বাংলা নিউজ > ময়দান > জাহান্নমে যাও- ভারতীয় দলের পাকিস্তান না যাওয়া নিয়ে ICC ODI WC বয়কটের দাবি তুললেন মিয়াঁদাদ

জাহান্নমে যাও- ভারতীয় দলের পাকিস্তান না যাওয়া নিয়ে ICC ODI WC বয়কটের দাবি তুললেন মিয়াঁদাদ

পাকিস্তানে যাবে না ভারত, নতুন করে বিশ্বকাপ বয়কটের দাবি তুললেন জাভেদ মিয়াঁদাদ।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসা নিয়ে ফের জলঘোলা শুরু করলেন মিয়াঁদাদ। বরাবারই মিয়াঁদাদ ভারতের কট্টর সমালোচক। তিনি নতুন করে দাবি করেছেন, এই বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তানের পড়শি দেশে যাওয়া উচিত নয়। যদি না বিসিসিআই তাদের দল পাকিস্তানে পাঠায়।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ নতুন করে বিশ্বকাপ বয়কটের দাবি তুললেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন। নতুন করে ফের আগুন ঘি ঢাললেন মিয়াঁদাদ।

এমনিতেই এশিয়া কাপ ঘিরে দুই দেশের মধ্যে তীব্র ঝামেলা হয়েছে। পাকিস্তানে খেলতে যেতে ভারত অস্বীকার করায়, তীব্র ঝামেলা শুরু হয়। বারেবারে সংঘাত বেঁধেছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। শেষ পর্যন্ত পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। আর এতে কিছুটা হলেও বিসিসিআই এবং পিসিবি-র মধ্যে ঝামেলায় ধামাচাপা পড়েছে।

তবে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসা নিয়ে ফের জলঘোলা শুরু করলেন মিয়াঁদাদ। বরাবারই মিয়াঁদাদ ভারতের কট্টর সমালোচক। তিনি নতুন করে দাবি করেছেন, এই বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তানের পড়শি দেশে যাওয়া উচিত নয়। যদি না বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তাদের দল পাকিস্তানে পাঠায়।

আরও পড়ুন: IPL করে আর টাকা কামিয়েই BCCI-এর কাজ শেষ হয় না- বোর্ডের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখালেন বেঙ্গসরকর

আইসিসি-র তৈরি ওডিআই বিশ্বকাপের খসড়া সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত লড়াই হওয়ার কথা রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। তবে ৬৬ বছরের পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিয়াঁদাদের মতে, আগে পাকিস্তান সফরের পালা ভারতের।

মিয়াঁদাদ বলেছেন, ‘পাকিস্তান ২০১২ এবং এমন কী ২০১৬ সালে ভারতে গিয়েছিল। আর এখন ভারতীয়দের এখানে আসার পালা। আমাকে যদি সিদ্ধান্ত নিতে হয়, আমি কখনও-ই ভারতে কোনও ম্যাচ খেলতে যাব না, এমন কী বিশ্বকাপও নয়। আমরা সব সময়ে ওদের (ভারত) সঙ্গে খেলতে প্রস্তুত। কিন্তু ওরা কখনও-ই একই ভাবে সাড়া দেয় না।’

তিনি আরও যোগ করেছেন, ‘পাকিস্তান ক্রিকেট যে ছোট নয়, তার প্রমাণ অনেক বার দিয়েছি আমরা। আমরা এখনও কোয়ালিটি প্লেয়ার তৈরি করছি। তাই আমি মনে করি না যে, আমরা ভারতে না গেলে আমাদের জন্য কোনও পার্থক্য হবে।’ প্রসঙ্গত, ভারত শেষ বার ৫০ ওভারের এশিয়া কাপের জন্য ২০০৮ সালে পাকিস্তানে এসেছিল। এর পর থেকে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক স্থগিত রয়েছে।

আরও পড়ুন: ফিল্ডার নাকি উড়ন্ত বাজ, অশ্বিনের ক্যাচের ভিডিয়ো দেখে সন্দেহ হবে আপনার

তিনি এখানেই থামেননি। আরও বলেছেন, ‘আমাদের ভারতকে দরকার নেই। আমরা ওদের থেকে ভালো। আমাদের ক্রিকেট ওদের থেকে ভালো। আমরা ওদের পাত্তা দিই না। আমাদের পর্যাপ্ত টাকা, মাঠ এবং ক্রিকেটার আছে। আমাদের সব ক্রিকেটারই বিশ্বে নিজেদের নাম তৈরি করছে। তোমরাদের আসতে হবে না। জাহান্নমে যাও। আমাদের কিছু যাবে আসবে না।’

মিয়াঁদাদ মনে করেন, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। তিনি বলেছেন, ‘আমি সব সময়ে বলে আসছি যে, কেউ পড়শি নির্বাচন করতে পারে না। তাই একে অপরকে সহযোগিতা করাই ভালো। ক্রিকেট এমন একটি খেলা যা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং দেশের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অভিযোগ মিটিয়ে দিতে পারে।’

এশিয়া কাপ যে হাইব্রিড মডেলে হচ্ছে, এই সিদ্ধান্তেও খুশি নন মিয়াঁদাদ। তিনি বলেছেন, ‘প্রতি বারের মতো এ বারও ভারতীয় টিম পাকিস্তানে খেলতে আসছে না। পাকিস্তানকেও কিন্তু এ বার দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেড়াতে যাওয়ার তাড়াহুড়োয় শ্যাম্পু করা হয়নি? চিটচিটে চুলেও হবে এই ৩ স্টাইল নির্যাতিতার চোয়ালে কামড় কি সঞ্জয়েরই? সিভিকের 'টিথ ইম্প্রেশন' সংগ্রহ CBI-এর আলিয়াকে ছাড়াই গণপতি বিসর্জন সারলেন রণবীর কাপুর! পাশে থাকলেন মা নীতু বদলি করা হয়েছে অভীক দে’‌র স্ত্রীকে, স্বাস্থ্য ভবনের নির্দেশে সরতে হল পিতৃপক্ষের সময় ভুল করেও করবেন না এই কাজগুলি, হতে পারে ভাগ্যনাশ বিদ্যুৎ নিয়ে আরও জলঘোলা! আদানির সঙ্গে চুক্তির শর্ত খতিয়ে দেখবে বাংলাদেশ সরকার আরজি কর প্রতিবাদের মাঝে CJI চন্দ্রচূড়ের নামে দেওয়াল লিখন স্বাস্থ্য ভবনের কাছে! আর্থিক জটিলতা মেটাতে PSG ও এমবাপের বৈঠকের ডাক! প্রস্তাব প্রত্যাখান করলেন কিলিয়ান জিমের মধ্যে পা দিয়ে খোঁচানো, লোককে জ্বালাতন! নিজের আসল রূপ দেখালেন রোহিত সন্দীপ ঘোষের সেলকে ঘিরে বসল সিসিটিভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে কারারক্ষীকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.