বাংলা নিউজ > ময়দান > ফেডেরারকে ছাপিয়ে অভাবনীয় নজির জকোভিচের!

শুভব্রত মুখার্জি

বর্তমান বিশ্ব টেনিসের অন্যতম কিংবদন্তি নোভাক জকোভিচ। বছরের চারটি গ্রান্ডস্ল্যামের ট্রফি জয়ের লড়াইয়ে বিগত এক দশক ধরে মূল লড়াইটা লড়েন যে তিন তারকা তাঁদের অন্যতম নোভাক জোকোভিচ। তাঁকে ভক্তরা 'জোকার' বলে ডাকেন। তার অন্যতম কঠিন দুই প্রতিপক্ষের নাম অবশ্যই রজার ফেডেরার ও রাফায়েল নাদাল।

একটা সময় বিশ্ব টেনিসকে এককভাবে শাসন করেছেন সুইজারল্যান্ডের কিংবদন্তি তারকা রজার ফেডেরার। তারপর তাঁকে কঠিন লড়াইয়ের সামনে এনে দাঁড় করিয়ে দেন যে টেনিস তারকারা, তাঁদের একজন হলেন রাফায়েল নাদাল, অপরজন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এবার সেই নোভাকের মুকুটে যুক্ত হল নয়া পালক। মাত্র কয়েকদিন আগেই এই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকার। বর্তমানে জোকারের গ্র্যান্ডস্ল্যাম শিরোপা রয়েছে ১৮টি গ্র্যান্ড।

এতদিন রজার ফেডেরার সবথেকে বেশি সপ্তাহ এটিপির এক নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকার নজিরের অধিকারী ছিলেন। জোকোভিচ এবার ফেডেরারের সেই নজির ভেঙে দিলেন। সার্বিয়ার তারকা জোকার টানা ৩১১ সপ্তাহ এক নম্বর র‍্যাঙ্কিংয়ে ধরে রাখলেন। টানা ৩১০ সপ্তাহ ধরে এক নম্বরে থাকার রেকর্ড এতদিন ছিল ফেডেরারের কাছে। এবার ফেডেরারকে মাত দিলেন জোকার। ২০টি গ্র্যান্ড স্লামের মালিক ফেডেরারের থেকে আপাতত মাত্র দুটি গ্র্যান্ডস্লাম জয় পিছনে রয়েছেন জোকার।

বন্ধ করুন