HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy Final Day 3: লড়ছে বাংলা, এগিয়ে সৌরাষ্ট্র

Ranji Trophy Final Day 3: লড়ছে বাংলা, এগিয়ে সৌরাষ্ট্র

মন্থর পিচে সারাদিন ঘুম পাড়ানি ক্রিকেট খেলল দুই দল।

অল্প রানেই আউট হন সুদীপ ঘরামি

তৃতীয় দিন মোটের ওপর ম্যাচের ওপর প্রভাব বজায় রাখল সৌরাষ্ট্র। নিজেদের প্রথম ইনিংসে ৪২৫ করার পর বাংলার তিন উইকেট ফেলতে সক্ষম হয়েছে জয়দেব উনাদকাটের দল। অন্যদিকে এখনও ২৯২ রানে পিছিয়ে বাংলা। ম্যাচের সরাসরি ফয়সলা হওয়ার সম্ভাবনা কম। তাই প্রথম ইনিংসে কে লিড পাবে, সেদিকেই থাকবে নজর।

11 Mar 2020, 05:26 PM IST

তৃতীয় দিনের শেষে বাংলা ১৩৪-৩ (৬৫ ওভার)

শেষ দশ ওভারে মাত্র দুই রান করল বাংলা। মনোজ আউট হওয়ার পর কার্যত ঝাঁপ ফেলে দিয়েছেন বাংলার ব্যাটাররা। ৪৩ বলে চার করেছেন ঋদ্ধি, ১৪৫ বলে ৪৭ সুদীপের সংগ্রহ। কিন্তু বল যেখানে নিচু হচ্ছে, এত রক্ষণাত্মক ক্রিকেট খেলে কী নিজেদের বিপদ বাড়াচ্ছে না বাংলার ব্যাটাররা, সেই প্রশ্ন থেকেই যায়। এখন ২৯২ রানে পিছিয়ে বাংলা, ম্যাচে দুই দিন বাকি।

পড়ুন সারা দিন কেমন খেলল বাংলা।


11 Mar 2020, 05:34 PM IST

রিভিউ নিয়ে রক্ষা পেলেন সুদীপ!

চেতন শাকারিয়ার বলে আম্পায়ার এলবি দিলেন সুদীপকে। তখনই রিভিউ নেন তিনি। রিপ্লেতে দেখা গেল ব্যাটে লেগেছে তাঁর। ফলে খারিজ হল ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত।

11 Mar 2020, 04:03 PM IST

মনোজ আউট

চিরাগ জানির বলে আগে একবার আউট হয়েও বেঁচেছিলেন মনোজ। এবার ভাগ্য সহায় দিল না। এলবিডবলু হলেন তিনি ৩৫ রানের মাথায়। একটু নিচু হয়েছিল বলটি। খেলতে গিয়ে লাইন মিস করে অফ স্টাম্পের সামনে পায়ে লাগে। ১২৪-৩ বাংলা। নতুন ব্যাটার ঋদ্ধিমান।

11 Mar 2020, 04:01 PM IST

বাংলা ১২৩-২ (৫০ ওভার)

ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছে বাংলা। সামনে যদিও এখনও লম্বা পথ।

11 Mar 2020, 03:26 PM IST

বাংলা ১০৭-২ (৪৬ ওভার)

ক্রিজে আছেন মনোজ (৩৫) ও সুদীপ (২৯)। উইকেটের খোঁজে সৌরাষ্ট্র

11 Mar 2020, 03:04 PM IST

চা পানের বিরতিতে বাংলা ৯৪-২

দ্বিতীয় সেশনে কোনও উইকেট হারাল না বাংলা। খুব সতর্ক ভাবে খেলছেন মনোজ (২৭) ও সুদীপ (২৪)।

11 Mar 2020, 03:04 PM IST

নো বলে 'আউট' হলেন মনোজ

চিরাগ জানির অফ স্টাম্পের অনেক বাইরে বলে চালাতে গিয়ে বোল্ড হলেন মনোজ তেওয়ারি। সৌভাগ্যবশত, ওভার স্টেপ করেছিলেন জানি। তাই আউট হলেন না মনোজ। এখনও পর্যন্ত একদমই ছন্দে লাগছে না মনোজকে। ৭২ বল খেলে ১৯ করেছেন। অন্যদিকে ২২ রানে নট আউট সূদীপ। ৩৭ ওভার শেষে বাংলা ৮২ -২

11 Mar 2020, 01:55 PM IST

বাংলা- ২ উইকেটে ৬৮ (৩১ ওভার)

মনোজ খেলছেন ১৬ রানে, সুদীপ নট আউট ১২ রানে। দুজনেই অত্যন্ত ধীরে খেলছেন, ফলে মন্থর গতিতে রান বাড়ছে।

11 Mar 2020, 01:23 PM IST

বাংলা- ২ উইকেটে ৫৪ (২৫ ওভার)

আপাতত হাল ধরেছেন মনোজ তেওয়ারি ও সুদীপ চট্টোপাধ্যায়। বড় পার্টনারশিপ দরকার ম্যাচে ফেরার জন্য। ১৩ রানে ক্রিজে মনোজ, ৫ করেছেন সুদীপ।

11 Mar 2020, 12:06 PM IST

দুই ওপেনার আউট

মাত্র নয় রান করে এলবি হলেন অভিমন্যু ঈশ্বরন। ৩৫ রানে দুই উইকেট বাংলা ১৫ ওভারের শেষে। অভিমন্যুর উইকেট নিলেন মানকাড। রিভিউ করেও ফায়দা হল না অভিমন্যুর।

11 Mar 2020, 12:04 PM IST

প্রথম উইকেট হারাল বাংলা

স্বপ্নের অভিষেক হল না সুদীপ কুমার ঘরামির। ২৬ রান করে ধর্মেন্দ্রসিং জাডেজার বলে শর্টলেগে ক্যাচ দিয়ে আউট হলেন সুদীপ। ইতিবাচক ভাবে খেলছিলেন সুদীপ, কিন্তু স্পিনে মাত হয়ে গেলেন নবাগত ক্রিকেটার।

11 Mar 2020, 11:42 AM IST

২৬-০ বাংলা (১০ ওভার)

অভিষেকেই নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন সুদীপ কুমার ঘরামি (১৮ নট আউট)। জয়দেব উনাদকাটের মতো ফর্মে থাকা বোলারকেও সহজেই সামলাচ্ছেন তিনি। অন্যদিকে সাবধানী ঈশ্বরন ( ৮ নট আউট)।

11 Mar 2020, 10:45 AM IST

৪২৫ অল আউট সৌরাষ্ট্র

শেষ উইকেটে ৩৮ রান যোগ করার পর উনাদকাটকে বোল্ড আউট করলেন শাহবাজ। ২০ রানে আউট জয়দেব উনাদকাট। মোট ৪২৫ করল সৌরাষ্ট্র। টপ স্কোরার অর্পিত ভাসভাদা (১০৬)। ভালো খেললেন অভি ব্যারোট (৫৪), বিশ্বরাজ জাডেজা (৫৪) ও চেতেশ্বর পুজারা (১০৬)। চার উইকেট নিলেন আকাশদীপ, তিন উইকেট নিয়েছেন শাহবাজ। দুই উইকেট নিলেন মুকেশ, এক উইকেট ঈশানের খাতায়। স্লো উইকেটে বাংলা কেমন খেলে, সেটা দেখার।

11 Mar 2020, 09:46 AM IST

নবম উইকেট হারাল সৌরাষ্ট্র

পিচের কী অবস্থা, আকাশ দীপের বল থেকে স্পষ্ট। গুড লেংথের জায়গা থেকে বল কার্যত বাউন্সই হল না। তা লাগল চিরাগ জানির মিডস স্টাম্প। উচ্ছ্বাস বাংলার ক্রিকেটারদের। নবম উইকেট হারাল সৌরাষ্ট্র। আপাতত তাদের স্কোর ৩৮৭ রান।

11 Mar 2020, 09:39 AM IST

পিচ রিপোর্ট

ফুটমার্ক আরও স্পষ্ট হচ্ছে। বড় হচ্ছে ফাটলও। যত ম্যাচ গড়াবে তত স্লো হবে পিচ। প্যাভিলিয়ন এন্ড থেকে বল করলে বেশি সুবিধা পাবেন স্পিনাররা। বাংলার পক্ষে এই পিচে ব্যাট করা খুব একটা সহজ হবে না। পঞ্চম দিনে আরও ভাঙবে পিচ। ফলে প্রথম ইনিংসে বড় লিডের লক্ষ্যে নামতে হবে বাংলাকে।

11 Mar 2020, 09:37 AM IST

শুরু তৃতীয় দিনের খেলা

শুরু তৃতীয় দিনের খেলা। বল হাতে মুকেশ কুমার।

11 Mar 2020, 08:44 AM IST

আত্মবিশ্বাসী বাংলা

তৃতীয় দিনে আট উইকেটে ৩৮৪ রান নিয়ে খেলতে নামবে সৌরাষ্ট্র। তবে বড় রান করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাও। কোচ অরুণ লাল বলেন, 'ম্যাচে এখনও সুযোগ রয়েছে। একটাই যা স্কোরবোর্ড ওদের রান আছে, আমাদের নেই। যদি আমরা ভালো শুরু করতে পারি, আমরা এই রান করতে পারব। আমরা ম্যাচের বাইরে চলে যাইনি। একদমই নয়। আমি বোলারদের নিয়ে নিয়ে গর্বিত। ওরা নিজেদের কাজ করে গিয়েছে।'

Latest News

আজই উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঝাড়খণ্ডে, কীভাবে নিজের নম্বর দেখবেন? দেখুন উপায় DC-কে হারিয়ে প্লে-অফের দিকে আরও এক পা KKR-এর, দিল্লি হারায় অক্সিজেন পেল অন্যরা ডনের খোলস ছেড়ে এবার ‘রাক্ষস’ হয়ে আসছেন রণবীর? গরমে কলকাতায় লাফিয়ে বেড়েছে জলের চাহিদা, মিটবে কী ভাবে? অপচয় রুখতে আবেদন মেয়রের ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট অসাধ্য সাধন!গপাগপ ছোলে ভাটুরে-মিষ্টি খেয়েও ১২ মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন অঙ্কুর বড় ধাক্কা খেল মোহনবাগান, চার ম্যাচ নির্বাসিত সাদিকু, পাওয়া যাবে না ISL ফাইনালে নিয়োগকারীর ‘ভুলের’ জন্য এই পরিণতি আমাদের! সুপ্রিমে আস্থা, আর কী বলছেন চাকরিহারা? 'মানসিক প্রতিবন্ধী মহিলার সঙ্গমে সম্মতি অপ্রাসঙ্গিক, এটি ধর্ষণ...', বলল কোর্ট থ্রি ইডিয়টস করতে বেজায় ভয় পেয়েছিলেন আমির! কিন্তু কেন?

Latest IPL News

ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.