টোকিও অলিম্পিক্সের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। তারপরেই ভারতীয় গাড়ি প্রস্তুত কারক সংস্থা মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেছিলেন তিনি সোনার ছেলে নীরজ চোপড়াকে তাঁর সংস্থার পক্ষ থেকে বিশেষ গাডি় উপহার দেবেন। যেমন ভাবনা তেমন কাজ, দীপাবলির আগে মহিন্দ্রা কোম্পানির বিশেষ ডিজাইন গাড়ি এক্সইউভি৭০০ হাতে পেলেন নীরজ চোপড়া।
শুধু গাড়ি কেন নীরজ চোপড়ার হাতে উঠল চেন্নাই সুপার কিংসের বিশেষ জার্সি। চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন ৮৭৫৮ নম্বর লেখা জার্সি তুলে দিলেন নীরজ চোপড়ার হাতে। জার্সির পিছনে লেখা নীরজ। টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়েই সোনা এনে দিয়ে ছিলেন নীরজ চোপড়া। তাই ওই নম্বরের জার্সিই তুলে দেওয়া হয় সোনার ছেলের হাতে। ব্যক্তিগত ইভেন্টে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে সোনা জেতেন নীরজ। স্বাধীন ভারতে তিনিই প্রথম অ্যাথলিট যার হাত ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারত জিতেছে। তবে নীরজকে জার্সির পাশাপাসি এদিন চেন্নাই সুপার কিংসের তরফ থেকে এক কোটি টাকা তুলে দেওয়া হয়।
শুধু নীরজ চোপড়াই নয় এদিন টোকিও প্যারালিম্পিক্সে সোনা জয়ী সুমিত আন্তিলের কাছেও এক্সইউভি৭০০ গাড়ি পৌঁছে দেওয়া হয়। টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে ভারতকে সোনা এনে দেওয়া সুমিত আন্তিলকেও বিশেষ এক্সইউভি৭০০ 'জ্যাভলিন এডিশন'-এর গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়েছিলেন আনন্দ মাহিন্দ্রা।
কথা দিয়ে কথা রাখল আনন্দ মাহিন্দ্রার কোম্পিন। তবে দীপাবিলর আগে এতো কিছু হাতে পাওয়ার ফলে অনেকেই বলছেন নীরজ এসব দীপাবলির উপহার পেয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।