HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > BENG vs UP Ranji Trophy: ইডেনে বাংলার পথের কাঁটা সেই রিঙ্কু, লড়াই চলছে জোরদার

BENG vs UP Ranji Trophy: ইডেনে বাংলার পথের কাঁটা সেই রিঙ্কু, লড়াই চলছে জোরদার

Bengal vs Uttar Pradesh Ranji Trophy 2022-23 Day 2 Live Score: ইডেনে উত্তরপ্রদেশকে প্রথম ইনিংসে ২০০-র কমেই অল-আউট করে দেয় বাংলা। পালটা ব্যাট করতে নেমে মনোজ তিওয়ারিরা অল-আউট হন দেড়শো টপকে। দ্বিতীয় ইনিংসে ইউপি-র বিপর্যয় রোধ করছেন রিঙ্কু-আকাশদীপ নাথ।

শুরুতেই সাফল্য ইশান পোড়েলের।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে সার্বিক পারফর্ম্যান্স খুব খারাপ না হলেও খুব বেশিদূর এগনো সম্ভব হয়নি বাংলার পক্ষে। এবার শুরু রঞ্জি ট্রফির লড়াই। ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বাংলা দলে পায়নি নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে। তিনি জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছেন। পরিবর্তে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারি। তাছাড়া চোটের জন্য ইডেনের প্রথম ম্যাচে বাংলার হয়ে মাঠে নামতে পারেননি নির্ভরযোগ্য পেসার মুকেশ কুমার। সুতরাং ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগের অন্যতম সেরা দুই স্তম্ভকে ছাড়াই রঞ্জি অভিযান শুরু করতে হয়েছে বাংলাকে।

14 Dec 2022, 04:41 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ ১৯৮ রানে পৌঁছে পারে রিঙ্কু সিংয়ের ৭৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই। এবার দ্বিতীয় ইনিংসেও বাংলার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে সেই রিঙ্কু। দ্বিতীয় দিনে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৯ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। তারা দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলেছে। রিঙ্কু ৫৭ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন। তিনি ৬টি চার মেরেছেন। আকাশদীপ নাথ অপরাজিত থাকেন ৫৮ বলে ৪৭ রান করে। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। সুতরাং, উত্তরপ্রদেশের হাতে লিড রয়েছে ১৫১ রানের। দ্বিতীয় ইনিংসে ইশান পোড়েল ৪৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ৩০ রানে ১টি উইকেট নিয়েছেন আকাশ দীপ। ১২ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন সায়ন শেখর মণ্ডল। মাত্র ১ ওভার বল করে উইকেট পাননি শাহবাজ আহেমদ।

14 Dec 2022, 03:53 PM IST

প্রতিরোধ গড়ছেন রিঙ্কু-আকাশদীপ

আকাশদীপ নাথকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন রিঙ্কু সিং। ২৯ ওভার শেষে উত্তরপ্রদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৮১ রান সংগ্রহ করেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ১১০ রানের। রিঙ্কু সিং ৩০ ও আকাশদীপ নাথ ২১ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 03:16 PM IST

৫০ টপকাল উত্তরপ্রদেশ

দ্বিতীয় ইনিংসে ২২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে উত্তরপ্রদেশ। ২৩ ওভার শেষে তাদের স্কোর ৪ উইকেটে ৬০ রান। রিঙ্কু সিং ২৩ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 03:06 PM IST

কৌশিককে ফেরালেন আকাশ দীপ

১৯.৬ ওভারে আকাশ দীপের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাধব কৌশিক। ৬৪ বলে ১৯ রান করেন তিনি। মারেন ২টি চার। উত্তরপ্রদেশ ৪০ রানে ৪ উইকেটে হারায়। ব্যাট করতে নামেন আকাশদীপ নাথ।

14 Dec 2022, 02:15 PM IST

চায়ের বিরতি

প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানে এগিয়ে থাকা উত্তরপ্রদেশ দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৮ রান তুলেছে। ১৬ রানে ব্যাট করছেন মাধব কৌশিক। ১ রান করেছেন রিঙ্কু। ইউপির হাতে আপাতত ৫৭ রানের লিড রয়েছে।

14 Dec 2022, 02:10 PM IST

করণ শর্মা আউট

১৩.১ ওভারে সায়ন শেখর মণ্ডলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন করণ শর্মা। ২৭ বলে ৫ রান করেন তিনি। উত্তরপ্রদেশ ২৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং।

14 Dec 2022, 01:58 PM IST

টাইট বোলিং বাংলার

দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করে উত্তরপ্রদেশের স্কোর ২ উইকেটে ২০ রান। মাঝব কৌশিক ১১ ও করণ শর্মা ৩ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 01:26 PM IST

প্রিয়ম গর্গ আউট

৪.৩ ওভারে ইশান পোড়েলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন প্রিয়ম গর্গ। ৭ বল খেলেও খাতা খুলতে পারেননি প্রিয়ম। উত্তরপ্রদেশ ৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন করণ শর্মা।

14 Dec 2022, 01:18 PM IST

সূর্যবংশী আউট

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল উত্তরপ্রদেশ। ২.২ ওভারে ইশান পোড়েলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সূর্যবংশী। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করেন তিনি। ৬ রানে ১ উইকেট হারায় ইউপি। মাধব কৌশিকের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন প্রিয়ম গর্গ।

14 Dec 2022, 12:57 PM IST

প্রথম ইনিংসে অল-আউট বাংলা

৪৩.৩ ওভারে শিবম মাভির বলে আরাধ্যর দস্তানায় ধরা পড়েন আকাশ দীপ। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন তিনি। উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে ১৬৯ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের নিরিখে ২৯ রানের লিড পেয়ে যায় ইউপি। মাভি ৫৫ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন।

14 Dec 2022, 12:38 PM IST

ব্যাট চালাচ্ছেন আকাশ দীপ

৪১.২ ওভারে শিবম মাভির বলে ছক্কা হাঁকান দেন আকাশ দীপ। ৪২ ওভার শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ১৬০ রান। ২৩ বলে ৩২ রান করেছেন আকাশ। মেরেছেন ২টি চার ও ৩টি ছক্কা।

14 Dec 2022, 12:29 PM IST

মনোজ তিওয়ারি আউট

৩৯.৬ ওভারে শিবম মাভির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মনোজ তিওয়ারি। ৭১ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলা ১৪৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল। শিবম মাভি প্রথম ইনিংসে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন।

14 Dec 2022, 11:35 AM IST

লাঞ্চের বিরতি

আকাশ দীপ মাঠে নেমে নিজের খেলা প্রথম বলেই ছক্কা মারেন। ওভারের চতুর্থ বলে আরও একটি ছয় মারেন তিনি। ৩৭ ওভার শেষে বাংলার স্কোর ৮ উইকেটে ১৩১ রান। মনোজ তিওয়ারি ৬২ বলে ১৬ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ৫ বলে ১২ রান করেছেন আকাশ দীপ। তিনি ২টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে বাংলা প্রথম ইনিংসের নিরিখে ৬৭ রানে পিছিয়ে রয়েছে। শিবম মাভি ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন।

14 Dec 2022, 11:26 AM IST

শাহবাজ আহমেদ আউট

৩৬.১ ওভারে শিবম শর্মার বলে প্রিয়ম গর্গের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। ১৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন শাহবাজ। তিনি ৪টি চার মারেন। বাংলা ১১৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ।

14 Dec 2022, 11:03 AM IST

১০০ টপকাল বাংলা

৩২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। তাদের স্কোর ৭ উইকেটে ১০১ রান। মনোজ তিওয়ারি ১৬ ও শাহবাজ আহমেদ ৩ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 10:57 AM IST

অভিষেক পোড়েল আউট

৩০.৫ ওভারে আকিব খানের বলে রাজপুতের হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ২৩ বলে ৩৩ রান করেন তিনি। মারেন ৭টি চার। বাংলা ৯৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।

14 Dec 2022, 10:51 AM IST

পরিস্থিতি সামলাচ্ছেন মনোজ-অভিষেক

৩০ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৬ উইকেটে ৯১ রান। ৪৯ বলে ১৫ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ৩টি চার মেরেছেন। অভিষেক পোড়েল ১৮ বলে ২৭ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন।

14 Dec 2022, 10:14 AM IST

সায়ন শেখর আউট

২২.৫ ওভারে আকিব খানের বলে কৌশিকের হাতে ধরা পড়েন সায়ন শেখর মণ্ডল। ৪৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলা ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল।

14 Dec 2022, 10:03 AM IST

৫০ টপকাল বাংলা

ইনিংসের ২২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। তাদের স্কোর ৫ উইকেটে ৫৫ রান। ২৪ বলে ৭ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ১টি চার মেরেছেন। ৪৩ বলে ২১ রান করেছেন সায়ন। তিনি ৪টি চার মেরেছেন। শিবম মাভি ১১ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

14 Dec 2022, 09:24 AM IST

প্রীতম আউট

১৩.৫ ওভারে শিবম মাভির বলে শিবম শর্মার হাতে ধরা পড়েন প্রীতম চক্রবর্তী। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১২ রান করেন তিনি। বাংলা দলগত ৩৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন মনোজ।

14 Dec 2022, 09:06 AM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

দ্বিতীয় দিনে প্রথম ওভার বল করতে আসেন শিবম মাভি। তৃতীয় বলে ১ রান সংগ্রহ করেন সায়ন শেখর মণ্ডল। ১২ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ৩০ রান।

14 Dec 2022, 08:06 AM IST

প্রথম দিনের স্কোর

ইডেনে টস জিতে উত্তরপ্রদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। ইশান-প্রীতম-শাহবাজের ত্রিফলা আক্রমণে ইউপিকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল-আউট করে দেয় বাংলা। প্রিয়ম গর্গ ৫৩ ও রিঙ্কু সিং ৭৯ রান করেন। ইশান পোড়েল ৫টি, প্রীতম চক্রবর্তী ৩টি ও শাহবাজ আহমেদ ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে বাংলাও যদিও মোটেও স্বস্তিতে নেই। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ২৯ রান তুলে। সাজঘরে ফিরেছেন অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। ১২ রানে নট-আউট থাকেন প্রীতম। ৩টি উইকেট নেন শিবম মাভি।

Latest News

রামলালা যতটা গুরুত্ব পান, মা সরস্বতীও যেন পান, আদর্শ 'দেশ' হয়ে উঠুক আমার ভারত বিয়ের আগে চুপি চুপি ডিনার ডেট, এক প্লেট থেকেই খাবার খেলেন আদৃত-কৌশাম্বি! ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার! হর্ন বাজিয়ে জাগিয়ে আধ ঘণ্টা পর মিলল সিগনাল MLS- অবিশ্বাস্য রেকর্ড মেসির! ৫ অ্যাসিস্ট, ১ গোল, পিছিয়ে পড়েও দল জিতল ৬-২ গোলে অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজগুলি একেবারেই করবেন না, হবেন মা লক্ষ্মী রুষ্ট নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে আইসি বদল, সরানো হল হবিবপুর থানার ইন্সপেক্টর ইনচার্জকে ‘অতৃপ্ত আত্মার লম্ফঝম্ফ’, ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানি কুণালের,শুনলেন 'জয় CESC তৃতীয়বার বিয়ে ধর্মেন্দ্রর! বাবার বিয়েতে না থাকা নিয়ে মুখ খুললেন সানি-ববি দেওল সন্তানকে প্রতিদিন টিফিনে দিচ্ছেন পাস্তা? ঠিক করছেন কি 'আমার একটা সাইকেলও নেই,' দুর্নীতির প্রসঙ্গ তুলে তাঁর জীবনের লক্ষ্য জানালেন মোদী

Latest IPL News

ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ