বাংলা নিউজ > ময়দান > একসঙ্গে পাশাপাশি বাবর ও রিজওয়ানের সঙ্গে চলল কোহলির অনুশীলন! ভাইরাল হচ্ছে ভিডিয়ো

একসঙ্গে পাশাপাশি বাবর ও রিজওয়ানের সঙ্গে চলল কোহলির অনুশীলন! ভাইরাল হচ্ছে ভিডিয়ো

বাবর আজম ও বিরাট কোহলির অনুশীলন (ছবি-টুইটার)

নেটে অনুশীলনের সময়ে এমন একটি মুহূর্ত ছিল যখন ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানরা একসঙ্গে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন। তাদের একসঙ্গে ব্যাট করতে দেখা যায়। স্পোর্টস ইয়ারি ইউটিউব চ্যানেলে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৩ বলে ১৯ রান করে আউট হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এই ম্যাচে ভারত ৬ রানে জিতেছে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটিং অনুশীলনে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে সোমবার নেটে প্রচুর সময় কাটাতে দেখা যায়। নেটে অনুশীলনের সময়ে এমন একটি মুহূর্ত ছিল যখন ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানেরা একসঙ্গে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন। তাদের একসঙ্গে ব্যাট করতে দেখা যায়। স্পোর্টস ইয়ারি ইউটিউব চ্যানেলে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।

সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং-এ বিরাট কোহলি যতটা সফল ছিলেন, ততটা সাফল্য তিনি ব্যাট হাতে পাননি। এদিন তিনি ব্যাট হাতে মাত্র ১৯ রান করেই আউট হয়ে যান। এদিনের ইনিংসে তিনি একটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন। যদিও রানের দিক থেকে এটি এদিনের ভারতীয় ইনিংসের চতুর্থ সর্বোচ্চ স্কোর তবু এই রানে খুশি ছিলেন না বিরাট কোহলি। তিনি যে ভাবে মিচেল স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন, তাতে নিজের উপরেই রেগে ছিলেন বিরাট কোহলি।

আরও পড়ুন… BCCI AGM: মহারাজকীয় মেজাজে এলেন সৌরভ, ঠিক কী হচ্ছে পাঁচতারা হোটেলের বলরুমে?

তাই তো এদিনের অনুশীলন ম্যাচ শেষ হতেই ব্যাট হাতে নেটে অনুশীলন করতে ছুঁটে ছিলেন বিরাট কোহলি। দলের রাহুল দ্রাবিড় ও দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়ে দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করতে দেখা গেল বিরাট কোহলিকে। সেই সময়ে নেটে একদিকে পাকিস্তানের ক্রিকেটাররা অন্যদিকে ইংল্যান্ডের ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করছিলেন। তাদের মাঝে সকলকে অবাক করেই একটা পূর্ণ ম্যাচ খেলে আবার অনুশীলনে নেমে পড়েন কোহলি। সেখানেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের পাশের নেটে অনুশীলন করলেন বিরাট।

তিনজন খেলোয়াড়ই এদিন নেটে প্রচুর ব্যাটিং অনুশীলন করেছেন। সোমবারই ব্রিসবেনের গাব্বা মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। এই প্রস্তুতি ম্যাচ থেকে অধিনায়ক বাবর ও রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়ে ছিল। ম্যাচে বিশ্রাম পাওয়ার কারণে অনুশীলন ম্যাচ শেষ হতেই দুই পাক ক্রিকেটার নেটে চলে যান এবং অনেকটা সময় কাটান। সেই সময়ে বিরাট কোহলিও নেটে অনুশীলন করছিলেন।

আরও পড়ুন… মুম্বইয়ে BCCI AGM-এ হাজির সৌরভ! মিলবে কি আইসিসিতে যাওয়ার টিকিট?

তিনজন ব্যাটসম্যানই বাউন্সার এবং শর্ট পিচ ডেলিভারির উপর নিজেদের শটের উফর কাজ করেছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে বসেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ-২-এ রয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ,এই গ্রুপে আরও দুটি দল গ্রুপ-এ এবং গ্রুপ-বি-তে যোগ দেবে। ২৩অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও পাকিস্তান তাদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামবে। সে দিন তারা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এবার ফের বিদেশে অনুষ্ঠিত হতে পারে IPL নিলাম, কবে-কোথায়? মিলল গুরুত্বপূর্ণ আপডেট ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.