বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: রঞ্জির কোন গ্রুপে বাংলা? প্রতিপক্ষ কারা? দেখে নিন গ্রুপ লিগের সূচি

Ranji Trophy: রঞ্জির কোন গ্রুপে বাংলা? প্রতিপক্ষ কারা? দেখে নিন গ্রুপ লিগের সূচি

কটকের পথে বাংলা দল। ছবি- ফেসবুক (গৌতম সরকার)।

রঞ্জি ট্রফির গ্রুপ লিগে অভিমন্যু ঈশ্বরনরা কবে কাদের বিরুদ্ধে মাঠে নামবেন জেনে নিন।

করোনার জন্য পিছিয়ে যাওয়া রঞ্জি ট্রফি শুরু হচ্ছে অবশেষে। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে গ্রুপ লিগের ম্যাচগুলি। নতুন করে সাজানো হয়েছে টুর্নামেন্টের ব্লু-প্রিন্ট। এবার এলিট দলগুলিকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। প্লেট গ্রুপে রয়েছে ৬টি দল। দু'টি পর্বে আয়োজিত হবে টুর্নামেন্ট। রঞ্জি মরশুম শুরুর আগে দেখে নেওয়া যাক বাংলার স্কোয়াড, গ্রুপ, সূচি-সহ খুঁটিনাটি তথ্য।

রঞ্জির কোন গ্রুপে রয়েছে বাংলা: অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা এবার রঞ্জি ট্রফির এলিট বি-গ্রুপে রয়েছে।

বাংলার প্রতিপক্ষ কারা: বাংলার সঙ্গে এলিট বি-গ্রুপে রয়েছে বরোদা, হায়দরাবাদ ও চণ্ডীগড়।

কোথায় অনুষ্ঠিত হবে বাংলার গ্রুপ ম্যাচগুলি: বাংলা তাদের সব গ্রুপ ম্যাচগুলি খেলবে কটকে।

বাংলার গ্রুপ ম্যাচের সূচি:-
১৭-২০ ফেব্রুয়ারি: বনাম বরোদা।
২৪-২৭ ফেব্রুয়ারি: বনাম হায়দরাবাদ।
৩-৬ মার্চ: বনাম চণ্ডীগড়।

বাংলার রঞ্জি স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রামন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, ঋত্ত্বিক রায়চৌধুরী, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, সায়ন শেখর মণ্ডল, আকাশ দীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, কাজি জুনাইদ সইফি, সাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামানিক, গীত পুরি, নীলকণ্ঠ দাস, করণ লাল এবং রবি কুমার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন