বাংলা নিউজ > ময়দান > 'ধর্ষণের অভিযোগে বিপর্যস্ত, কী করব বুঝতে পারছিলাম না', দাবি নেপালের তারকার

'ধর্ষণের অভিযোগে বিপর্যস্ত, কী করব বুঝতে পারছিলাম না', দাবি নেপালের তারকার

সন্দীপ লামিচানে (AFP)

ইতিমধ্যেই লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারপরেও তিনি তিন সপ্তাহ কেটে গিয়েছে দেশে ফিরতে পারেননি। ১৭ বছর বয়সি এক নেপালি তরুণীর অভিযোগের ভিত্তিতে নেপালের এক কোর্ট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ৮ সেপ্টেম্বর জারি হয়েছে এই পরোয়ানা।

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে সবথেকে আলোচিত তারকার নাম সন্দীপ লামিচানে। নেপালের নবীন তারকা এই স্পিনার তার ক্রিকেটীয় দক্ষতার জন্য যতটা না শিরোনামে তার থেকেও বেশি শিরোনামে রয়েছেন ২২ গজের বাইরের একটি ঘটনার কারণে। তার বিরুদ্ধে রয়েছে ধর্ষণের গুরুতর অভিযোগ। এবার নিজের দেশ নেপালে ফিরেই আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন সন্দীপ লামিচানে। নেপালের নবীন তারকা এই স্পিনার যতটা না ক্রিকেটের জন্য শিরোনামে তার থেকেও বেশি শিরোনামে রয়েছেন ২২ গজের বাইরের একটি ঘটনার কারণে।

ইতিমধ্যেই লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারপরেও তিনি তিন সপ্তাহ কেটে গিয়েছে দেশে ফিরতে পারেননি। ১৭ বছর বয়সি এক নেপালি তরুণীর অভিযোগের ভিত্তিতে নেপালের এক কোর্ট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ৮ সেপ্টেম্বর জারি হয়েছে এই পরোয়ানা। সেই সময়তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলেন তিনি। শোনা যাচ্ছে নেপাল পুলিশ ইতিমধ্যেই প্রস্তুতি সারছে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষেত্রে।

এই ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়াতে মুখ খুলেছেন লামিচানে। তিনি লিখেছেন 'আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবরটিতে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমি ভেবেই পাচ্ছিলাম না কি করব আর কি করব না। ধীর ধীরে আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আমি নেপালে যত দ্রুত সম্ভব ফেরার পরিকল্পনা করছি। আমি সেখানে ফিরেই এই অভিযোগের বিরুদ্ধে কঠোর লড়াই লড়ব।' ২০১৮ সালে নেপাল ওয়ানডে স্ট্যাটাস পায়। তারপর থেকেই দেশের ক্রিকেটের পোস্টার বয় হয়ে ওঠেন ২২ বছর বয়সি এই স্পিনার। ২০১৮ সালেই দিল্লির হয়ে আইপিএলেও খেলেছিলেন তিনি। গ্রেফতারি পরোয়ানা জারির পরে তাকে জাতীয় দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সিপিএলে জামাইকা তালাওয়াসের হয়েও এই মরশুমে তার আর খেলা হয়ে ওঠেনি।

প্রসঙ্গত সেই তরুণী এবং তার পরিবারের অভিযোগ ছিল অগস্ট মাসেই কাঠমান্ডুর এক হোটেলে ওই তরুণী ধর্ষণ করেছিলেন লামিচানে। নেপাল পুলিশের তরফে লামিচানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে কোন মন্তব্য করা হয়নি। তাদের তরফে জানানো হয়েছে তদন্ত চলছে। প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত। উল্লেখ্য গত বছরে নেপালে ২৩০০ ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন অধিকার রক্ষা কমিটি লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে লামিচানের এই বিষয়টিও আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নেপালে ইতিমধ্যেই কাঠমান্ডুতে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের বিষয়ে বড়সড় আন্দোলনও দানা বেঁধেছে।

বন্ধ করুন