বাংলা নিউজ > ময়দান > বাবর আজমকে টপকে PCB-র বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান, দেখুন কার হাতে উঠল কোন পুরস্কার

বাবর আজমকে টপকে PCB-র বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান, দেখুন কার হাতে উঠল কোন পুরস্কার

বিরাট কোহলির সঙ্গে মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। ছবি- এএনআই (ANI )

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ভালো খেলার স্বীকৃতি মিলল আফ্রিদির।

বাবর আজম নন, ২০২১-এর সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মহম্মদ রিজওয়ান। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার জেতা ছাড়াও রিজওয়ান নির্বাচিত হন বর্ষসেরা টি-২০ ক্রিকেটারও।

বাবরকে যদিও খালি হাতে ফিরতে হয়নি। তিনি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার উঠেছে হাসান আলির হাতে, যাঁকে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ক্যাচ মিস করার জন্য ভিলেন বানিয়েছিলেন পাক সমর্থকরা।

ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্স করবেন, অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ড তার স্বীকৃতি জানাবে না, এমনটা আবার হয় নাকি? স্বাভাবিকভাবেই টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৩১ রানে ৩ উইকেট নেওয়া শাহিন আফ্রিদি জিতেছেন বছরের সব থেকে প্রভাবশালী পারফর্ম্যান্সের পুরস্কার।

সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। বিশ্বকাপের ম্যাচের শেষে পাকিস্তান দলের নমিবিয়ার ড্রেসিংরুমে যাওয়ার ঘটনাকে স্পিরিট অফ ক্রিকেট মুহূর্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিদা দার। সেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাহিবজাদা ফারহান।

পিসিবি-র বর্ষসেরা পুরস্কার:-
বর্ষসেরা ক্রিকেটার (মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার): মহম্মদ রিজওয়ান।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: হাসান আলি।
বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার: বাবর আজম।
বর্ষসেরা টি-২০ ক্রিকেটার: মহম্মদ রিজওয়ান।
বর্ষসেরা উঠতি ক্রিকেটার: মহম্মদ ওয়াসিম জুনিয়র।
বর্ষসেরা মহিলা ক্রিকেটার: নিদা দার।

বন্ধ করুন