শনিবার থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়র লিগ। আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ানস। প্রথমবার মোট ৫টি দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। এই নয়া টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনার পারদ চরমে পৌঁছেছে। সব ফ্র্যাঞ্চাইজি নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে ফেলেছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।
আর এই টুর্নামেন্টে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। মাঠে বল গড়ানোর আগেই আরসিবি দলের সঙ্গে যোগ দিলেন তিনি। দলে যোগ দিয়েই ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান সানিয়া। ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন তিনি। ৫ মার্চ অর্থাৎ রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সদ্য প্রাক্তন ৩৬ বছর বয়সী এই ভারতীয় টেনিস তারকা ৬ বার জিতেছেন গ্র্যান্ড স্ল্যাম। সম্প্রতি দুবাই ওপেন খেলে টেনিসকে বিদায় জানিয়েছেন তিনি। এহেন সানিয়া মির্জাকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি।
আরসিবি ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন বলেন, ‘মহিলাদের খেলাধুলার জন্য সানিয়া মির্জা একজন আইকন। কোনও খেলোয়াড় কোন খেলা থেকে উঠে আসছে সেটা বড় কথা নয়। সেই নির্দিষ্ট খেলাতে সে কতটা সফল এবং চাপের মধ্যে কিভাবে খেলা সামলাচ্ছে সেটাই সবথেকে বড় কথা।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলে অনেকেই রয়েছে যারা বিভিন্ন টেকনিক্যাল সমস্যা নিয়ে ক্রিকেটারদের সাহায্য করবে। তবে বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় সানিয়া ক্রিকেটারদের মানসিক চাপের দিকটা সামলাবে। খেলা চলাকালীন ক্রিকেটাররা চাপে পড়লে তার থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তা শেখাবে সানিয়া।’
ইতিহাসের সবচেয়ে ধনী লিগ আইপিএল। এবার উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সংস্করণ শুরু হতে চলেছে। প্রথমবার মহিলা আইপিএলের প্রধান স্পনসর হয়েছে টাটা গ্রুপ। ৪ মার্চ অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে প্রথম উইমেন্স প্রিমিয়র লিগ। মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও জিও সিনেমাতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।