সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, সেরা বোলিং, সবথেক বেশি শূন্য, আবু ধাবি টি-১০ লিগের যাবতীয় পরিসংখ্যানে চোখ রাখুন।
1/8সবথেকে বেশি রান: ১২ ম্যাচে ৫০.৪২ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৫৩ রান করেছেন বাংলা টাইগার্সের আফগান তারকা হজরতউল্লাহ জাজাই।
2/8সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ডেকান গ্ল্যাডিয়েটর্সের ব্রিটিশ তারকা টম কোহলার-ক্যাডমোর বাংলা টাইগার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন।
3/8সবথেকে বেশি হাফ-সেঞ্চুরি: ৯ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরি করেন চেন্নাই ব্রেভসের শ্রীলঙ্কান তারকা ভানুকা রাজাপক্ষে। ১২টি করে ম্যাচ খেলে ৩টি করে হাফ-সেঞ্চুরি করেছেন হজরতউল্লাহ জাজাই, টম কোহলার-ক্যাডমোর, টিম আবু ধাবির ফিল সল্ট। ১৩টি ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরি করেন দিল্লি বুলসের রহমানুল্লাহ গুরবাজ।
4/8সবথেকে বেশি শূন্য: ১০ ম্যাচে ৩ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলা টাইগার্সের জেমস ফকনার। ১২ ম্যাচে ৩ বার শূন্য করেছেন টিম আবু ধাবির পল স্টার্লিং।
5/8সবথেকে বেশি ছক্কা: টিম আবু ধাবির লিয়াম লিভিংস্টোন ও দিল্লি বুলসের রহমানুল্লাহ গুরবাজ ১৩ ম্যাচে ৩০টি করে ছক্কা মারেন।
6/8এক ম্যাচে সবথেকে বেশি ছক্কা: নর্দার্ন ওয়ারিয়র্সের মইন আলি টিম আবু ধাবির বিরুদ্ধে এক ইনিংসে সবথেকে বেশি ৯টি ছক্কা হাঁকান।
7/8সবথেকে বেশি উইকেট: ১২ ম্যাচে টুর্নামেন্টের সবথেকে বেশি ২১টি উইকেট নিয়েছেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা।
8/8সেরা বোলিং: বাংলা টাইগার্সের বিরুদ্ধে হাসারাঙ্গার ৮ রানে ৫ উইকেট চলতি মরশুমের সেরা বোলিং। এছাড়া বাংলা টাইগার্সের বিরুদ্ধেই টিম আবু ধাবির ডি'ল্যাঙ্গ নেন ২৩ রানে ৫ উইকেট।