বর্তমানের শুরু হয়েগিয়েছে আমেরিকায় অনুষ্ঠিত চলতি মিনি আইপিএল অর্থাৎ মেজর লিগ ক্রিকেট। রবিবার লিগের ম্যাচে টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হয়েছিল ওয়াশিংটন ফ্রিডম। তাদের মধ্যকার ম্যাচের সময় ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভোর ব্যাটে উঠল রানের ঝড়। এই সময়ে, ব্র্যাভো টুর্নামেন্টের দীর্ঘতম ছক্কা মারলেন। মাত্র ৩৯ বলে ব্র্যাভো খেললেন ৭৯ রানের ঝড়ো ইনিংস। কিন্তু এমন ইনিংস খেলেও তিনি তাঁর দলের জন্য পরাজয় এড়াতে পারেননি। এই ম্যাচে টেক্সাস সুপার কিংসকে মাত্র ৬ রানে হারের মুখে পড়তে হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়াশিংটন ফ্রিডম বোর্ডে ১৬৩ রান তুলেছিল, এই স্কোর তাড়া করতে গিয়ে টেক্সাস দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে সক্ষম হয়।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টেক্সাস দলের শুরুটা ছিল খুবই খারাপ। প্রায় অর্ধেক দল ৫০ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। সেই সময় ব্যাট করতে আসেন ব্র্যাভো। ধীরে ধীরে শুরু করে ইনিংস সামলেছিলেন তিনি। প্রথম ১৬ বলে মাত্র ৯ রান করেছিলেন ব্র্যাভো, কিন্তু চোখ জমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বোলারদের রিমান্ডে নেওয়া শুরু করেন ক্যারেবিয়ান তারকা।
এই সময়ে, ইনিংসের ১৮তম ওভারে যখন এনরিখ নরকিয়া বল করতে আসেন, তখন তিনি তাঁর ওভারে ১০৬ মিটার দীর্ঘ ছক্কা মেরেছিলেন। শেষ তিন ওভারে টেক্সাসের প্রয়োজন ৫৬ রান, ব্র্যাভোকে দ্রুত রান করতেই হত। তিনি তাঁর প্রথম লক্ষ্য নরকিয়াকে করেন, টেক্সাস তাঁর ওভার থেকে মোট ১৭ রান সংগ্রহ করে। নরকিয়ার দ্বিতীয় বলেই ১০৬ মিটারের এই লম্বা ছক্কা হাঁকান ব্র্য়াভো।
১৮ তম ওভারে ১৭ রান সংগ্রহ করার পর, টেক্সাস দল ১৯ তম ওভারেও ১২ রান করতে সক্ষম হয়। এমন পরিস্থিতিতে শেষ ওভারে তাদের দরকার ছিল ২৭ রান। শেষ ওভারে ২ ছক্কা ও ১ চারের সাহায্যে ২০ রান করেন ব্র্যাভো। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ব্র্যাভো তাঁর ইনিংসে পাঁচটি চার এবং ছয়টি আকাশচুম্বি ছক্কা মেরেছেন। টেক্সাসের হয়ে একটা সময়ে ব্র্যাভো ১৮ বলে অপরাজিত ১০ রানে ব্যাট করছিলেন এরপরেই শুরু হয় তাঁর ব্যাটিং ঝড়। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। একটা সময় রান তাড়া করতে নেমে টেক্সাসের স্কোর ছিল ৮৫/৬ (১৫.৪) কিন্তু এরপরে তারা স্কোর বোর্ডে তোলে ১৫৭ রান। মাত্র ৬ রানে হেরে যায় তারা। এই ম্যাচে ৭৬*(৩৯) এবং চার ওভার বল করে ১/২৮ রান খরচ করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।