শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়র লিগ। এবার চতুর্থ বর্ষে পা দিয়েছে এই দুই টুর্নামেন্ট। রবিবার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় জাফানা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্স। আর প্রথম ম্যাচেই ঘটল ঝামেলা। জাফানা কিংসের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে স্লেজ করলেন কলম্বো স্ট্রাইকার্সের বোলার নাসিম শাহ। যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ম্যাচ ২১ রানে জিতে নেয় জাফানা কিংস।
এদিন প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কলম্বো। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে জাফানা। ওপেন করতে নামেন নিশান মাদুষ্কা এবং গুরবাজ। এই দুই ব্যাটার মিলে বেশ ভালোই রান করেন। তবে ১১ বলে ২১ রান করে ফিরে যান গুরবাজ। নাসিমের বলে ফিরে যান তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ১টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। আফগান এই ব্যাটার আউট হওয়ার পরই নাসিমের উদ্দেশ্যে অশ্লীল কথা বলেন নাসিম। যদিও সেই সময় গুরবাজ তাঁকে কিছু বলেননি। পিঠে হাত দিতে ড্রেসিংরুমে চলে যান আফগান এই ব্যাটার।
তবে এদিন বড় রান করেন তোহিদ হৃদয়। ৩৯ বলে ৫৪ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও প্রিয়মল প্রেরেইরা ১৬ বলে ২২ রান করেন। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে জাফানা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। নিরোশন ডিকওয়েলা দুর্দান্ত ইনিংস খেলেন। ৩৪ বলে ৫৮ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তবে এই ম্য়াচে বাবর আজম, পাথুম নিশঙ্কারা কেউ রান করতে পারেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলম্বোর ব্যাটিং লাইনআপ। স্বাভাবিক ভাবেই আর ঘুরে দাঁড়াতে কলম্বো।
এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন হার্দিস ভিলজোয়েন। ৪ ওভার বল করে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়াও দিলশান মাদুশঙ্কা ২.৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। বিজয়কান্ত ২ উইকেট তুলে নেন। বলা ভালো জাফানা কিংসের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কলম্বো স্ট্রাইকার্স। প্রথম ম্য়াচেই হারতে হল তাদের। তবে এই ম্যাচে সবচেয়ে বড় ঘটনা হিসাবে থেকে গেল গুরবাজ এবং নাসিমের মধ্যেকার ঝামেলা। যদিও এই ঘটনা খুব একটা বড় করে দেখছে না কেউ। এমন ঘটনা প্রায় দেখা যায়। তবে এই নিয়ে খুব জলঘোলা হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।