ক্রিকেটের একদিনের ফর্ম্যাট বদল নিয়ে সরব হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এই একই বিষয় নিয়ে এর আগেও সরব হয়েছিলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী। মাস্টার ব্লাস্টারের মতে একদিনের ক্রিকেট ফর্ম্যাট ক্রমশ খারাপ হয়ে উঠছে। তিনি এই ফর্ম্যাটের ক্রিকেটের নিয়মের বদলের দাবিও তুলেছেন। একইসঙ্গে তিনি উপায়ও বলে দিয়েছেন, আগামিদিনে কীভাবে খেলা হবে। টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর ক্রমশ জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। ফলে ওডিআই ক্রিকেটের উন্মাদনা ফিরিয়ে আনতে নিয়ম বদলের প্রস্তাব দিয়েছেন মাস্টার ব্লাস্টার।
সম্প্রতি সচিন তেন্ডুলকর একটি অনুষ্ঠানে এসে একদিনের ক্রিকেটে নতুন ফর্ম্যাট চালু করার প্রস্তাব দিয়েছন। তিনি বলেন, 'একটা ম্যাচকে চার ভাগে ভাগ করা উচিত। ইনিংস ২৫ ওভারে করতে হবে। টেস্ট ক্রিকেট ঠিক যেভাবে হয়, সেভাবেই করতে হবে। তবে টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট তুলতে হয়, এখানে ১০টি উইকেট তুললেই চলবে। দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট নিতে হবে। কেউ যদি প্রথম ইনিংসে আউট হয় তাহলে সে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে না।'
নতুন এই ফর্ম্যাট চালু করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। এই কিংবদন্তি ব্যাখ্যা করে বলেন, 'আমরা শ্রীলঙ্কায় একটি ম্যাচ খেলতে গিয়েছিলাম। সেখানে ১১৮ ওভার হয়ে গেলেও কোনও ফলাফল হয়নি। প্রথম দিন শ্রীলঙ্কা ব্যাট করার পর ১০ ওভার ব্যাট করে ভারত। আর তারপরই বৃষ্টি হওয়ায় ম্যাচ বন্ধ হয়। দ্বিতীয় দিনেও বৃষ্টি হওয়ায় ম্যাচ বাতিল হয়ে যায়। নতুন ফর্ম্যাটে যদি দুটো দল অত্যন্ত ২৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। তাহলে একটা সামঞ্জস্য থাকবে। কিন্তু যখন ১৫ থেকে ৪০ ওভারের মধ্যেও ভালো কিছু ঘটছে না তখন খুবই অসহ্য এবং বিরক্ত লাগে। এটা বদলাতে হবে। আমাদের সময় এমনটা ছিল না। তবে টি-টোয়েন্টির জন্যই এমনটা হয়েছে।'
একদিনের ক্রিকেটে স্পিনাররা যথেষ্ট খুশি হতে পারছেন না বলে মনে করছেন সচিন। তিনি কয়েকজন স্পিনারের সঙ্গে কথা বলেছেন বলে জানান মাস্টার ব্লাস্টার। খেলার সময় ৩০ গজের মধ্যে ৫ জন ফিল্ডার থাকায় তাদের মানসিক অবস্থা কেমন থাকবে তা জানারও চেষ্টা করছেন তিনি। সচিন বলেন , '৩০ গজের বৃত্তের মধ্যে পাঁচজন ক্রিকেটার থাকার সময় স্পিনাররা বোলিং লাইনে বদল করতে পারে না। ফলে ওদেরও সমস্যার মধ্যে পড়তে হয়। উইকেট সহজে পাওয়াও যায় না। উইকেট তুলতে হলে ব্যাটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। ব্যাটার যদি ভুল করে, তাহলে উইকেট পায় স্পিনাররা।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।