দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হলেন প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া। একা নীরজ নন, এবার পদ্মশ্রী হয়েছেন আরও ৭ জন ক্রীড়াবিদ।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশ করা হয় পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের তালিকা। ৪ জন পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় কোনও ক্রীড়া ব্যক্তিত্ব নেই। ১৭ জন পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন একা দেবেন্দ্র। তবে ১০৭ জন পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন ৮ জন ক্রীড়াবিদ।
পদ্মভূষণ:-
দেবেন্দ্র ঝাঝারিয়া: রাজস্থানের ৪০ বছর বয়সী ঝাঝারিয়া প্যারালিম্পিক্সের জ্যাভেলিন থ্রোয়ে ২টি সোনা ও ১টি রুপো জিতেছেন। ২০০৪ অ্যাথেন্স ও ২০১৬ রিও প্যারালিম্পিক্সে সোনা জেতেন তিনি। ২০২০ টোকিও প্যারালিম্পিক্স থেকে দেশকে রুপোর পদক এনে দেন দেবেন্দ্র।
পদ্মশ্রী:-
নীরজ চোপড়া: টোকিও অলিম্পিক্সের জ্যাভেনিল থ্রোয়ে সোনা জেতেন নীরজ। হরিয়ানার ২৪ বছর বয়সী অ্যাথলিট অলিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতকে প্রথম সোনা এনে দেন।
সুমিত আন্টিল: হরিয়ানার ২৩ বছর বয়সী তারকা প্যারালিম্পিক্সের জ্যাভেলিনে সোনা এনে দেন দেশকে। তিনি নিজেরই বিশ্বরেকর্ড ভাঙেন তিনবার।
প্রমোদ ভগত: ওড়িশার ৩৩ বছর বয়সী প্রমোদ প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টন থেকে সোনার পদক এনে দেন দেশকে।
শঙ্করনারায়ণ মেনন: কেরলের ৯২ বছর বয়সী শঙ্করনারায়ণ দীর্ঘ ছয় দশক কালারিপ্পায়াট্টু গুরু হিসেবে সেবা করেছেন দেশের।
ফয়জল আলি দার: জম্মু-কাশ্মীরের ৩৩ বছর বয়সী ফয়জল একজন প্রাক্তন আন্তর্জাতিক মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। তবে কোচ হিসেবে যুব সমাজকে মার্শাল আর্টের প্রতি আকৃষ্ট করার নিরন্তর প্রয়াস চালান তিনি।
বন্দনা কাটারিয়া: উত্তরাখণ্ডের ২৯ বছর বয়সী মহিলা হকি তারকা টোকিও অলিম্পিক্সে দেশের হয়ে সব থেকে বেশি গোল করেন। প্রথম ভারতীয় মহিলা হকি তারকা হিসেবে অলিম্পিক্সে হ্যাটট্রিক করেন বন্দনা।
অবনী লেখারা: জয়পুরের ২০ বছর বয়সী শুটার প্যারালিম্পিক্সে ভারতের প্রথম মহিলা সোনাজয়ী। টোকিও অলিম্পিক্সের এয়ার রাইফেলে জোড়া পদক জেতেন তিনি।
ব্রহ্মানন্দ: গোয়ার ৬৭ বছর বয়সী প্রাক্তন ফুটবলার ভারতীয় ফুটবল দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।