গত বছরের একেবারে শেষের দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ পন্ত। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার। যার ফলে তিনি বর্ডার-গাভাসকর ট্রফি, আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারেননি। এমনকী আসন্ন ওডিআই বিশ্বকাপেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। ক্রিকেট মহল মনে করছে পন্তের সুস্থ হতে গোটা বছর কেটে যাবে।
তবে পন্তের এই ছিটকে যাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। পন্তের বিকল্প হিসাবে দিল্লি দলে নেওয়া হয় বাংলার তরুণ তারকা উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েলকে। যদিও মরশুম শুরুর আগেই মনে করা হয়েছিল পোড়েলকেই নিতে চলেছে দিল্লি ক্যাপিটালস। কারণ প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে ট্রায়াল দিতে দেখা যায় বঙ্গ সন্তানকে।
মরশুমের শুরুতেই বাংলার এই ক্রিকেটারকে নিয়ে নেয় তারা। যদিও বেশ কয়েকটি ম্যাচ খেললেও বড় রানের ইনিংস তিনি খেলতে পারেননিয তবে প্রথম ম্যাচে যেভাবে শুরু করেন পোড়েল, তাতে মনে করা হয়েছিল লম্বা রেসের ঘোড়া তিনি। কিন্তু পরের ম্যাচগুলিতে তাঁকে আর সেই ভাবে দেখা যায়নি। তবে বাংলার এই প্রতিভাবান ক্রিকেটারকে দেখে অনেকেই প্রশংসা করেছেন। যদিও এবারের আইপিএলে দিল্লির পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। পয়েন্ট টেবিলের শেষের দিকে থেকে শেষ করতে হয়েছে এবারের মরশুম।
আইপিএল শেষ হলেও দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা পোড়েল ঘরোয়া ক্রিকেটে কাজে লাগাতে চান। তবে এই মরশুমে খেলতে গিয়ে অনেক ভালো যেমন অভিজ্ঞতা হয়েছে, তেমনই মজার ঘটনাও ঘটেছে। এক সাক্ষাৎকারে পোড়েল তাঁর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, 'গুজরাট টাইটানসের বিরুদ্ধে নামার আগে প্রায় এক ঘণ্টা ধরে রশিদ খানের বোলিং ভিডিয়ো দেখি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। ম্যাচে যখন ব্যাট করতে নামি, তখন বলতে করতে আসে রশিদ খান। কিন্তু আমি তাঁর প্রথম বলেই আউট হয়ে যাই। আর সেটা সত্যি খুবই ভয়ঙ্কর ছিল। এতবার ভিডিয়ো দেখার পর আউট হয়ে যাওয়া।'
যদিও এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের যাত্রা মোটেই ভালো হয়নি। প্রথম ৫ ম্যাচে হার। স্বাভাবিক ভাবেই অনেকটাই পিছনে ফেলে দেয় দিল্লিকে। তবে এই পরিস্থিতির জন্য যে পন্তের ছিটকে যাওয়া রয়েছে তা অনেকেই দাবি করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।