বাংলা নিউজ > ময়দান > Archery World Cup 2023: একটুর জন্য 'প্রথম' হতে পারলেন না প্রথমেশ, আর্চারি বিশ্বকাপে জিতলেন রুপো

Archery World Cup 2023: একটুর জন্য 'প্রথম' হতে পারলেন না প্রথমেশ, আর্চারি বিশ্বকাপে জিতলেন রুপো

প্রথমেশ জয়কার। ছবি-টুইটার

আর্চারি বিশ্বকাপে অল্পের জন্য সোনা পেলেন না প্রথমেশ। রুপো জিতেই টুর্নামেন্ট শেষ করলেন এই তরুণ।

শুভব্রত মুখার্জি: মেক্সিকোর হারমোসিল্লোতে বসেছে আর্চারি বিশ্বকাপের আসর। সেখানেই অল্পের জন্য সোনা মিস করে গেলেন ভারতীয় আর্চার প্রথমেশ জয়কার। শেষ পর্যন্ত রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল থাকতে হল প্রথমেশকে। আর্চারি বিশ্বকাপে কম্পাউন্ড বিভাগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১৪ নম্বরে রয়েছেন প্রথমেশ। বিশ্ব ক্রমতালিকায় তাঁর থেকে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই করেও ফাইনালে হারতে হয়েছে তাঁকে। সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বিশ্ব ক্রমতালিকায় ১০ নম্বরে থাকা ডেনমার্কের ম্যাথিয়াস ফুলারটন এবং প্রথমেশ জয়কার‌। সেখানেই সোনা জেতেন ফুলারটন।

সোনা জয়ের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই প্রতিযোগির। পাঁচ সেটের পরেও টাই থাকে ম্যাচ। ১৪৮-১৪৮ পয়েন্টে টাই থাকে ম্যাচ। টাইব্রেকারে ও দুজন দুজনকে এক ইঞ্চি জায়গা ছাড়েননি। দু'জনেই ১০ পয়েন্ট করে স্কোর করেন। তবে ফুলারটনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কারণ তাঁর ১০ পয়েন্টের তির সেন্টারের সবথেকে কাছে ছিল। দিনের শুরুটা দুরন্ত করেছিলেন প্রথমেশ। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন ইতালির মিগুয়েল বেকারার। বিশ্ব ক্রমতালিকায় পাঁচ নম্বরে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে দারুন ফর্মে ছিলেন তিনি। ১৪৯-১৪১ পয়েন্টের ব্যবধানে তিনি হারিয়ে দেন মিগুয়েলকে।

এদিন সেমিফাইনালে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা নেদারল্যান্ডসের মাইক স্কোলেসারের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এই ম্যাচে পারফেক্ট ১৫০ পয়েন্ট স্কোর করেন তিনি। ১৫০-১৪৭ পয়েন্টে জেতেন প্রথমেশ জয়কার। কম্পাউন্ড বিভাগে এদিন অল্পের জন্য ব্রোঞ্জ পদক মিস করেন ভারতীয় আর্চার অভিষেক বর্মা।

২০১৫ সালের আর্চারি বিশ্বকাপে রুপোজয়ী তারকা এদিন অল্পের জন্য পদক মিস করে যান। আমেরিকার সোয়ার সুলিভানের কাছে কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে হেরে যান তিনি। মহিলা বিভাগে অদিতি গোপীচাঁদ স্বামী কোয়ার্টার ফাইনালে হেরে যান। খেলা ১৪৫-১৪৫ পয়েন্টে টাই ছিল। এরপর টাইব্রেকারে ১০-৯ ফলে হেরে যান তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন