বাংলা নিউজ > ময়দান > SL vs PAK, 1st Test: পাক বোলারদের দাপটে সস্তায় আউট শ্রীলঙ্কা, জয়ের গন্ধ পাচ্ছেন বাবররা

SL vs PAK, 1st Test: পাক বোলারদের দাপটে সস্তায় আউট শ্রীলঙ্কা, জয়ের গন্ধ পাচ্ছেন বাবররা

পাকিস্তানের টেস্ট জয়টা কার্যত সময়ের অপেক্ষা।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেননি শ্রীলঙ্কা। ১৪৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২৭৯ রানে গুটিয়ে যায় লঙ্কা বাহিনী। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। আর সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে। পঞ্চম দিনে তাদের আরও ৮৩ রান করতে হবে। যা খুব কঠিন বিষয় নয়।

গালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে হলে পাকিস্তানের চাই আর মাত্র ৮৩ রান। হাতে রয়েছে গোটা একটা দিন আর সাত উইকেট। সব দিক থেকে দেখতে গেলে পাকিস্তানের টেস্ট জয় শুধুই সময়ের অপেক্ষা। বাবর আজমরা ইতিমধ্যে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে।

তবে গলের উইকেটে শেষ দিনে শ্রীলঙ্কার স্পিনারদের সামনে পড়তে হবে পাকিস্তানের ব্যাটারদের। তবে রানটা যে বড় কম। মাত্র ৮৩। খুব বড় অঘটন না ঘটলে এই টেস্ট হারা কার্যত অসম্ভব পাকিস্তানের পক্ষে।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৪৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২৭৯ রানে গুটিয়ে যায় লঙ্কা ব্রিগেড। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। তবে বুধবার শেষ বেলায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে পাকিস্তান।

১৪৯ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কার হয়ে তাদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করেছিলেন নিশান মাদুশাকা। আর এক ওপেনার এবং দলের দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ২০ রান করে আউট হলেও নিশান হাফসেঞ্চুরি করেন। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল কোনও উইকেট না হারিয়ে ১৪ রান। সেখানে থেকে বুধবার ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি মোট ৪২ রান তোলে। এর পরেই আব্রার আহমেদ ফেরান করুণারত্নেকে। এদিন প্রথম সেশনেই শ্রীলঙ্কা হারায় আরও ২ উইকেট। কুশল মেন্ডিস (১৮) এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (৭) ফেরান নোমান আলি।

আরও পড়ুন: হাঙ্গার্গেকরের ৫ উইকেট, সুদর্শনের সেঞ্চুরি, বাবর আজমের ভাইদের গোহারান হারাল ভারতের ছোটরা

দ্বিতীয় সেশনের শুরুতেই হাফসেঞ্চুরি করা মাদুশাকাকে আউট করেন নোমান আলিই। তখনও ৫০ রানে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। ১১৫ বলে ৫২ রানে আউট হন মাদুশাকা। তবে এর পর হাল ধরেন ধনঞ্জয়া ডি'সিলভা। দীনেশ চান্ডিমালের সঙ্গে পঞ্চম উইকেটে ৬০ রানের জুটিতে প্রথম প্রতিরোধ গড়েন তিনি। এর পর পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন আগা সলমন। তাঁর বলেই ২৮ রান করে মিড উইকেটে ক্যাচ দেন চান্ডিমাল। সাদিরা সমারাবিক্রমা অবশ্য ডি'সিলভাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। শর্ট লেগে সলমনের বলে ক্যাচ দেন সমারাবিক্রমা (১১ রান)।

ডি'সিলভা তখন রমেশ মেন্ডিসকে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন। চা-বিরতির আগে–পরে সপ্তম উইকেটে আসে ৭৬ রান। ৬১ রানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল শ্রীলঙ্কা, ৫৩ রানে অপরাজিত ছিলেন ডি'সিলভা, ১৯ রানে খেলছিলেন মেন্ডিস। বিরতির পর এই জুটি ভাঙে আব্রার। ৪২ রান করে এলবিডব্লিউ হন মেন্ডিস।

আরও পড়ুন: শাকিলের টেস্ট গড় ৯৮.৫০, ব্র্যাডম্যানের ঘাড়ে উঠে পড়েছেন পাক তারকা

৮০ ওভার শেষেই দ্বিতীয় নতুন বল নেয় পাকিস্তান। প্রথম ওভারেই বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। চতুর্থ এবং পঞ্চম বলে টানা দু'টি চার মারেন ডি'সিলভা। তবে আফ্রিদির বলেই ৮২ রান করে আউট হন ডি'সিলভা। ধনঞ্জয় ডি'সিলভা আউট হওয়ার পরে শ্রীলঙ্কা আর বেশিক্ষণ টিকতে পারেনি। ৫ রানের মধ্যে শেষ ২ উইকেট হারিয়ে পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা।

১৩১ রান করতে নামলে পাকিস্তানকে প্রথম আঘাতটা দেন প্রভাত জয়সূর্য। ইনিংসের সপ্তম ওভারে ১৮ বলে ৮ রান করে আউট হয়ে যান আবদুল্লাহ শফিক।তিনে নামা শন মাসুদকেও ফেরান জয়সূর্য। ১১ বলে ৭ রান করে শর্ট লেগে ক্যাচ দেন শন মাসুদ। চারে ব্যাট করতে নেমে নোমান আলি রানআউট হন। ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের চাপ কিছুটা বেড়েছে। চতুর্থ দিনের শেষে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে পাকিস্তান। ২৫ রানে অপরাজিত রয়েছেন ইমাম-উল-হক। অধিনায়ক বাবর আজম ৬ রান করে অপরাজিত রয়েছেন। এদিকে ১৫ ওভারের মধ্যেই দু'টি রিভিউ হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। সেটি পঞ্চম দিনে কতটা ভোগাবে তাদের, সেটা সময়ই বলবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের চোখ রাঙানি? মে মাসে মুক্তি পাচ্ছে না কল্কি ২৮৯৮ এডি, কবে আসছে প্রভাসের ছবি LSG-র সর্বনাশে KKR-এর পৌষমাস, রাজস্থানকে ধরতে পারবে কেউ? লিগ টেবিলে মাথা তুলল DC MBSG-OFC সেমির দ্বিতীয় লেগে হাউসফুল যুবভারতী,বাড়িতে কীভাবে ফ্রি-তে দেখবেন ম্যাচ রাজনীতির ময়দানে নবাগতা রচনা, প্রচারের ফাঁকে প্রথম নায়িকাকে কী টিপস দিলেন দেব? মে দিবসে কি বন্ধ থাকবে সোনাগাছি? যৌনকর্মীদের ছুটি! সত্যিটা জেনে নিন স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা?

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.