসেই ৫০-এর কম ওভারে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। যার নিট ফল, ১৯০৭ সালের পর নতুন করে এক বছরের মধ্যেই দু'বার এই লজ্জার নজিরের মুখোমুখি হতে হল ইংল্যান্ড টিমকে।
হোবার্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩০৩ রান করে। ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৮৮ রানে অল আউট হয়ে যায়। এর পর অস্ট্রেলিয়া ১৫৫ রানে অল আউট হয়ে গেলে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩৮.৫ ওভারে মাত্র ১২৪ রানে অল আউট হয়ে যায়।
মোদ্দা কথা, এ বার অ্যাসেজে ইংল্যান্ডকে রীতিমতো ল্যাজেগোবরে হতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। ইংল্যান্ড অ্যাসেজের পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই হেরেছে। একটি টেস্ট কোনও মতে ড্র হয়েছে। রবিবার হোবার্টে শেষ টেস্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারায় অস্ট্রেলিয়া। নিঃসন্দেহে অ্যাসেজে বড় সাফল্য অজিদের। তবু অজি ব্রিগেডের আফসোস, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলের শীর্ষে ওঠা হল না তাদের। অস্ট্রেলিয়াকে থেকে যেতে হয় লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই।