গত বছর উইম্বলডন রানার্স আপ নিক কিরগিওস এবার টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছানোর এক বছর পর, কব্জির চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগের রাতে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নেন কিরগিওস। রবিবার রাতে উইম্বলডনের তরফেও তাঁর নাম প্রত্যাহার করার কথা ঘোষণা করা হয়। কিরগিওস নিজেও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন।
পুরুষদের ব্র্যাকেটে ৩০তম বাছাই কিরগিওসের সোমবার উইম্বলডের প্রথম রাউন্ডে ডেভিড গফিনের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিরগিওস ছিটকে যাওয়ায় বাছাই পর্বের সময়ে হেরে যাওয়া একজন প্লেয়ার তাঁর বদলে সুযোগ পাবেন।
অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরগিওসের কব্জির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যার জেরেই তাঁকে ২০২৩ উইম্বলডন থেকে সরে দাঁড়াতে হল। রবিবার একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে কিরগিওসকে লিখেছেন, ‘আমি সত্যিই দুঃখিত যে আমাকে এই বছর উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করতে হচ্ছে। ম্যালোর্কা ওপেনে প্রত্যাবর্তনের সময়ে আমি কব্জিতে কিছুটা ব্যথা অনুভব করেছি। সতর্কতা হিসেবে আমি স্ক্যান করিয়েছিলাম এবং দেখা গিয়েছে, আমার কব্জিতে একটি লিগামেন্ট ছেঁড়া। আমি এই টুর্নামেন্টে খেলার জন্য সব রকম চেষ্টা করেছি। তবে হতাশ যে, উইম্বলডনের আগে এই চোট সারানোর কোনও মতো যথেষ্ট সময় ছিল না।’
বাঁ-হাঁটুতে চোট পাওয়ার পর কিরগিওসের আর্থ্রোস্কোপিক সার্জারির কারণে তিনি ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে নাম প্রত্যাহার করে নেন। গোটা মরশুমে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন। ২৮ বছরের তারকা ফ্রেঞ্চ ওপেনও মিস করেছেন। আর চোটের কারণেই এবার উইম্বলডন থেকে ছিটকে গেলেন তিনি। স্বভাবতই তাঁর শারীরিক সমস্যার জেরে বছরের প্রধান তিনটি মেজরেই অংশ নিতে পারলেন না কিরগিওস।
রবিবার তাঁর নাম প্রত্যাহারের কয়েক ঘন্টা আগে কিরগিওসকে একটি প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁর শরীরের হাল কী? এবং তিনি একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের পাঁচ সেটের লড়াইয়ের জন্য প্রস্তুত কিনা? সেই উত্তরে কিরগিওস বলেছিলেন, ‘আমি এখনও মনে করি, নিশ্চিত ভাবেই কিছু প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে।’
গত বছর উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন কিরগিওস। তিনি নোভক জোকোভিচের কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন। এ বারও ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামছেন জোকার। তবে কিরগিওস এবার কোর্টের বাইরে থাকবেন। উইম্বলডনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।