লিগের তিন ম্যাচে ইতিমধ্যেই চারটি সেঞ্চুরি করেছেন চেতন বিস্ট। প্রতিপক্ষ বোলাররা সস্তায় ফেরাতে পারেননি তাঁকে। চলতি রঞ্জি ট্রফিতে এখনও একবারও ১০০-র কমে আউট হননি চেতন বিস্ট। ৫ ইনিংসে একবার মাত্র দু'অঙ্কের রান নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে সেই ইনিংসে অপরাজিত ছিলেন চেতন। গ্রুপ লিগে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১১৫, অপরাজিত ১২, অপরাজিত ১৫৫, ১১৯ ও অপরাজিত ১০০।
স্বাভাবিকভাবেই ঘাড়ের উপর রানের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে বলে ইডেনের প্রি-কোয়ার্টারে হাল ছেড়ে দেবেন নাগাল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান, এমনটা ভাবা বোকামি। হাল ছাড়েননি তিনি। তৃতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের বিরুদ্ধে পালটা লড়াই চালাচ্ছেন চেতন।
যদিও ঝাড়খণ্ডের রানের পাহাড় অনায়াসে টপকে যাবে নাগাল্যান্ড এমনটা ভাবা বোকামি। ইতিমধ্যেই প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে তাদের। তবে চেতন লড়াইটা কতদূর টেনে নিয়ে যেতে পারেন, সেটাই হবে দেখার।
আপাতত প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের ৮৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড তৃতীয় দিনের শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলেছে। নির্ভরযোগ্য শ্রীকান্ত মুন্ধে ৩৯ রান করে আউট হয়েছেন। ক্যাপ্টেন জোনাথন ৫ রান করে সাজঘরে ফিরেছেন। চেতন বিস্ট ৪৬ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের নিরিখে এখনও ৭৫০ রানে পিছিয়ে রয়েছে নাগাল্যান্ড।
তার আগে ঝাড়খণ্ডের হয়ে প্রথম ইনিংসে কুমার কুশাগ্র ২৬৬, শাহবাজ নদিম ১৭৭, বিরাট সিং ১০৭, রাহুল শুক্লা অপরাজিত ৮৫, কুমার সূরজ ৬৬, অনুকূল রায় ৫৯, উত্কর্ষ সিং ৩৬ ও সৌরভ তিওয়ারি ২৯ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।