সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাবর আজমের পাকিস্তান টিমের। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের পর, এ বার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তারা ল্যাজেগোবরে হয়েছে। ৮৮ রানে হেরে গিয়েছে পাকিস্তান। আর তার প্রভাব পড়েছে আইসিসি টিম ব়্যাঙ্কিংয়ে। ওডিআই ব়্যাঙ্কিংয়ে সাতে নেমে গিয়েছে পাকিস্তান।
এর আগে পাকিস্তান ছিল ছয় নম্বরে। এক ম্যাচ হেরেই এক ধাপ নীচে নেমে গিয়েছে বাবর আজমের টিম। ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। প্রথম দশে থাকা বাকি টিমগুলোর অবস্থান অপরিবর্তিত রয়েছে।
দলে নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স। চোট ও কোভিডের কারণে ছিটকে গিয়েছেন স্টিভ স্মিথ, মিচেল মার্শ, অ্যাস্টন অ্যাগাররা। তবু মঙ্গলবার সহজ জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ৮৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।
টসে জিতে অজিদের ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। ব্যাট হাতে ওপেন করতে নেমে শুরুতেই পাকিস্তানি বোলারদের কোমড় ভেঙে দেন ট্রেভিস হেড। ৭২ বলে ১০১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি। বেন ম্যাকডারমট ৫৫ ও ক্যামেরন গ্রিন অপরাজিত ৪০ রান করেন। এক সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ৩৫০ পার করে দেবে। তবে শেষের ওভারগুলোয় পাকিস্তান ভাল বল করে অজিদের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ৩১৩ রানে। পাকিস্তানের হয়ে জাহিদ মহম্মদ ও হ্যারিস রউফ ২টি করে উইকেট নেন।
জবাবে ফখর জামান ১৮ রানে আউট হলেও বাবর আজম ও ইমাম উল হক দলকে ভাল জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তবে বাবর ৫৭ রানে আউট হওয়ার পরেই পাকিস্তানের ব্যাটিং ধস নামে। মিডল অর্ডারে মহম্মদ রিজওয়ান (১০ রান), খুশদিল শাহরা (১৯ রান) বড় রান করতে ব্যর্থ হন। এক দিক থেকে ওপেনার ইমাম একা লড়ে ৯৬ বলে ১০৩ রান করেন। তবে মাত্র ২২৫ রানেই গুটিয়ে যায় গোটা পাকিস্তানের ইনিংস। বল হাতে জাম্পা ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন। আর এক লেগ স্পিনার মিচেল সোয়েপসন নেন ২ উইকেট। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুই দল দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।