সমলিঙ্গ সম্প্রদায়কে শ্রদ্ধা জানিয়ে ব়্যাম্পে হাঁটলেন সুস্মিতা সেন। এ দিন ব়্যাম্পে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর ‘তালি’ সিনেমার সহ-অভিনেতারা। জানিয়ে রাখি, ‘তালি’ সিরিজে বৃহন্নলার ভূমিকায় দেখা মিলেছিল অভিনেত্রীর। নিজের পারফর্ম্যান্স দিয়ে রীতিমতো সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন সুস্মিতা। এ দিন ব়্যাম্পে হাঁটার সময় সুস্মিতার ‘চিয়ার লিডার’ হিসেবে দর্শকাসনে দেখা মিলল দুই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্য়ায় এবং মনামী ঘোষের।
বম্বে টাইমস ফ্যাশন উইক-এর মঞ্চে অবাঙালি বধূবেশে দেখা মিলেছে সুস্মিতার। ফ্যাশন শোয়ের ঝলক শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘তালি কোস্টারদের সঙ্গে ব়্যাম্প ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। এই অনুষ্ঠানের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের সকলকে আমার প্রণাম। LGBTQ সম্প্রদায়ের প্রতি আমার কৃতজ্ঞতা রইল, যাঁরা সৌন্দর্যের এক অন্য সংজ্ঞা, নিঃশর্ত গ্রহণযোগ্যতা আমাদের শিখিয়েছে। রোহিত বর্মা আমি তোমার শোস্টপার হতে পেরে বিশেষভাবে কৃতজ্ঞ।’
আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির লোকই সম্মান দিতে না পারলে…', নিজের মিমিক্রি দেখে কমেডিয়ানের উপর চটলেন করণ
অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ার পাতায়। সাদা-সোনালি লেহেঙ্গা, মাথায় কারুকাজ করা ভারী ওড়না, হাতে কলেরা, খোপায় সাদা ফুল গুঁজে মার্জার সরণীতে বেশ গ্ল্যামারাস লুকে ধরা দেন সুস্মিতা সেন। কখনও আলতারাঙা হাতে তালি বাজিয়ে সমর্থন জানিয়েছেন রূপান্তরকামীদের। পঞ্চাশ ছুঁইছুঁই অভিনেত্রীর ব়্যাম্পওয়াক দেখে মুগ্ধ অনুরাগীরা। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং মনামী ঘোষ। ব়্যাম্পে সুস্মিতা সেনকে হাঁটতে দেখে দর্শকাসন থেকে চিয়ার্স করলেন দুই অভিনেত্রী।
আরও পড়ুন: তোয়ালে জড়িয়ে কড়া রোদে বসে আছেন, Jolly LLB 3-র শ্যুটিংয়ের ফাঁকে এ কী হাল অক্ষয়ের
আরও পড়ুন: হীরামন্ডিতে আলমজেব হওয়ার পর বাজেভাবে ট্রোল হলেন বনশালির ভাগ্নি, কোন বড় পদক্ষেপ নিলেন শারমিন
কিন্নর সমাজকর্মী গৌরী সাওয়ান্তের জীবনকাহিনি নিয়ে বাস্তব প্রেক্ষাপটে সাজানো হয়েছিল সুস্মিতার ‘তালি’ সিরিজের গল্প। বৃহন্নলার ভূমিকায় অভিনয় করেছেন সুস্মিতা সেন। ছোট্ট গণেশকে সবাই হেসে বলেছিল, সে কখনওই মা হতে পারবে না। ছেলেরা আবার মা হয় নাকি! তখন তেমন কিছু মনে হয়নি তার। তবে বহু বছর পরে, 'মা' হওয়ার অর্থ ঠিকই বুঝেছিলেন সেই গণেশ এবং গোটা বিশ্বকে ভুল প্রমাণ করে 'মা' হয়েছিলেন। ততদিনে অবশ্য তিনি গৌরী।
মা দুর্গার মতোই মাতৃস্নেহে ছোট্ট এক মেয়েকে বড় করে তুলেছিলেন। না, খুব সহজে পারেননি এই কাজ করতে, কারণ প্রকৃতি তাঁকে তা করতে দেয়নি। তিনি তো রূপান্তরকামী। শরীরে পুরুষ, মননে মহিলা। তাই জৈবিকভাবে গর্ভধারণে অক্ষম। কিন্তু সেই তিনিই কী করে মা হলেন, সে কাহিনি নিয়েই তৈরি হয়েছে ছবির গল্প।