বাংলা নিউজ > ময়দান > হেরেও নজির প্রোটিয়াদের, হারা ম্যাচে জুটিতে সর্বোচ্চ রান করল ডি'কক-মিলার জুটি

হেরেও নজির প্রোটিয়াদের, হারা ম্যাচে জুটিতে সর্বোচ্চ রান করল ডি'কক-মিলার জুটি

ডেভিড মিলার ও কুইন্টন ডি'কক (ছবি-এএফপি)

ডি'কক-মিলার জুটি এদিন অসমে প্রায় অসম্ভবকে সম্ভব করে ফেলেছিলেন। তবে অল্পের জন্য জয় এনে দিতে পারেননি তাঁরা। দলকে জয় এনে দিতে না পারলেও এদিন এক অনন্য নজির গড়ে ফেলল তারা। হেরে যাওয়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন এই জুটি।

শুভব্রত মুখার্জি: অসমের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম রবিবাসরীয় রাতে সাক্ষী থাকল এক টানটান উত্তেজনার ম্যাচের। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তবে টানা লড়াই চালিয়েও কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে মাত্র ১৬ রান দূরেই থেমে যেতে হয় তাদের। ডি'কক-মিলার জুটি এদিন অসমে প্রায় অসম্ভবকে সম্ভব করে ফেলেছিলেন। তবে অল্পের জন্য জয় এনে দিতে পারেননি তাঁরা। দলকে জয় এনে দিতে না পারলেও এদিন এক অনন্য নজির গড়ে ফেলল তারা। হেরে যাওয়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন এই জুটি।

আরও পড়ুন… টি-২০তে ১ম ভারতীয় ব্যাটার হিসেবে ১১০০০ রান করার নজির বিরাট কোহলির

জুটিতে দুই বাঁ হাতি প্রোটিয়া ব্যাটার তুলে ফেলেন ১৭৪ রান। চতুর্থ উইকেটে তাদের জুটি ছিল অবিচ্ছেদ্য। দলীয় ৪৭ রানে এইডেন মার্করামের উইকেট পড়ার পরে জুটি বেঁধে ছিলেন এই দুই ব্যাটার। ইনিংসের শেষ বল পর্যন্ত এই জুটি অক্ষত ছিল। ৮২ বল খেলে এই জুটি গড়ে ফেলে ১৭৪ রানের পার্টনারশিপ। ৬.২ ওভারে পড়েছিল মার্করামের উইকেট। এর আগে অবশ্য দল নেতা তেম্বা বাভুমা এবং রিলে রসউ দুজনেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এদিন ৪৭ বলে ১০৬ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন ডেভিড মিলার। ৪৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন কুইন্টন ডি'কক।

আরও পড়ুন… সূর্য-কোহলি-রাহুলের সৌজন্যে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস ভারতের

প্রসঙ্গত এদিন প্রথমে ব্যাট করতে নেমে রোহিত-রাহুল জুটি খুনে মেজাজে ব্যাট করেন। ৯.৫ ওভারেই উঠে যায় ৯৬ রান। মহারাজকে মারতে গিয়ে স্ট্যাবসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। ৩৭ বলে ৪৩ রান করেন তিনি। রাহুল মাত্র ২৮ বলে ২০৩ স্ট্রাইক রেটে এদিন রান করেন। ৫৭ রানে তিনই তিনি আউট হন। ৫টি চার, ৪টি ছয়ে সাজানো ছিল রাহুলের ইনিংস। রোহিত, রাহুল আউট হওয়ার পরেও এদিন ভারতের রানের গতি কমেনি। সূর্যকুমার যাদবকে দেখে মনে হচ্ছিল যেন ভিন্ন ২২ গজে ব্যাট করছিলেন। মাত্র ২২ বলে ৬১ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন তিনি। হাঁকান ৫টি চার এবং ছয়। অপরদিকে ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থেকে যান বিরাট কোহলি। একেবারে শেষ মুহূর্তে এসে ৭ বলে ১৭ রান করে অপরাজিত থেকে যান ফিনিশার দীনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৭ রান করেছিল ভারত।

বন্ধ করুন