টেনিস জগতে এই মুহূর্তে একটি বড় নক্ষত্র নোভাক জকোভিচ। 'এটিপি র্যাংকিং'য়ে এখন তিনি শীর্ষে। দীর্ঘ দুই দশক ধরে তিনি নিজের দাপট চালিয়ে যাচ্ছেন টেনিস কোর্টে। হারিয়েছেন একাধিক বড় তারকাকে। জিতেছেন বেশ কয়েকটি জনপ্রিয় খেতাব। এই পর্যন্ত তিনি ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, যার মধ্যে রয়েছে দশটি অস্ট্রেলিয়ান ওপেন, তিনটি ফরাসি ওপেন, সাতটি উইম্বলডন এবং চারটি মার্কিন ওপেন। তবে এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে ঠিক কেমন আচরণ তিনি করেছিলেন টেনিস তারকা রজার ফেডেরার সঙ্গে নিজের খেলার জীবনের প্রথমদিকে। তবে তিনি আরও দাবি করেন যে দিনের শেষে তিনি সকলকেই সম্মান করেন।
জকোভিচ বলেন, 'আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে ফেডারের একেবারেই পছন্দ হয়নি আমি যেরকম আচরণ করছিলাম। ও ওটা একেবারেই ভালো চোখে নেয়নি। আমি বাকিদের কথা বলতে পারব না তবে আমি এমন একজন যে মুখের ওপর সবকিছু বলা পছন্দ করে। আমি অনেক বড় তারকার কাছেই পছন্দের পাত্র ছিলাম না কারণ আমি সরাসরি বলতাম যে আগামীদিনে আমি সেরার সেরা হতে চাই। আমি বরাবরই নিজের খেলা নিয়ে আত্মবিশ্বাসী এবং আমার মনে হয়েছিল যে ম্যাচটা আমার হাতেই মুঠোতেই রয়েছে। তবে আমি ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি যে সকলকে সম্মান করে চলা উচিত, পরিস্থিতি যেমনই হোক না কেন।'
পাশাপাশি, সার্বিয়ান তারকা আরও দাবি করেন যে ম্যাচ চলাকালীন পরিস্থিতি অন্যরকম থাকে এবং যার জন্য অনেক সময় আচরণ এক থাকেনা। জকোভিচ বলেন, 'দেখুন যখন ম্যাচ চলে তখন কারোর মাথা ঠিক থাকেনা। পরিস্থিতি পাল্টাতে থাকে। সুতরাং সবার আচরণও এক থাকে না। তবে আন্তর্জাতিক টেনিসের সঙ্গে যুক্ত হয়েছি ২০ বছর হয়ে গিয়েছে। এটা বলা মুশকিল যে কে আমায় পছন্দ করে আর কে করে না। যদি আমি কোন ভুল করে থাকি তাহলে আমি মাথা পেতে সব দোষ নিতে রাজি আছি এবং ক্ষমাও চাইবো। কিন্তু যদি সেই সমালোচনা বিনা কারণে করা হয়, তাহলে আমি সেটাই করি যেটা আমার মনে হয় ঠিক। আমি এটা আগেও জানতাম এবং আজকালকার দিনে আমি এটা ভালো করেই বুঝতে পারছি যে সকলে আপনাকে পছন্দ করবে না। এটাই স্বাভাবিক। আমরা সকলে আলাদা মানুষ। সুতরাং আমাদের পদ্ধতিটাও আলাদাই হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।