শুভব্রত মুখার্জি: ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে চলাকালীন সামনের মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ জন ক্রিকেটারের নাম ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য আজ সুপার স্পোর্টস পার্কে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা দুই দল। সেই সময়তেই এই তালিকা প্রকাশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা পূর্ণশক্তির দল নামালেও সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে তারা পূর্ণশক্তির দল নামাতে পারবে না। কারণ বোর্ডের অনুমতি নিয়েই আইপিএলে খেলতে আসবেন প্রথম সারির তারকা প্রোটিয়া ক্রিকেটাররা। তবে এই কারণে কোন তারকার উপরেই কোন রকম কোপ পড়েনি। প্রত্যাশা মতোই তারকা ক্রিকেটাররা জায়গা পেয়েছেন সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে। ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার সুফল পেয়েছেন ডান হাতি তরুণ ব্যাটার কিগান পিটারসেন।
কিগান তার পারফরম্যান্সের কারণে এবারেই প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় পড়েছেন। কিগানের পাশাপাশি আরেক তরুণ প্রতিভাও তার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। বাঁ-হাতি ওপেনার জানেমান মালানকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই কেন্দ্রীয় চুক্তিতে। ২০২১/২২ মরশুমে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মালান। আসুন একনজরে দেখে নিন সেই ১৬ জন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:-
১) টেম্বা বাভুমা
২) ডিন এলগার
৩) কুইন্টন ডি'কক
৪) রিজা হেনড্রিক্স
৫) কেশব মহারাজ
৬) জানেমান মালান
৭) এইডেন মার্ক্রাম
৮)ডেভিড মিলার
৯) লুঙ্গি এনগিডি
১০) এনরিক নরখিয়া
১১) কিগান পিটারসেন
১২) আন্দিল ফেলুকায়ো
১৩) ডোয়েন প্রিটোরিয়াস
১৪) কাগিসো রাবাডা
১৫) তাবরেজ শামসি
১৬) রাসি ভ্যান ডার ডুসেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।