বাংলা নিউজ > ময়দান > ম্যাচ হারার পরেই ঠান্ডা কোহলি, DRS বিতর্ক নিয়ে আর জলঘোলা করতে রাজি নন

ম্যাচ হারার পরেই ঠান্ডা কোহলি, DRS বিতর্ক নিয়ে আর জলঘোলা করতে রাজি নন

বিরাট কোহলি।

প্রোটিয়া ইনিংসের ২০.৪ ওভারে অশ্বিনের বলে এলগারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এলগার। বল পিচড করা থেকে ইমপ্যাক্ট পর্যন্ত সব কিছুই আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করছিল। তবে ট্র্যাকিংয়ে হঠাৎই দেখা যায় যে বল স্টাম্পের উপর দিয়ে চলে যাচ্ছে। আর এর পরেই গর্জে ওঠেন অধিনায়ক বিরাট কোহলি।

কেপ টাউন টেস্টের তৃতীয় দিন স্টাম্প মাইকে বিরাট কোহলিদের গালিগালাজ করা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশ্ব ক্রিকেট জুড়ে এখনও সমালোচনার ঝড় বয়ে চলেছে। বিরাট কোহলির এই আচরণের তীব্র প্রতিবাদ করেছেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররাও। এ বার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক নিজে।

তিনি বলেছেন, ‘এটি সম্পর্কে আমার কোনও মন্তব্য নেই। আমি এটা নিয়ে বিতর্ক তৈরি করতে আগ্রহী নই। এটা ঘটে গিয়েছে, এবং আমরা এই বিষয়টি পিছনে ফেলে এগিয়ে গিয়েছি। বাস্তবটা হল আমরা দক্ষিণ আফ্রিকার উপর ধারাবাহিক ভাবে যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারিনি।’

দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২০.৪ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলগারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মারিয়াস এরাসমাস। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এলগার। বল পিচড করা থেকে ইমপ্যাক্ট পর্যন্ত সব কিছুই আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করছিল। তবে ট্র্যাকিংয়ে হঠাৎই দেখা যায় যে বল স্টাম্পের উপর দিয়ে চলে যাচ্ছে। আর এর পরেই গর্জে ওঠেন অধিনায়ক বিরাট কোহলি।

স্টাম্প মাইকের কাছে গিয়ে কোহলি থেকে শুরু করে অশ্বিন-কে এল রাহুলরা প্রতিবাদ জানাতে থাকেন। টিম ইন্ডিয়ার অভিযোগ ছিল, গোটা দেশ নাকি ভারতের এগারো জনের বিরুদ্ধে খেলছে!

আম্পায়ার মারিয়াস ইরাসমাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নেন এলগার। সেখানে দেখা যায়, বল এলগারের পা ছুঁলেও উইকেটের উপর দিয়ে চলে যাচ্ছে। উইকেটে লাগার কোনও সম্ভাবনাই ছিল না বলের। তৃতীয় আম্পায়ার আল্লাহুডিয়েন পালেকর নির্দেশ দেন ইরাসমাসকে সিদ্ধান্ত বদল করার জন্য। সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরক্তি ফুটে ওঠে। সকলে অবাক হয়ে যান। বল এলগারের পায়ের যেখানে লেগেছে সেখান থেকে এতটা উপরে কী করে যাওয়া সম্ভব বুঝতেই পারছিলেন না আম্পায়াররা। খোদ ইরাসমাস বলে ওঠেন, ‘অসম্ভব!’

আর এর পরেই মেজাজে হারিয়ে কোহলি স্টাম্প মাইকের কাছে গিয়ে কথা শুরু করে দেন ‘দারুণ ডিআরএস, খুব ভাল।’ কে এল রাহুল আবার বলেন, ‘গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।’ কোহলিকে ফের বলতে শোনা যায়, ‘তোমাদের দল যখন বল পালিশ করে, তখন তাদের উপরেও ক্যামেরা তাক করো। শুধু বিপক্ষ খেলোয়াড়দের উপর নয়।’ পরে কোহলি স্টাম্প থেকে দূরে সরে যাওয়ার সময়ে এ কথাও বলেন, ‘ব্রডকাস্টাররা এ ভাবেই অর্থ উপার্জন করে।’ কোহলি কটাক্ষের সুরে আরও বলেন, ‘ওয়েল ডান ডিআরএস।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.