HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > SA W-U19 vs IND W-U19: রিচা-শেফালি ব্যর্থ, তবু ৫৪ রানে বড় জয় ভারতের

SA W-U19 vs IND W-U19: রিচা-শেফালি ব্যর্থ, তবু ৫৪ রানে বড় জয় ভারতের

শেফালি এবং রিচা- ভারতের সিনিয়র দলের দুই তারকা চূড়ান্ত ব্যর্থ হন। ব্যাটাররাও আহামরি পারফরম্যান্স করতে পারেননি। তবে ভারতের জয় আটকাতে পারল না দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটে ৫৪ রানে জয় ছিনিয়ে নিলেন অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার মেয়েরা।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ভারত-দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নিরাশ করেন ভারতের মেয়েরা। রিচা-শেফালিও ব্যর্থ হন। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ করে ভারত। 

রান তাড়া করতে নামলে ভারতীয় বোলাররা প্রথম ওভার থেকে চাপে ফেলে দেয় প্রোটিয়াদের। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে শেষ পর্যন্ত তারা ৮ উইকেট হারিয়ে ৮৩ রান করে। শবমন শাকিল এবং অর্চনা দেবী ৩টি করে উইকেট নেন।  

27 Dec 2022, 05:09 PM IST

৮৩-তেই থামল দক্ষিণ আফ্রিকা

নির্দিষ্ট ২০ ওভারে মাত্র ৮৩ রানই করতে পারে দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কায়লা রেইনেকে সর্বোচ্চ ২০ রান করেন। এ ছাড়া ম্যাডিসন ল্যান্ডসম্যান ১০ করেছেন। এবং জেম্মা বোথা অপরাজিত ১০ রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। ৫৪ রানে ম্যাচ জিতে যায় ভারত।

27 Dec 2022, 04:54 PM IST

অষ্টম উইকেট পড়ল

জেনা ইভান্সকে ফেরালেন অর্চনা দেবী। ১২ বলে ৭ রান করে অর্চনার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৮.১ ওভারে ৭০ রানে ৮ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

27 Dec 2022, 04:44 PM IST

সাত নম্বর উইকেট পড়ল প্রোটিয়াদের

কায়লা রেইনেকে ২৫ বলে ২০ রান করে ফিরলেন সাজঘরে। শবনমের বলে সোনিয়া ক্যাচ ধরেন। ১৫.৩ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

27 Dec 2022, 04:41 PM IST

ষষ্ঠ উইকেট পড়ল প্রোটিয়াদের

আনিকা সোয়ার্টের বলে ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন। সোনম যাদবের বলে স্টাম্প করেন রিচা। ১৪ ওভারে ৫৫ রানে ৬ উইকেট দক্ষিণ আফ্রিকার।

27 Dec 2022, 04:37 PM IST

পঞ্চম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

অর্চনা দেবীর বলে প্রোটিয়া অধিনায়ক ওলুহলে সিও ৮ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ক্যাচ ধরেন সোনিয়া। ১২ ওভারে ৫ উইকেটে ৪১ রান দক্ষিণ আফ্রিকার।

27 Dec 2022, 04:16 PM IST

চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

৯.৩ ওভারে অর্চনা দেবীর ফেরালেন ম্যাডিসন ল্যান্ডসম্যানকে। ১০ করে আউট হন তিনি। স্টাম্প করেন রিচা ঘোষ। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৩৭ রান।

27 Dec 2022, 03:59 PM IST

তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। ৮ করে কারাবো সাজঘরে ফিরলেন। ১৯ রানে ৩ উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। ৬ ওভার শেষে ৩ উইকেটে হারিয়ে ২৪ রান দক্ষিণ আফ্রিকার।

27 Dec 2022, 03:50 PM IST

দ্বিতীয় উইকেট পড়ল প্রোটিয়াদের

আরও একটি উইকেট তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ২.৫ ওভারে শবনম শাকিল ফেরান আর এক ওপেনার সিমনেকে। মাত্র ৩ রান করে হার্লে গালাকে ক্যাচ দেন সিমনে। দলের ১০ রানে পড়ল দ্বিতীয় উইকেট।  

27 Dec 2022, 03:42 PM IST

প্রথম ওভারেই উইকেট পড়ল প্রোটিয়াদের

শবনম শাকিলেপ বলে সাজঘরে ফিরলেন এলান্দ্রি। ৫ বলে ৫ রান করে মান্নাত কাশ্যপের হাতে ক্যাচ দেন এলান্দ্রি। দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারে ৭ রানে ১ উইকেট হারাল। 

27 Dec 2022, 03:28 PM IST

রান তাড়া করা শুরু প্রোটিয়াদের

লক্ষ্য বেশি নয়। মাত্র ১৩৮ করতে পারলেই জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। আর সেই লক্ষ্যেই ওপেন করতে নামলেন এলান্দ্রি এবং সিমনে।

27 Dec 2022, 03:09 PM IST

১৩৭ করল ভারত

ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করল। দক্ষিণ আফ্রিকার সামনে খুব বড় লক্ষ্য রাখতে পারেনি ভারতের মেয়েরা। টিম ইন্ডিয়ার সিনিয়র দলের দুই প্লেয়ার- শেফালি, রিচা এ দিন চূড়ান্ত ব্যর্থ। তবে শ্বেতা এবং সৌম্যা দলের হাল ধরেছিলেন। তাদের জন্যই ভারতর অন্তত ১৩৭ করেছে ভারত।

27 Dec 2022, 02:57 PM IST

আউট রিচা

সিনিয়র দলের দুই তারকাই চূড়ান্ত ব্যর্থ। শেফালির পর এ বার হতাশ করলেও রিচাও। ১১ বলে ১৫ করে সাজঘরে ফিরলেন তিনি। 

27 Dec 2022, 02:52 PM IST

১০০ হলেও চতুর্থ উইকেট হারাল ভারত

মোনালিসা লেগোডি বোল্ড করলেন সৌম্যাকে। ৪৬ বলে ৪০ করে সাজঘরে ফেরেন তিনি। ১৬ ওভারে ৪ উইকেটে ১০০ রান ভারতের। 

27 Dec 2022, 02:45 PM IST

সোনিয়া মেন্ধিয়া আউট

নেমেই মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন সোনিয়া মেন্ধিয়া। তাঁকেও ফেরালেন কায়লা রেইনেকে। পরিবর্ত জেম্মা বোথা তাঁর ক্যাচ ধরেন। চাপ বাড়াতে শুরু করেছেন প্রোটিয়ারা। 

27 Dec 2022, 02:41 PM IST

৪০ করে আউট শ্বেতা

৩৯ বলে ৪০ রান করে ভারতকে নির্ভরতা দেন শ্বেতা। কিন্তু কায়লা রেইনেকের বলে সেশনি নাইডুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শ্বেতা। ভারতের স্কোর মহিলা ২ উইকেটে ৭১ রান। পরিবর্তে ক্রিজে এলেন সোনিয়া মেন্ধিয়া।

27 Dec 2022, 02:14 PM IST

৫০ পার ভারতের

প্রথম বলেই অধিনায়কের উইকেট হারিয়েছিল ভারত। তবে ধাক্কা কাটিয়ে এখন লড়াই চালাচ্ছেন শ্বেতা-সৌম্যা। ১০ ওভারে ১ উইকেটে ৫৮ ভারতের।

27 Dec 2022, 02:03 PM IST

পাওয়ার প্লে-তে ৩১ করল ভারত

শেফালি তাড়াতাড়ি ফিরে গেলেও, পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন শ্বেতার আর সৌম্যা। ৬ ওভার শেষে ১ উইকেট হারালেও ভারত ৩১ করেছে।

27 Dec 2022, 01:50 PM IST

৪ ওভারে ভারতের সংগ্রহ ১৯/১

চতুর্থ ওভারে হল ১১ রান। শ্বেতার সংগ্রহ ১৩ রান। সৌম্যা করেছেন ৩। চার ওভার শেষে ১ উইকেটে ১৯ রান ভারতের।

27 Dec 2022, 01:46 PM IST

শুরুতেই আউট শেফালি

প্রথম বলেই আউট ভারত অধিনায়ক। স্বাভাবিক ভাবে শুরুতেই চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। গোল্ডেন ডাক করে আয়ন্দা হুলুবির বলে কারাবো মেসোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফালি। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার সৌম্যা তিওয়ারি।

27 Dec 2022, 01:44 PM IST

খেলা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন অভিজ্ঞ শেফালি বর্মা। তাঁর সঙ্গে নেমেছেন শ্বেতা সেহরাওয়াত।

27 Dec 2022, 01:22 PM IST

টসে জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা

টসে জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নামবে ভারত।

27 Dec 2022, 12:50 PM IST

লক্ষ্য বিশ্বকাপ

নতুন বছরের শুরুতেই অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ১৪ জানুয়ারি। চলবে ২৯ জানুয়ারি অবধি। দক্ষিণ আফ্রিকায় বসবে উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন শেফালি-রিচারা। বিশ্বকাপে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতেই নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ভারতীয় মহিলা দল।

Latest News

প্রথম একাদশে নেই রোহিত, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রয়েছে নাম, বড় কোপ হার্দিকের প্রচণ্ড গরমের মধ্যেই ৮ মাসের ছেলেকে নিয়ে সৈকতে গৌরব-ঋদ্ধিমা ‘খুনও করে দিতে পারে’, সরব কুণালকে নিয়ে শঙ্কা অধীরের ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিদের বদলি করল নির্বাচন কমিশন ‘মা শ্যুটিংয়ে ব্যস্ত থাকত, দেখাও হত না! আমার ক্লাস, বয়স সবই ভুল বলত কিছুই মনে…’ CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা সুপ্রিম কোর্টে ‘অভিযোগহীন’ শিক্ষকদের তালিকা জমা দেবে SSC, জানালেন চেয়ারম্যান বিপদের মুখে পাকিস্তানের ফাস্ট বোলারের ভবিষ্যত! ভুল চিকিৎসার চাঞ্চল্যকর অভিযোগ পাকা কথার পর ভাঙে বিয়ে! কৌশাম্বির থেকে কম সুন্দরী নন আদৃতের প্রাক্তন প্রেমিকা বিশেষ দল গঠন পুলিশের, করবে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্ত

Latest IPL News

CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা এখানে যে কেউ সেঞ্চুরি করতে পারে, IPL কি তবে ফাটকা? রোহিতের উত্তরে বিতর্কের গন্ধ দলে ফিরতে ছেড়েছিলেন রসমালাই,বিরিয়ানি! কীভাবে ৪ মাসে ১৬ কেজি ওজন কমালেন ঋষভ পন্ত নারিন KKR-এর সুপারম্যান, রাসেল হলেন ফ্যাশন-সচেতন- দুই ক্যারিবিয়ানে মুগ্ধ শাহরুখ RR-র বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ, IPL 2024-এ এক বিরল নজির গড়ল প্যাট কামিন্সের SRH কিছু ভাবছিলামই না, শেষ ওভারের প্ল্যান নিয়ে অকপট ভুবি, হতভম্ব কার্তিক রিঙ্কুকে দেখতে পেয়েই ডেকে নিয়ে গিয়ে কথা বললেন রোহিত, অভিমান ভাঙানোর চেষ্টা? ফুলকির পাঞ্চে সিংহাসনচ্যুত নিম ফুল! TRP তালিকায় চমক কথার, জগদ্ধাত্রী হেরে গেল? স্কাই এমন কি করলেন যে মুচকি হেসে ফেললেন নারিন! ভাইরাল দুই তারকার ভিডিয়ো রিঙ্কুর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পিছনে জয়ের নেশায় মত্ত KKR-এর কি কোনও দায় নেই?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.