রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। অথচ প্রতিবারই তারা শক্তিশালী দল গঠন করে। এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলে ও আরও টি-টোয়েন্টির তারকা ক্রিকেটাররা এই দলের হয়ে খেলেছেন। বর্তমানে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওলের মতো তারকারা খেলছেন। কিন্তু প্রতিবারই আইপিএল ট্রফি তাদের অধরা। বিভিন্ন সময় কোচ এবং টিম ম্যানেজমেন্টকেও বদলানো হয়েছে। কিন্তু ফলের কোনও পরিবর্তন হয়নি। তবে শেষ কয়েক বছরে নিজেদের পারফরম্যান্সের কিছুটা উন্নতি ঘটিয়ে টুর্নামেন্টের শেষ পর্যায়ে তারা পৌঁছেছে কিন্তু খালি হাতে ফিরেছে। এই অবস্থায় আগামী মরশুমের জন্য আইপিএল নিলাম শুরু হওয়ার আগে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি নিজেদের টিম ম্যানেজমেন্ট সহ প্রধান কোচ ও সাপোর্ট স্টাফদের পুরো দলকে বদলের সিদ্ধান্ত নিল। এই বছর লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে চুক্তি শেষ হওয়া অ্যান্ডি ফ্লাওয়ারকে নিজেদের দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে আরসিবি। এর সঙ্গে ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে মাইক হেসনের কার্যকাল শেষ হয়েছে। আরসিবির সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েছেন মাইক।
ব্যাঙ্গালোরে শুধুমাত্র মাইকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার এবং সাপোর্ট স্টাফদের দেরও চুক্তি নবীকরণ করা হয়নি। নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নিয়োগও পুরনো টিম ম্যানেজমেন্টের চুক্তি নবীকরণ না করার সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে বলা হয়, 'আরসিবি ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে অভ্যন্তরীণ পর্যালোচনার পর তাদের চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি এই সকল বিশিষ্ট ব্যক্তিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিগত চার বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত থেকে সব রকম প্রচেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ তাদের।'
মাইক হেসন ক্রিকেট ডিরেক্টর অফ ক্রিকেট থাকাকালীন আরসিবি ২০১৭ এবং ২০১৯ সালে গ্রুপ টেবিলের একদম নিচের স্থানে শেষ করে। এরপরে পরিস্থিতির কিছুটা বদল ঘটে ২০২০ এবং ২২ মরশুমে আরসিবি শেষ চারে তাদের যাত্রা শেষ করে। এই বছর প্লে-অফে উঠলে সেটা হ্যাটট্রিক হত। তবে বিরাট কোহলিরা এই মরশুমে ৬ নম্বর স্থানে থেকে শেষ করে।
তবে চুক্তি নবীকরণ না হওয়ায় বেশ হতাশ হয়েছেন মাইক হেসেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের মনের ভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, 'এই চার বছরে দল হিসাবে আমরা অনেকটাই উন্নতি করেছি। তিনবার শেষ চারে পৌঁছেছি আমরা। তবে হ্যাঁ, আমরা ট্রফি জিততে পারিনি। যা অন্যান্য সাপোর্ট স্টাফ ও অনেক ক্রিকেটার ও সমর্থকরা এই ট্রফি দিতে চেয়েছিল। আরসিবি ছেড়ে যাওয়াই হতাশ হয়েছি। এই সময়কালে দুর্দান্ত লোকেদের সাথে কাজ করার কিছু খুব ভালো স্মৃতি আছে। আমি সুযোগের জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। নতুন কোচিং টিমকে শুভকামনা জানাচ্ছি। এর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি এরকম অটল ভাবে সমর্থন করে দেওয়ার জন্য।'
ফের একবার কোচ বদলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স আশা করছি এই মাধ্যমে তারা আইপিএল খেতাব দিতে পারবে। কোচ হিসাবে ফ্লাওয়ারের রেকর্ড ভালো। পিএসএল, দ্য হান্ড্রেড এবং আইএলটি ২০ শিরোপা রয়েছে তাঁর পকেটে। এই বছর লখনউ সুপার জায়ান্টকে প্লে-অফে তুলেছেন তিনি। এখন দেখা যাক ব্যাঙ্গালোরে তিনি কি করতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।