শুভব্রত মুখার্জি: টেনিসের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ইতিমধ্যেই ২২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব তিনি জিতেছেন। তাঁর সঙ্গে একেবারে সমানে সমানে একটা সময় লড়াই হয়েছে নোভক জোকোভিচের। যদিও এই মুহূর্তে নোভাক জোকোভিচ পিছনে ফেলেছেন নাদালকে। গত বছরটা একেবারেই ভালো কাটেনি নাদালের। চোটের কারণে গোটা বছর কার্যত খেলতে পারেননি তিনি। তবে কোর্টে যে তিনি প্রত্যাবর্তন করবেন, সেকথা আগেই জানিয়েছিলেন। আর সেই কথা মতোই এবার তিনি জানিয়ে দিলেন কবে কোর্টে ফিরছেন তিনি। পাশাপাশি তিনি লড়াই না করে যে কোর্ট ছাড়বেন না, সে কথাও নিশ্চিত করে দিয়েছেন।
চোট মুক্ত হয়ে প্রায় এক বছর পর কোর্টে ফিরছেন রাফায়েল নাদাল। আগামী জানুয়ারিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলবেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস খেলোয়াড়। শুক্রবার নিজেই এই খবর নিশ্চিত করে দিয়েছেন রাফায়েল নাদাল।৩৭ বছর বয়সী টেনিস খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘প্রায় এক বছর প্রতিযোগিতার বাইরে থাকার পর এবার কোর্টে ফেরার পালা। জানুয়ারির প্রথম সপ্তাহে ব্রিসবেনে খেলব। সবার সঙ্গে দেখা হবে আবার।’
উল্লেখ্য, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে যান নাদাল। তার পর আর কোর্টে ২০২৩ সালে দেখা যায়নি নাদালকে। চোটের জন্য ২০২৩ সালে আর খেলতে পারবেন না জানিয়েছিলেন স্প্যানিশ মহাতারকা। পায়ের পাতা, পেটের পেশি এবং পিঠের চোটে জর্জরিত হয়ে পড়েন তিনি। সার্ভিসও করতে বেশ অসুবিধা হচ্ছিল ২২টি গ্র্যান্ড স্লামের মালিকের । অস্ত্রোপচারের পর সম্পূর্ণ ফিট হয়েছেন তিনি। এবার রিহ্যাব শেষে অনুশীলন করে ফের কোর্টে ফিরতে চলেছেন। হালকা অনুশীলন শুরু করেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা।
নাদাল জানিয়েছেন, ‘আমি জানি না আগামী বছরটা আমার কেমন যাবে। তবে আমি লড়াই করব কোর্টে। কারণ এই ভাবে আমার ক্যারিয়ার আমি শেষ করতে পারি না। তবে ২০২৪ সাল আমার ক্যারিয়ারের শেষ বছর হতে চলেছে।’ উল্লেখ্য, ২০২৩ সালের জুনে বার্সেলোনাতে নাদালের আর্থোস্কোপিক সার্জারি হয়েছে তাঁকে চোটমুক্ত করতে। সেই সার্জারির পর এখন সম্পূর্ণ সুস্থতার দিকে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। রিহ্যাব করেছেন। অনুশীলন শুরু করেছেন।এর পর ধীরে ধীরে ‘ওয়েট ট্রেনিং’ও শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।