রবিবার সন্ধ্যায় উইম্বলডনে অসাধারণ ঘটনার সাক্ষী থাকলো গোটা টেনিস বিশ্ব। শেষ-১৬-র টাইতে আন্দ্রে রুবলেভের বিপক্ষে অ্যালেক্সজান্ডার বুবলিকের ম্যাচ স্মরণীয় হয়ে থাকলো সকলের কাছে। প্রথম দুই সেটে জেতার পর পরপর দুই সেটে পিছিয়ে যাওয়া। যা সকলকে অবাক করে দেয়। কিন্তু থেমে থাকেননি তিনি। নিজের সর্বোচ্চ দিয়ে ম্যাচে ফিরে আসেন আন্দ্রে রুবলেভ। তখন ধারাভাষ্যকার এবং টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরো ব্যস্ত ছিলেন রেকর্ড বই খুঁজে এমন আরও নাম বের করতে। যিনি প্রথম দুই সেটে পিছিয়ে যাওয়ার পরও ম্যাচ জিতেছেন। রুবলেভ চূড়ান্ত সেটে তাঁর স্নায়ু ধরে রাখেন। সপ্তম গেমে ব্রেক করেন এবং ম্যাচটাই জিতে নেন।
পরপর দুটি সেটে পিছিয়ে থাকার পর যখন আন্দ্রে রুবলেভ খেলায় ফিরে আসেন তারপর থেকে টানটান উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ম্যাচটি। খেলা গড়ায় সপ্তম সেট পর্যন্ত। চূড়ান্ত খেলায় বুবলিকের দেওয়া একটি চ্যালেঞ্জকেও তিনি খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেন। ম্যাচ জেতার আগের মুহূর্তে আন্দ্রে একটি ব্যাক হ্যান্ড শট মারেন। প্রথমে তা বুঝতে পারেননি বুবলিক। প্রথমে তিনি তার কোর্টের ডান দিকে দৌড়ানো শুরু করেন। যতক্ষণে বুঝতে পারেন বল অন্যদিকে আসছে তখন অনেক দেরি হয়ে যায়। তিনি তাঁর গ্রিপ পরিবর্তন করেন। বেসলাইনের পিছনের দিক থেকে পুরো শরীর শূন্যে ছুঁয়ে দেন। ডাইভ মারেন যাতে কোনওভাবে বলটিকে বিপক্ষের কোটে ফেরানো যায়। কিন্তু তিনি সফল হতে পারেননি। বুবলিক একসময়ের জন্য বুঝতেই পারেননি এটা কি হলো। তার পড়ে যাবার সঙ্গে সঙ্গেই মাঠে উপস্থিত দর্শকরা হাততালিতে গর্জে ওঠেন।
এই ঘটনার পরে একজন মন্তব্যকারী বলেন, 'বুবলিক সম্ভবত ভাবছেন এটা কিভাবে সম্ভব। তিনি এটা বিশ্বাস করতে পারছেন না, আমরাও পারছি না।' ম্যাকেনরো তখন বলছিলেন, 'আমরা এখানে বছরের পর বছর ধরে বিভিন্ন শট দেখেছি। এই দুর্দান্ত শটগুলির মধ্যে একটি।' টুইটারে বেশিরভাগই এটিকে টুর্নামেন্টের সেরা শট বলে অভিহিত করেছেন। ম্যাচের পর আন্দ্রে রুবেলেভ বলেন, 'সম্ভবত এটি ছিল সবচেয়ে সৌভাগ্যবান শট। এটা আমার ভাগ্য ছাড়া আর কিছু নয়। আমি মনে করি না যে আমি এটি আরও একবার করতে পারব।'
রুবলেভ এইবার প্রথমবার উইম্বলডনে কোয়ার্টারে পৌঁছলেন। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, প্রথম কয়েকটা সেটে পিছিয়ে থাকার পরও শান্ত থাকা এবং মনোযোগ ঠিক ভাবে রাখা বড় বিষয়। তিনি বলেন, ‘আমি কয়েকটা সেট হারার পরেও মনে করেছি যে, হ্যাঁ সেট হেরে গিয়েছি, তবে ঠিক আছে। প্রতিটা সেট জেতার সুযোগ ছিল আমার কাছে অথবা ও আমার থেকে ভালো খেলেছে। তবে আমি সব সময় ভাবছিলাম ভালো খেললে আমার জন্য অন্তত একটা সুযোগ থাকবেই। অবশেষে আমার জন্য সুযোগ এসেছে আমি সেখানে ভালো খেলে ম্যাচ জিতেছি। কোটের পরিবেশও অসাধারণ ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।