HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > LEI vs IND: ড্র ম্যাচে কোহলিরা বোঝালেন, ইংল্যান্ডের মোকাবিলায় পুরোদস্তুর তৈরি টিম ইন্ডিয়া

LEI vs IND: ড্র ম্যাচে কোহলিরা বোঝালেন, ইংল্যান্ডের মোকাবিলায় পুরোদস্তুর তৈরি টিম ইন্ডিয়া

শেষ দিনে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন শুভমন গিল। বল হাতে নজর কাড়েন রবিচন্দ্রন অশ্বিন।

ড্র হল লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ। ছবি- লেস্টারশায়ার।

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের মোকাবিলা করার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সঠিক কম্বিনেশনের খোঁজ চালাচ্ছে ভারত। প্রথম ইনিংসে রোহিত-কোহলি-পূজারাদের ব্যাটিংয়ে তেমন আত্মবিশ্বাস ধরা না পড়লেও চমক দেন দুই উইকেটকিপার ঋষভ পন্ত ও কেএস ভরত। যদিও দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন কোহলি, শ্রেয়স ও জাদেজারা। শেষ দিনে আত্মবিশ্বাস বাড়িয়ে নেন ভারতীয় বোলাররাও।

26 Jun 2022, 09:39 PM IST

ড্র ম্যাচে ভারতের প্রাপ্তি

প্রথম ইনিংসে কেএস ভরত ৭০ রান করেন। লেস্টারের হয়ে ঋষভ পন্ত ৭৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে কোহলি ৬৭, শ্রেয়স ৬২ ও জাদেজা ৫৬ রান করেন। লেস্টারের হয়ে শেষ ইনিংসে গিল ৬২ রান করেন। দুই ইনিংস মিলিয়ে শামি ৩টি, জাদেজা ৪টি ও শার্দুল ৩টি উইকেট নেন। অশ্বিন এক ইনিংসে বল করে ২টি উইকেট দখল করেন।

26 Jun 2022, 09:33 PM IST

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান তুলে ব্যাট ছেড়ে দেয়।
লেস্টারশায়ার প্রথম ইনিংসে ২৪৪ রানে অল-আউট হয়ে যায়।
ভারত দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৬৪ রান তুলে ব্যাট ছেড়ে দেয়।
লেস্টারশায়ার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৯ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়।

26 Jun 2022, 09:11 PM IST

ম্যাচ ড্র

জয়ের জন্য শেষ ইনিংসে ৩৬৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা লেস্টারশায়ার ৬৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৯ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। কিমবার ৫৮ ও এভিসন ১৫ রানে অপরাজিত থাকেন।

26 Jun 2022, 08:32 PM IST

হাফ-সেঞ্চুরি কিম্বারের

৮১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কিম্বার। ৬৫ ওভারে লেস্টারের স্কোর ৪ উইকেটে ২১৪ রান। কিম্বার ৫৮ ও এভিসন ১১ রানে ব্যাট করছেন।

26 Jun 2022, 08:25 PM IST

২০০ টপকাল লেস্টার

৬৩ ওভার শেষে লেস্টারশায়ারের সংগ্রহ ৪ উইকেটে ২০১ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ১৬৬ রান। কিম্বার ৪৬ রানে ব্যাট করছেন। এভিসন বনট-আউট রয়েছেন ১০ রানে।

26 Jun 2022, 07:46 PM IST

চায়ের বিরতি

চতুর্থ দিনের চায়ের বিরতিতে লেস্টারশায়ার তাদের শেষ ইনিংসে ৫৮ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার আরও ১৮৩ রান। কিম্বার ৪০ ও এভিসন ১ রানে ব্যাট করছেন। ২টি উইকেট নিয়েছেন অশ্বিন। ১টি করে উইকেট নিয়েছেন জাদেজা ও শার্দুল।

26 Jun 2022, 07:31 PM IST

বিহারীর উইকেট তুলে নিলেন জাদেজা

৫৫.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে কেএস ভরতের দস্তানায় ধরা দেন হনুমা বিহারী। ৮৬ বলে ২৬ রান করেন তিনি। লেস্টার ১৮২ রানে ৪ উইকেট হারায়। কিম্বারের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন এভিসন। 

26 Jun 2022, 07:03 PM IST

১৫০ টপকাল লেস্টারশায়ার

৪৮ ওভারে লেস্টারশায়ারের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। হনুমা বিহারী ৬৪ বলে ২১ রান করেছেন। কিম্বার ব্যাট করছেন ১৪ রানে।

26 Jun 2022, 06:52 PM IST

৪৫ ওভারে লেস্টার ৩ উইকেটে ১৪৫

৪৫ ওভার শেষে লেস্টারশায়ার ৩ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলেছে। বিহারী ১৯ ও কিম্বার ১১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য লেস্টারের দরকার আরও ২২২ রান।

26 Jun 2022, 06:32 PM IST

টানা তিন ওভার মেডেন শামির

চতুর্থ দিনের পিচেও সুইং করাচ্ছেন শামি। টানা তিন ওভার মেডেন নিলেন তিনি। ৪১ ওভারে লেস্টারের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান।

26 Jun 2022, 06:17 PM IST

ইভান্সকে ফেরালেন অশ্বিন

৩৭.৫ ওভারে অশ্বিনের বলে স্টেপ-আউট করেন ইভান্স। অশ্বিন চালাকির সঙ্গে বল লেগ-স্টাম্পের বাইরে রাখেন। ইভান্সকে স্টাম্প করতে ভুল করেননি ভরত। ২৬ রান করে মাঠ ছাড়েন লেস্টার তারকা। তারা ১১০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কিম্বার।

26 Jun 2022, 06:12 PM IST

জীবনদান পেলেন বিহারী

৩৬.২ ওভারে শামির বলে থার্ড স্লিপে হনুমা বিহারীর ক্যাচ ছাড়েন কমলেশ নাগারকোটি। বিহারী তখন ২৫ বলে ৩ রানে ব্যাট করছিলেন। ৩৭ ওভারে লেস্টারশায়ারের সংগ্রহ ২ উইকেটে ১০৬ রান।

26 Jun 2022, 05:52 PM IST

লাঞ্চের পরে খেলা শুরু

লাঞ্চের পরে শেষ দিনের খেলা শুরু। ইভান্সের সঙ্গে ব্যাট করতে নামেন হনুমা বিহারী। গিলের মতো তিনিও দু'দলের হয়ে তিনটি ইনিংসে ব্যাট করতে নামেন। ভারতের হয়ে দুই ইনিংসেই ব্যাট করেন বিহারী। এবার লেস্টারের হয়ে ব্যাট হাতে মাঠে নামেন তিনি। প্রথমবার ৩ ও দ্বিতীয়বার ২০ রান করে আউট হন তিনি। ৩১ ওভার শেষে লেস্টারের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। ইভান্স ২০ রানে ব্যাট করছেন।

26 Jun 2022, 05:04 PM IST

গিল আউট, লাঞ্চের বিরতি

২৭.৬ ওভারে অশ্বিনের বলে বাউন্ডারি লাইনে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ৬২ রান করে মাঠ ছাড়েন তিনি। গিল আউট হওয়ার পরেই লাঞ্চের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। চতুর্থ তথা শেষ দিনের লাঞ্চে লেস্টারশায়ার শেষ ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৯৭ রান তুলেছে। ইভান্স ব্যাট করছেন ১৮ রানে।

26 Jun 2022, 04:53 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

লেস্টারের হয়ে ওপেন করতে নেমে ৬৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ  করেন শুভমন গিল। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ ওভারে লেস্টারের সংগ্রহ ১ উইকেটে ৮৪ রান।

26 Jun 2022, 04:28 PM IST

৫০ টপকাল লেস্টার

১৮.১ ওভারে শার্দুলের বলে চার মেরে লেস্টারশায়ারকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান শুভমন গিল। ১৯ ওভার শেষে লেস্টার ১ উইকেটের বিনিময়ে ৫৬ রান তুলেছে। গিল ৩২ রানে ব্যাট করছেন।

26 Jun 2022, 04:00 PM IST

আজাদকে ফেরালেন শার্দুল

১২.২ ওভারে শার্দুল ঠাকুরের বলে উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন হাসান আজাদ। ৪০ বলে ১২ রান করেন তিনি। লেস্টার ৩০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে আসেন ইভান্স। ১৫ ওভার শেষে লেস্টারের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। গিল ব্যাট করছেন ২৩ রানে।

26 Jun 2022, 03:49 PM IST

১০ ওভারে লেস্টারের সংগ্রহ বিনা উইকেটে ২৩

১০ ওভারে লেস্টারশায়ারের সংগ্রহ বিনা উইকেটে ২৩ রান। শুভমন গিল ১১ ও হাসান আজাদ ১২ রানে ব্যাট করছেন।

26 Jun 2022, 03:25 PM IST

লেস্টারের রান তাড়া করা শুরু

লেস্টারের হয়ে ওপেন করতে নামেন শুভমন গিল ও আজাদ। তারা ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে। উল্লেখেয, গিল এর আগে ভারতের হয়ে দুই ইনিংসেই ওপেন করতে নামেন। সুতরাং, একই ম্যাচে এই নিয়ে তিনবার ব্যাট করতে নামলেন গিল।

26 Jun 2022, 03:15 PM IST

ব্যাট ছাড়ল ভারত

গত দিনের ৯ উইকেটে ৩৬৪ রানের মাথাতেই ভারত তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। সুতরাং প্রথম ইনিংসের ২ রানের খামতি মিলিয়ে জয়ের জন্য লেস্টারশায়ারের দরকার ৩৬৭ রান।

26 Jun 2022, 02:37 PM IST

নজর থাকবে পন্তের দিকে

ব্যাটসম্যানরা প্রায় প্রত্যেকেই পর্যাপ্ত অনুশীলন সেরে নিয়েছেন। শেষ দিনে লেস্টারের হয়ে ব্যাট হাতে মাঠে নামতে পারেন ঋষভ পন্ত। প্র্যাক্টিস ম্যাচের শেষ দিনে ভারতীয় বোলারদের পাশাপাশি নজর থাকবে পন্তের দিকেও।

26 Jun 2022, 02:33 PM IST

তৃতীয় দিনের স্কোর

তৃতীয় দিনের পুরো সময়টাই ভারত তাদের দ্বিতীয় ইনিংস জারি রাখে। তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩৬৪ রান সংগ্রহ করেছে। সুতরাং, প্রথম ইনিংসের ২ রানের লিড মিলিয়ে টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৩৬৬ রানের। জাদেজা ১০টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। মহম্মদ সিরাজ নট-আউট থাকেন ১৭ বলে ১ রান করে। তার আগে তৃতীয় দিনে কোহলি ৬৭ ও শ্রেয়স ৬২ রান করেন।

26 Jun 2022, 02:33 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে লেস্টারশায়ার তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৪৪ রানে। কিম্বার ৩১, পূজারা ০, এভিসন ২২, পন্ত ৭৬, ঋষি প্যাটেল ৩৪ ও ওয়াকার ৩৪ রান করেন। শামি ও জাদেজা ৩টি করে উইকেট নেন। শার্দুল ও সিরাজ ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটে ৮০ রান তুলেছে। গিল ৩৮ রান করে আউট হয়েছেন। ভরত ৩১ ও হনুমা ৯ রানে অপরাজিত থাকেন।

26 Jun 2022, 02:33 PM IST

প্রথম দিনের স্কোর

শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনে ৮ উইকেটে ২৪৬ রান তোলে। দ্বিতীয় দিনে তারা নতুন করে ব্যাট করতে নামেনি। রোহিত ২৫, গিল ২১, বিহারী ৩, কোহলি ৩৩, শ্রেয়স ০, জাদেজা ১৩, ভরত অপরাজিত ৭০, শার্দুল ৬, উমেশ ২৩ ও শামি অপরাজিত ১৮ রান করেন।

Latest News

অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি ইংল্যান্ড-বাংলাদেশ বিরুদ্ধে টেস্ট সিরিজ! প্রকাশিত বাবরদের ব্যস্ত লাল বলের সূচি সব কাজে ভালোবাসার মানুষকে পাশে পাবেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের বিরাটের লাকি চার্ম! ৩ মাসের অকায়কে ফেলেই IPL দেখতে অনুষ্কা, কেমন দেখতে হল তাঁকে আজই বৃষ্টি নামছে কলকাতায়! ৪০ কিমিতে ঝড় উঠবে কবে থেকে? ৫ ডিগ্রি কমবে তাপমাত্রা গরমেও দ্রুত বাড়বে চুল, শুধু নিয়ম করে এই ৫ পানীয়ে চুমুক দিলেই হল ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ বনশালির হীরামান্ডিতে ওরাল সেক্স শেখর সুমনের! বললেন,‘আপনি অভিযোগ করতে পারবেন না…’

Latest IPL News

অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ