সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বিশ্ব ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। বল হাতে তাবড় তাবড় ক্রিকেটারদের ঘরে ফিরিয়েছেন। তাঁর বলের গতি চমকে দিয়েছে বিপক্ষ দলের ব্যাটারকে। এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি পোস্ট করলেন, যা স্বাভাবিক ভাবেই অনেক প্রশ্নের সঞ্চার ঘটেছে।
অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই তিনি ২০১৪ সালের ২৩ জুলাই রুবাব খানকে বিয়ে করেন। বিয়ের কথা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের জানান। এরপরে ২০১৬ সালে ৭ নভেম্বর তিনি প্রথম বাবা হন। সেই কথাও তিনি গোপন রাখেননি। প্রথম বাবা হওয়ার খবরও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান। প্রথম পুত্র সন্তানের নাম রাখেন মোহাম্মদ মিকাইল খান। ফের দু’বছর পর অর্থাৎ ২০১৯ সালে ১৪ই জুলাই তিনি দ্বিতীয়বার বাবা হন। সেই কথাও তিনি গোপন না রেখে সকলের সাথে ভাগ করে নিয়েছেন। ছোট ছেলের নাম রাখেন আলি আখতার। এতদিন সকলেই জানতো তাঁর দুই পুত্র সন্তান রয়েছে। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি থেকে তৈরি হয়েছে বিভিন্ন প্রশ্ন।
৪৭ বছর বয়সে এসে তিনি হঠাৎই সোশ্যাল মিডিয়ার সামনে আনেন মেয়ে আইলিন শেখকে। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমার মেয়ের সঙ্গে একটু খোলামেলা মেজাজে।' এমনকী ছবিটিতে দেখা যাচ্ছে দু'জনের মুখেই হাসি রয়েছে। এমনকী দু'জনে মিলে দারুণ একটা সময় কাটিয়েছেন সেই কথাও জানান শোয়েব। তবে কোথায় মেয়ের সাথে দেখা করেছেন সেই কথা উল্লেখ করেননি তিনি। শোয়েবের এই ছবি দেখেই শুরু হয়েছে সমালোচনা। উঠে এসেছে একাধিক প্রশ্ন।
শোয়েবের এই ছবি দেখে প্রথমেই প্রশ্ন ওঠে আইলিন কি সত্যিই তার মেয়ে? তাহলে ২০১৬ সালে তিনি যে প্রথম পুত্র সন্তানের কথা জানিয়েছেন সে কি প্রথম সন্তান নয়? তারপর ২০১৯ সালে দ্বিতীয় বার যে পুত্র সন্তানের ছবি ছাড়েন। তিনিই বা কে? শোয়েব বা রুবাব কখনোই তাদের মেয়ের কথা সমাজ মাধ্যমে তুলে ধরেননি। এখন যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে মেয়েটির বয়স কম করে ১৫ থেকে ১৬ বছর হবে। অথচ এদিকে শোয়েবের বিয়ে হয়েছে মাত্র ১০ বছর। তাহলে আইলিন কে? এরকম একাধিক প্রশ্ন উঠছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে সবকিছু মিলিয়েই বলা যায়, শোয়েব প্রথম বার আইলিনের ছবি সামাজিক মাধ্যমে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।