শুভব্রত মুখার্জি
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথমে ধারাভাষ্যকার হিসেবে শ্রীলঙ্কায় এসে পৌঁছেছিলেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবস। সেখানে থেকেই ভূমিকা বদলে একটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে কোচের দায়িত্ব তুলে দিয়েছিল। এবার এলপিএলের মাঝপথে কোচ হার্শেল গিবসকে বরখাস্ত করেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কলম্বো কিংস।
শ্রীলঙ্কার প্রথম শ্রেণির সংবাদমাধ্যম ডেইলি মিররের খবর অনুযায়ী, হার্সেল গিবসকে বরখাস্ত করার প্রধান কারণ ক্রিকেটারদের সঙ্গে মতবিরোধ। গিবসকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে কলম্বো নিযুক্ত করেছে শ্রীলঙ্কার প্রাক্তন বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। উল্লেখ্য এতদিন হেরাথ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন।
এলপিএলের প্রথম সংস্করণ শেষ হওয়ার আগেই চারবার কোচ খুঁজতে হল কলম্বো কিংসকে। টুর্নামেন্ট শুরুর আগে কলম্বো কিংস দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন প্রাক্তন শ্রীলঙ্কার কোচ ডেভ হোয়াটমোর। ব্যক্তিগত কারণ দেখিয়ে এলপিএল থেকে সরে দাঁড়ান হোয়াটমোর। তাঁর জায়গায় প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ইংল্যান্ডের কবির আলিকে। এরপর কবির আলি করোনা আক্রান্ত হলে এলপিএলে ফের বাধ্য হয়ে নতুন কোচ খুঁজতে হয় কলম্বোকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।