বাংলা নিউজ > ময়দান > অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও। প্রতিটি রাজ্যের যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

করোনা যুদ্ধে এ বার এগিয়ে এলেন বিসিসিআই প্রেসিডেন্ট এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থাকে কিছু অক্সিজেন কনসেনট্রেটর দান করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।

ভারতে করোনা পরিস্থিতি খুবই জটিল আকার নিয়েছে। অক্সিজেনের অভাব যেন তীব্র আকার নিয়েছে। বহু রোগীই শুধুমাত্র অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছেন। এই জটিল পরিস্থিতিতে বহু ক্রিকেটার এবং বিভিন্ন সেলিব্রিটি ভারতের পাশে দাঁড়িয়েছেন। এ বার সেই তালিকায় নাম যোগ হল সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।

সেই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি কলকাতা-সহ আট জেলায় পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। রবিবার থেকেই এই কাজ শুরু হয়ে যাবে। 

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও। প্রতিটি রাজ্যের যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মৃতদেহ সৎকার করাই দায় হয়ে উঠেছে। দিনে দিনে খারাপ খবরের বোঝাটা বড় বেশি ভারি হয়ে উঠছে ভারতের।

এ দিকে করোনার জেরে আইপিএল স্থগিত করে দেওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। কী ভাবে বাকি আইপিএল শে। করা সম্ভব, সেটা নিয়েও নানা জল্পনাই চলছে।

বন্ধ করুন