উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জির কোয়ার্টার ফাইনালের প্রথম দিনেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় কর্ণাটক। প্রথম ইনিংসে উত্তরাখণ্ডকে অতি সস্তায় গুটিয়ে দেন মায়াঙ্ক আগরওয়ালরা। পালটা ব্যাট করতে নেমে ইতিমধ্যেই লিড নেওয়া শুরু করেছে কর্ণাটক। এখনও কোনও উইকেট হারায়নি তারা। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে বড় রানের লিড নেওয়া কার্যত নিশ্চিত মায়াঙ্কদের।
চিন্নাস্বামীতে টস জিতে উত্তরাখণ্ডকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় কর্ণাটক। এম বেঙ্কটেশের আগুনে বোলিং আত্মসমর্পণ করে উত্তরাখণ্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১১৬ রান তুলে।
দলের হয়ে সব থেকে বেশি ৩১ রান সংগ্রহ করেন কুণাল চাণ্ডেলা। ১০৩ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। এছাড়া অবনীশ সুধা ১৭, আদিত্য তারে ১৪ ও অখিল রাওয়াত ১৪ রানের যোগদান রাখেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ক্যাপ্টেন জীবনজ্যোৎ সিং ১ রান করে আউট হন। দীক্ষাংশু নেগি ৯, অভয় নেগি ১, মায়াঙ্ক মিশ্র ৭ ও দীপক ধাপোলা ৫ রান করেন। খাতা খুলতে পারেননি স্বপ্নিল সিং ও নিখিল কোহলি। মাত্র ১টি বল খেলার সুযোগ পান কোহলি। তিনি শূন্য রানে নট-আউট থাকেন।
আরও পড়ুন:- ICC Ranking: সিংহাসনের আরও কাছে দীপ্তি, T20 ব়্যাঙ্কিংয়ের দুইয়ে উঠলেন ভারতীয় তারকা
বেঙ্কটেশ ৩৬ রানের বিনিময়ে ৫টি উইকেট সংগ্রহ করেন। ১৭ রানে ২টি উইকেট নেন কাভেরাপ্পা। ২২ রানে ২টি উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম। ২৫ রানে ১টি উইকেট নিয়েছেন বিজয়কুমার।
জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১২৩ রান তোলে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দুই ওপেনারই। রবিকুমার সামর্থ ৫৪ রানে নট-আউট থাকেন। ৭৪ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ৮৬ বলে ৬৫ রান করে প্রথম দিনে অপরাজিত থাকেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
এখনই প্রথম ইনিংসের নিরিখে উত্তরাখণ্ডকে ৭ রানে পিছনে ফেলে দিয়েছে কর্ণাটক। তাদের হাতে রয়েছে ১০টি উইকেট। প্রথম দিনে উইকেট পাননি উত্তরাখণ্ডের কোনও বোলার। রীতিমতো খরুচে বোলিং করেন নিখিল কোহলি, স্বপ্নিল সিংরা। কোহলি ৪ ওভারে ২৭ রান খরচ করেন। ৩ ওভারে ১৯ রান খরচ করেন স্বপ্নিল। মায়াঙ্ক মিশ্র কৃপণ বোলিং করেন। তিনি ৪ ওভারে ১টি মেডেন-সহ ১০ রান খরচ করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।