ইংল্যান্ডে জোরকদমে চলেছে গ্রীষ্মের ক্রীড়া উৎসব। একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তো অপরদিকে ইউরো ২০২০। এরই মাঝে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের ঘরোয়া বিশ ওভারের টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট। মঙ্গলবার (২২ জুন) এই টুর্নামেন্টে সাক্ষী থাকল এক অনবদ্য নজিরের।
ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে নটিংহ্যামশায়ারের হয়ে বল হাতে দলকে এক দুর্ধর্ষ জয় এনে দিলেন অভিজ্ঞ সমিত প্যাটেল। সঙ্গে সঙ্গে গড়লেন এক অনন্য নজির। নিজের নির্ধারিত চার ওভারে টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে সর্বকালের সবচেয়ে কম রান খরচ করা স্পেলটি করে ফেললেন তিনি। একটি মেডেনসহ মাত্র চার রান দিয়ে সমিত তুলে নেন তিনটি উইকেটও। পাশাপাশি এক মাঠে (ট্রেন্ট ব্রিজ) ১০০টি উইকেট (শাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার) নেওয়ার কৃতিত্বও অর্জন করলেন তিনি।
প্যাটেলের দাপটে নিজেদের বিশ ওভারে আট উইকেটের বিনিময়ে যুগ্মভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বনিম্ন ৮৬ রানেই থেমে যায় ওরচেস্টারশায়ারের ইনিংস। গোটা ইনিংস আসে মাত্র দুইটি বাউন্ডারি। জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে সহজেই প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় নটিংহ্যাম। তাঁদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অ্যালেক্স হেলস।
নিজের পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি সমিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজকের রাতটা নিঃসন্দেহে আমার কাছে খুব স্পেশ্যাল। নিজের দ্বিতীয় বলে উইকেট তুলে নেওয়ার পর থেকেই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তারপর সবকিছু আপনা আপনিই হয়। তবে গোটা দলই দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে। কৃতিত্বটা আমার একার নয় গোটা দলেরই প্রাপ্য।’
এর ফলে নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে টুর্নামেন্টের উত্তর বিভাগীয় গ্রুপে শীর্ষে পৌঁছল নটিংহ্যাম। ৩৬ বছর বয়সী সমিত প্যাটেল বহুদিন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেননা। তবে নিজের এমন পারফরম্যান্স বজায় রাখলে আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপে ইয়ন মর্গ্যানের দলে জায়গা পাওয়ার জোরালো দাবি জানাতে সক্ষম হবেন প্যাটেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।