পঞ্জাব না সৌরাষ্ট্র- চতুর্থ দল হিসেবে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠবে কারা? শুক্রবার চতুর্থ দিনে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে সৌরাষ্ট্রকে ফিরে আসতে সাহায্য করেছেন অধিনায়ক অর্পিত ভাসাভাদা, চিরাগ জানি, প্রেরক মানকদ এবং পার্থ ভুটের হাফ সেঞ্চুরি। পঞ্জাব প্রথম ইনিংসে লিড পায়। সৌরাষ্ট্র তাদের দ্বিতীয় ইনিংসে ৩৭৯ স্কোর করে। এবং পঞ্জাবের সামনে ২৫২ রানের লক্ষ্য রাখে।
অর্পিত ভাসাভাদা (৭৭) এবং চিরাগ জানি (৭৭) পঞ্চম উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ করেন। এ ছাড়া সৌরাষ্ট্রের হয়ে প্রেরক মানকদ (৮৮) এবং পার্থ ভুট (৫১) অষ্টম উইকেটে ৯২ মূল্যবান রান যোগ করেন। তবে এখন যা পরিস্থিতি, তাতে পঞ্চম দিনে পঞ্জাবকে করতে হবে ২০০ রান। হাতে রয়েছে আট উইকেট। পুখরাজ মান (১৭) এবং সিদ্ধার্থ কাউল (২) ক্রিজে রয়েছেন। চতুর্থ দিনের শেষে পঞ্জাবের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান।
আরও পড়ুন: টানা তিনবার রঞ্জির সেমিতে বাংলা, আগের দু'বার কোন ধাপে হেরেছিল দল?
লক্ষ্য খুব বেশি নয়। তার উপর হাতে আট উইকেট রয়েছে পঞ্জাবের। কিন্তু সমস্যা হল, পিচে মারাত্মক টার্ন রয়েছে। যার সুবিধেটা পঞ্চম দিন সকালে পেতে পারে ২০১৯-২০ রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। সেমিফাইনালে পৌঁছতে হলে জন্য পঞ্জাবকে মাথা ঠাণ্ডা করে উইকেটে টিকে থাকতে হবে।
চতুর্থ দিন পঞ্জাব ইনিংসের শুরুতেই সৌরাষ্ট্র বড় ধাক্কা দেয়। ৫০ রানের মধ্যে ওপেনিং দুই ব্যাটারকে ফিরিয়ে। প্রভসিমরান সিং (২২ রান) এবং নমন ধীরকে (১১ রান) শুরুতে ফিরিয়ে পঞ্জাবকে বড় ঝটকা দিয়েছে সৌরাষ্ট্র। দুই ওপেনারই পঞ্জাবের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এবং পঞ্জাবকে ৪৩১ রান করতে সাহায্য করেছিলেন।
আরও পড়ুন: ফের রঞ্জির সেমিতে মুখোমুখি বাংলা-মধ্যপ্রদেশ, মনোজরা কি পারবেন গতবারের বদলা নিতে?
টস জিতে প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র ৩০৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব করে ৪৩১ রান। প্রথম ইনিংসে লিড পায় পঞ্জাব। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র করে ৩৭৯ রান। পঞ্জাবকে জিততে হলে আর ২০০ রান করতে হবে।
ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক। বাংলা শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে মধ্যপ্রদেশের। আর পঞ্জাব এবং সৌরাষ্ট্রের মধ্যে যারা সেমিতে উঠবে, তারা কর্ণাটকের মুখোমুখি হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।