শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পাকিস্তানের। রুদ্ধশ্বাস ম্যাচ সেই ম্য়াচে লঙ্কানদের ৪ উইকেটে হারাল বাবর আজমের দল। তবে এই ম্যাচে পাকিস্তানকে জেতাতে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমাম-উল-হক। তাঁর লড়াকু ৮৪ বলে অপরাজিত ৫০ রানে ভর করে ম্যাচ জিতে নিল পাকিস্তান। তবে একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাক ব্যাটাররা। সেই পরিস্থিতি কাটিয়ে তুলতে যোগ্য ভূমিকা পালন করেন ইমাম-উল-হক এবং সউদ শাকিল।
এই ম্যাচে শ্রীলঙ্কা পাকিস্তানকে ১৩১ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকরা। ওপেন করতে নামা আবদুল্লা শফিক মাত্র ৮ রানের মাথায় ফিরে যান। প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে এই ম্যাচের ব্যাটন থাকে ইমাম-উল-হকের কাছে। তিনি একাই দলকে এগিয়ে নিয়ে যান। তিনি ক্রিজে থাকলেও তাঁকে যোগ্য সঙ্গ দেওয়ার মানুষের অভাব দেখা যায়। কিছুক্ষণের জন্য লঙ্কান বোলাররা দাপট দেখাতে থাকেন। ফলে ব্যাকফুটে চলে যায় তারা।
কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ম্যাচের ব্যাটন ধরে নেন ইমাম। একাই ৮৪ বলে করেন লড়াকু অপরাজিত ৫০ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তাঁর এই ইনিংসটি বেশ প্রশংসা আদায় করে নিয়েছে। কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি দলকে জেতালেন তা সত্যি প্রশংসনীয়। মাত্র ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয় পাকিস্তান। এই ইনিংসে ৪ উইকেট নেন প্রভাত জয়সূর্য। তবে এই ম্য়াচের সেরা হয়েছেন সউদ শাকিল। কারণ তিনি প্রথম ইনিংসে ২০৮ রানের ইনিংস খেলেন। মূলত তাঁর এই দ্বিশতরানের ভর করেই পাকিস্তান বড় রান তুলতে পারে।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩১২ রান তোলে। ১২২ রান করেন ধনঞ্জয়া ডি'সিলভা। প্রথম ইনিংসে তিন পাক বোলার তিনটি করে উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ। এই তিন বোলারের দাপটে ৩১২ রান তোলে তারা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান দলের শুরুটা ভালো না হলেও, দুর্দান্ত ইনিংস খেলেন সউদ শাকিল। ১৯টি বাউন্ডারির সৌজন্যে ২০৮ রান করেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ৪৬১ রান তোলে পাকরা। ফলে লঙ্কানদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন। সেই ইনিংসে রমেশ মেন্ডিস ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা চেষ্টা পাকিস্তানকে ১৩১ রানের টার্গেট দেয়। কিন্তু শেষরক্ষা হয়নি। পাকিস্তান ৪ উইকেটে ম্যাচ জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেলেন বাবররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।