টোকিওতে ফের হতাশা। ভারতের হয়ে মেডেল জয়ের সবচেয়ে বড় দাবিদারদের মধ্যে অন্যতম ছিলেন অমিত পাঙ্গাল। কিন্তু, অপ্রত্যাশিত হারে ৫২ কেজি বিভাগের দ্বিতীয় রাউন্ডেই তাঁর যাত্রা থেমে গেল।
প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে গতবারের রিও অলিম্পিক্সে রুপো জয়ী যুবেরজেন মার্টিনেজের মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর বক্সার। লাল কর্ণারে ছিলেন অমিত এবং নীল কর্ণারে ছিলেন যুবেরজেন।
শুরুটা ভালই করেন অমিত। ম্যাচে প্রথম রাউন্ড জিতেও নেন তিনি। তবে খেলা ক্রমশ গড়ালে দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের বিরুদ্ধে গুটিয়ে যেতে থাকেন অমিত। অত্যাধিক রক্ষণাত্মক খেলাই তাঁর ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ায়। যুবেরজেনের আগ্রাসনের সামনে কার্যত নতি স্বীকার করেন ২৫ বছর বয়সী ভারতীয়।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
শেষ রাউন্ডে সম্ভবত আসন্ন পরাজয়ের আভাস আগে থেকেই পেয়েছিলেন তিনি, তাই খুব একটা গা লাগাতেও দেখা যায় না অমিতকে। অবশেষে কলম্বিয়ার বক্সারের কাছে বিচারকদের স্পি্লট ডিসিশনে ১-৪ ব্যবধানে পরাস্ত হন ভারতের মেডেল জয়ের অন্যতম বড় দাবিদার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।