শুভব্রত মুখার্জি: পৃথিবীর যে কোনও ক্রীড়াবিদের কাছেই সব থেকে বড় স্বপ্ন তাঁর দেশকে প্রতিনিধিত্ব করা। খেলার দুনিয়ার সব থেকে বড় ইভেন্ট নিঃসন্দেহে অলিম্পিক গেমস। যাকে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'ও বলা হয়ে থাকে। প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এই গেমস। তার আগে এই গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হয় ক্রীড়াবিদদের। প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করার পরেও চোটের কারণে মূলপর্বে নামতে না পারলে, ক্রীড়াবিদের কাছে তা অত্যন্ত কষ্টের হয়। ঠিক এমন ঘটনাই ঘটেছে ২৫ বছর বয়সী ভারতীয় লং জাম্পার শ্রীশঙ্কর মুরলির সঙ্গে।
ইতিমধ্যেই প্যারিসে যাওয়ার যোগ্যতা অর্জনও করে ফেলেছিলেন তিনি। কিন্তু গেমস শুরুর কয়েক মাস আগেই এল অত্যন্ত খারাপ খবর। অনুশীলন করতে গিয়ে খারাপ ভাবে তিনি চোট পেয়েছেন তাঁর হাঁটুতে। আর এই চোটের কারণেই তাঁকে ছিটকে যেতে হচ্ছে প্যারিস অলিম্পিক গেমসের আসর থেকে। এ কথাটি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন কেরালার এই অ্যাথলিট।
নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি তাঁর এই দুঃখজনক ঘটনার কথা জানিয়ে এক দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মঙ্গলবার অনুশীলনের সময়ে আমি আমার হাঁটুতে চোট পাই। এর পর আমার পরীক্ষা হয়। ডাক্তারের পরামর্শ নিই। তার পর ঠিক হয় যে, আমার অপারেশন প্রয়োজন। এর ফলে আমি এত বছর ধরে যে জিনিসটার (অলিম্পিক গেমস) জন্য অক্লান্ত পরিশ্রম করেছি, সেখান থেকে আমাকে ছিটকে যেতে হল। আমার আপনাদের প্রার্থনা, পটজিটিভ এনার্জি এবং ভালোবাসার প্রয়োজন রয়েছে। আমি হয়তো একা জাম্প করতে পারব। তবে প্রতি বার উচ্চতায় ওঠার আগে আমার প্রয়োজন যৌথ লড়াই। আর আমার জীবনে এটাই (অলিম্পিক গেমসে খেলতে না পারা,চোট থেকে সেরে ওঠা) সব থেকে বড় জাম্প হতে চলেছে।’
আরও পড়ুন: ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক
প্রসঙ্গত, গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপের লড়াইতে নেমেছিলেন ২৫ বছর বয়সী এই কেরলের অ্যাথলিট। সেখানেই প্যারিস অলিম্পিক গেমসের জন্য যে যোগ্যাতামান ছিল, তা পেরিয়ে যান তিনি। ফলে প্যারিস অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। সেই গেমসে নামার উদ্দেশ্যে নিজেকে তৈরি রাখতে অনুশীলন করছিলেন তিনি। সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। বাজে ভাবে চোটগ্রস্ত হয়েছে তাঁর হাঁটু। এতটাই খারাপ চোট লেগেছে তাঁর হাঁটুতে যে, তাঁকে অপারেশন করাতে হবে। এর পর রিহ্যাব করে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে, তাঁর বেশ কয়েক মাস, এমন কী এক বছরেরও বেশি সময় লাগতে পারে।
শ্রীশঙ্কর ২০২৩ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮.৩৭ মিটারের লম্বা জাম্প দেন। আর এই জাম্প দিয়েই তিনি প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করেন। এই চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের হয়ে রুপো জিততে সমর্থ হন। উল্লেখ্য, প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জনের জন্য তাঁকে জাম্প দিতে হত ৮.২৭ মিটার। ২০২৩ সালটা পারফরম্যান্সের বিচারে শ্রীশঙ্করের মিলিয়ে মিশিয়ে কেটেছে। তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এবং এশিয়ান গেমসে রুপো জেতেন ঠিকই, তবে বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করতে তিনি ব্যর্থ হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।